West Bengal SSC Recruitment Case Supreme Court Latest Update Today: নিয়োগ দুর্নীতি মামলা সম্পর্কিত সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত শুনানি! জুলাই মাসে হবে বিস্তারিত শুনানি। কয়েকদিন আগেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করা নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির কথা ছিল সোমবার কিন্তু সময়ের কারণে এই শুনানি মঙ্গলবার অর্থাৎ আজকেই করা হয়েছে। অবশেষে কি শুনানি হল সমস্ত কিছু জানুন এক নজরে!
West Bengal SSC Case Supreme Court: নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টের শুনানি
সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার বিস্তারিত শুনানি করা হয়নি শুধুমাত্র এই মামলার সংক্ষিপ্ত শুনানি করা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলা সম্পর্কে কি জানানো হয়েছে সংক্ষেপে জেনে নিন।
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন দুর্নীতি সিস্টেমেটিক হয়েছে।
- আজকে ইতিমধ্য নিয়োগ দুর্নীতি মামলার অনেকগুলি শুনানি শেষ হলো এবং চাকরি বাতিল সম্পর্কে একাধিক নির্দেশ জারি করলেন সুপ্রিম কোর্ট।
- সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ২৫,৫৭৩ জনের চাকরি আপাতত বজায় থাকছে।
- যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্পর্কে সুপ্রিম কোর্টে SSC কমিশনকে জানানো হয়েছে যদি SSC-এর ডাটাবেস থেকে OMR এর তথ্য না পাওয়া যায় তাহলে CBI এর তথ্যের উপর ভরসা করে কারা যোগ্য এবং কারা অযোগ্য প্রার্থী সেটি আলাদা করতে হবে।
- যারা এখনো চাকরি করবে তাদের প্রত্যেককে মুছে এলাকায় জমা করতে হবে যে তারা যোগ্য সেটা প্রমাণ দিতে হবে।
- কোন চাকরি পারতে যদি অযোগ্য হিসেবে বিবেচিত হয় তাহলে পুরো বেতন ফেরত দিতে হবে।
আরো দেখুন: Amar Karmadisha ‘আমার কর্মদিশা’ রাজ্য সরকারের নতুন প্রকল্প! পাবেন অনেক সুবিধা, অনলাইনে আবেদন জানুন
SSC Recruitment Supreme Court Case Update: পরবর্তী শুনানি কবে হবে?
পরবর্তী শুনানি হবে আগামী জুলাই মাসে। ১৬ জুলাই এর স্কুল সার্ভিস কমিশন যদি যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি করে তাহলে পুরো প্যানেল বাতিল করা হবে না।
মিস করবেন না: মেয়ের পড়াশুনার খরচ দেবে সরকার! আজই আবেদন করুন এই প্রকল্পে
সুপ্রিম কোর্টের তরফ থেকে সংক্ষিপ্ত রায়ে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মধ্য খুশির হাওয়া সংক্ষিপ্ত রায়ে স্বস্তি পেয়েছে প্রত্যেকেই। তাদের মতে কিছু অযোগ্যদের জন্য যেন যোগ্যদের কোন রকম ক্ষতি না হয়। প্রত্যেকেই ১৬ই জুলাইয়ের বিচারের দিকে তাকিয়ে রয়েছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »