Madhyamik Result 2024 Roll DOB Check @WBBSE: প্রিয় ছাত্র-ছাত্রীরা নিচে তোমরা রোল নাম্বারের ঘরে “রোল নম্বরটা” সঠিকভাবে ইনপুট করবে! দুই নাম্বার ঘরে ডেট অফ বার্থ এর জায়গায়, তোমাদের জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সালের শেষ দুটি অক্ষর একসাথে ইনপুট করবে।
রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে মাধ্যমিকের রেজাল্ট চেক অনলাইন!
তোমার যদি মাধ্যমিকের,
Roll:- 123456N
No:- 0123
Date of birth:- 24.02.2006 হয়ে থাকে তাহলে
- 📍 Enter Roll Number এর ঘরটিতে 123456N0123 এভাবে লিখবে।
- 📍 Date of Birth এর ঘরটিতে 240206 এভাবে লিখবে।
🎉 সকালে তাড়াতাড়ি নিজেদের রেজাল্ট চেক করে নাও 🌀 রেজাল্ট দেখার লিংকটি নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।
Video: কিভাবে রেজাল্ট দেখবে সম্পূর্ণ ভিডিও গাইড!
সঠিকভাবে ইনপুট করার পরে সঙ্গে সঙ্গেই তোমার সামনে তোমার সমস্ত তথ্য সহ মার্কশিটের ভার্চুয়াল কপি চলে আসবে। ডাউনলোড করে সেভ করে নাও। অনেক অনেক শুভকামনা রইল! পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »