WBJEE Admit Card: পশ্চিমবঙ্গ জয়েন্ট পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ! নতুন আপডেট পশ্চিমবঙ্গ জয়েন এন্ট্রান্স বোর্ডের।

WBJEE Admit Card

WBJEE Admit Card Download: আর আজও জুড়ে সকল জয়েন্ট এন্টান্স পরীক্ষার্থীদের জন্য দারুণ সুখবর। ইতিমধ্যেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে । আগামী ১৮ই এপ্রিল থেকে জয়েন্ট এন্ট্রান্স এর এডমিট কার্ড প্রকাশিত হবে। ইচ্ছুক প্রার্থীরা জয়েন্ট এন্টান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

   

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার এডমিট কার্ড (WBJEE Admit Card Download)

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নির্ধারিত সময় তালিকা অনুষ্ঠিত হবে চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী অর্থাৎ ২৮ এপ্রিল রাজ্যজুড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। অবশ্য আসন্ন ভোটের জন্য পরীক্ষার তারিখের ফের হতে পারে বলে অনেক কল্পনা জল্পনা চলছিল তবে আপাতত জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তরফ থেকে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয় অফিশিয়াল কোন নোটিশ পাওয়া যায়নি।

মঙ্গলবার কেবল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে এইটুকুই জানানো হয়েছে যে ১৮ তারিখ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হবে এছাড়া অন্য কোন উচ্চ বাক্য শোনা যায়নি। সেক্ষেত্রে এই পরিস্থিতিতেও ২৮ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে বলে মনে করছেন পরীক্ষার্থীরা।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্রের সময়সীমা

প্রথম পত্রের পরীক্ষাপ্রথম পত্রের বিষয় থাকছে অংক সময়সীমা থাকছে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা‌ অব্দি।
দ্বিতীয় পত্রের পরীক্ষাদ্বিতীয় পত্রের বিষয় থাকছে ফিজিক্স ও কেমিস্ট্রি। এই বিষয়ে দুটি বিষয়ের জন্য সময়সীমা থাকছে দুপুর ২ টো থেকে ৪ টে অব্দি।

অবশ্যই পড়ুন » WB JENPUS(UG) Form Fill up 2024: শুরু হল Bsc নার্সিংয়ের আবেদন প্রক্রিয়া! আবেদন ফি, ডকুমেন্ট, লাস্ট তারিখ দেখে নিন

কিভাবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার র‍্যাঙ্কিং নির্ধারিত হবে?

যে সকল পরীক্ষার্থী রাজ্যের পরীক্ষার প্রথম ও দ্বিতীয় পত্র দুটো পরীক্ষাতেই বসবেন তাদের জন্য জেনারেল মেরিট র‍্যাঙ্কিং বা ফার্মাসি মেরিট র‍্যাঙ্কিং থাকবে। এই সকল পরীক্ষার্থীরা এই মেরিট নাম্বার থেকে রাজ্যের যেকোনো ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি কলেজে ভর্তি হতে পারবেন। আর যে সকল পরীক্ষার্থী কেবল দ্বিতীয় পত্র অর্থাৎ ফিজিক্স ও কেমিস্ট্রির উপরে পরীক্ষা দেবেন তাদের কেবলমাত্র ফার্মাসি মেরিট র‍্যাঙ্কিং থাকবে। আর সেই নম্বর দিয়ে তারা কেবল ফার্মেসি কলেজগুলিতেই জয়েন করতে পারবে। কিন্তু যে সকল পরীক্ষার্থী কেবল প্রথম পত্র পরীক্ষা দেবে তাদের কোনরকম র‍্যাঙ্কিং থাকবে না।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নম্বরের বিভাজন

অংক: এক নম্বরের মোট ৫০ টি প্রশ্ন থাকবে নেগেটিভ মার্কিং থাকছে প্রশ্ন পতি .২৫ নম্বর। এরপর দুই নম্বরের মোট ১৫ টি প্রশ্ন থাকবে এক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকছে . ৫০ নম্বর। এছাড়াও দু’নম্বরের মোট ১০ টি প্রশ্ন থাকবে এক্ষেত্রে কোন নেগেটিভ মার্কিং থাকছে না। মোট নম্বর থাকছে ১০০।

ফিজিক্স: এক নম্বরে ৩০ টি প্রশ্ন থাকছে এক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকছে . ২৫ নম্বর। দুই নম্বরে পাঁচটি প্রশ্ন থাকবে এবং নেগেটিভ মার্ক থাকছে . ৫০ নম্বর। এছাড়াও দু নম্বরের মোট পাঁচটি প্রশ্ন থাকবে সে ক্ষেত্রে কোন নেগেটিভ মার্ক থাকছে না এবং ধার্য নাম্বার মোট হলো ৫০।

কেমিস্ট্রি: এক নম্বরে ৩০ টি প্রশ্ন থাকবে এবং নেগেটিভ মার্ক থাকবে প্রশ্ন প্রতি. ২৫ নম্বর। দুই নম্বরের মোট পাঁচটি প্রশ্ন থাকবে নেগেটিভ থাকবে‌ . ৫০ নম্বর। দুই নম্বরের আরো পাঁচটি প্রশ্ন থাকবে যেখানে করে নেগেটিভ মার্ক থাকছে না, মোট ধার্য নাম্বার হলো ৫০।

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbjeeb.in/

মিস করবেন না » WB Govt Training for NEET/WBJEE: ৩৬০০ টাকার স্কলারশিপ সঙ্গে বিনামূল্যে প্রস্তুতি! রাজ্য সরকারের নতুন প্রকল্পে করুন আবেদন

পশ্চিমবঙ্গের জয়েন্ট পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হলে কিভাবে ডাউনলোড করবে। পরীক্ষার হলে কি কি গাইডলাইন মেনে চলতে হবে সমস্ত কিছুর আপডেট পেতে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram