WBP SI Application Form 2024: রাজ্য পুলিশের ফর্ম ফিলাপ! কিভাবে অনলাইনে আবেদন? দেখে নিন

WBP SI Application Form 2024 WBPRB

পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ সংস্থা। প্রতি বছর, WBP বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২০২৪ সালে, WBP সাব-ইন্সপেক্টর (SI) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই আর্টিকেলে, আমরা WBP SI Application Form 2024 পূরণের প্রক্রিয়া এবং অনলাইনে আবেদন করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।

   

WBP Application Form Fill Up 2024: কীভাবে আবেদন করবেন?

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সাব-ইন্সপেক্টর বা SI পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য নিন্মের স্টেপগুলি ফলো করুন।

১) আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in (Westbengal Police Recruitment Board) এ গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আগে থেকে রেজিস্ট্রেশন থাকলে সে ক্ষেত্রে শুধু লগইন আইডি দিয়ে লগইন করলেই হবে। (আপনাদের সুবিধার জন্য পোষ্টের শেষে সরাসরি লিংক দিয়ে দেয়া থাকবে।)

২) লগ ইন করার পর অ্যাপ্লিকেশনের জন্য পেজ ওপেন হয়ে যাবে। এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।

৩) এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট ও নিজের ফটো ও সিগনেচার আপলোড করুন।

৪) তারপর আবেদন ফি জমা করতে হবে। ব্যাস তাহলেই আবেদন সম্পন্ন হবে।

আবেদন ফি (Application Fees)

জেনারেল ও OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ২৫০ টাকা এবং প্রসেসিং ফি 20 টাকা অর্থাৎ মোট ২৭০ টাকা। অপরপক্ষে SC ও ST প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না শুধুমাত্র প্রসেসিং ফি ২০ টাকা লাগবে।

আবেদনের সময় সীমা (WBP SI Form Fill Up Last Date)

এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য আপনি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর তারিখ৯ ই মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে।
আবেদন পূরণের শেষ তারিখ৭ই এপ্রিল, ২০২৪ (তার আগে আবেদন করে ফেলতে হবে।)

যোগ্যতা সহ অন্যান্য বিষয় জানতে » রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন

আবেদন ফরম পূরণের অফিসিয়াল ওয়েবসাইট » Apply Online

এই আর্টিকেলে, আমরা WBP SI Application Form 2024 পূরণের প্রক্রিয়া এবং অনলাইনে আবেদন করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। আশা করি, এই তথ্য আপনাদের WBP SI পদে আবেদন করতে সাহায্য করবে। আবেদন করার আগে, অবশ্যই WBP রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি পড়ুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram