পশ্চিমবঙ্গ সরকারি কলেজে ভর্তির সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল -এর মাধ্যমে ছাত্রছাত্রীরা খুব সহজেই ঘরে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে জানতে পারবে তারা কোন কলেজে এবং কোন সাবজেক্টে ভর্তির সুযোগ পেয়েছে। — কিভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে, অ্যালোকেশন লিস্ট বুঝবে, প্রেফারেন্স (Preference) গুলো দেখবে এবং পেমেন্ট করে প্রভিশনালি (Provisionally) এডমিশন নেবে।
মেরিট লিস্ট ও অ্যালোকেশন চেক করার ধাপসমূহ (WBCAP Merit List Check 2025)
তোমার মোবাইল / ল্যাপটপের যেকোনো ব্রাউজারে প্রবেশ করো সার্চ করো: wbcap.in
, ওয়েবসাইট লোড হলে Centralized Admission Portal খুলে যাবে।
- উপরে থাকা Login অপশনে ক্লিক করো। তোমার User ID ও Password দিয়ে লগইন করো।
- লগইনের পর তোমার প্রোফাইল দেখতে পাবে, যেখানে থাকবে ছবি ও বিস্তারিত তথ্য।
- লগইনের পর মেনুতে My Preference অপশনে যাও।
- এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে—
- কোন কোন কলেজে আবেদন করেছো
- প্রতিটি কলেজ ও সাবজেক্টের মেরিট লিস্ট
- তোমার র্যাংক
- কোন কলেজে তুমি Allotted হয়েছো কিনা
- Allotted লেখা থাকলে বুঝবে সেই কলেজে তোমার অ্যাডমিশন হয়েছে।
অটো আপগ্রেডেশন কিভাবে কাজ করে?
অনেক সময় ছাত্রছাত্রীরা প্রথম পছন্দের কলেজ বা সাবজেক্ট না পেয়ে, দ্বিতীয় বা তৃতীয় পছন্দে অ্যালোটেড হয়। সেই ক্ষেত্রে তারা চাইলে Auto Upgradation অপশনে Yes করে ভর্তি নিতে পারে। এতে দুইটি সুবিধা:
- প্রথমে অ্যালোটেড হওয়া কলেজে ভর্তি হওয়া যাবে।
- পরবর্তী রাউন্ডে যদি উচ্চতর পছন্দের কলেজে চান্স পাও তবে সেখানেও ভর্তি হওয়ার সুযোগ থাকবে।
বিশেষ নোট: আপগ্রেডেশন চাইলে Take Admission বাটনে ক্লিক করার সময় Auto Upgrade – Yes সিলেক্ট করো।
অবশ্যই দেখবে: National Cadet Corps সরকারি চাকরিতে NCC সার্টিফিকেটের সুবিধা! লেটেস্ট তথ্য দেখে নাও
কীভাবে অনলাইন পেমেন্ট করে ভর্তি নেবে? WB College Merit List Check
- প্রোফাইলে Take Admission অপশন থাকবে – সেখানে ক্লিক করো।
- দেখাবে অ্যাডমিশন ফি কত টাকা। (কলেজ বং ডিপার্টমেন্ট বা বিভাগ হিসাবে আলাদা)
- পেমেন্ট গেটওয়ে ওপেন হবে – ডেবিট কার্ড/UPI/Net Banking দিয়ে ফি জমা করো।
- সফল পেমেন্টের পর তোমার অ্যাডমিশন Provisionally Confirmed হবে।
ফিজিক্যাল ভেরিফিকেশন কবে?
তোমার অ্যাডমিশন কনফার্ম হওয়ার পর ওয়েবসাইট বা কলেজের পক্ষ থেকে জানানো হবে কোন তারিখে কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্টস যেগুলি রেডি রাখতে:
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মার্কশিট
- অ্যাডমিশন রসিদ (Fee Receipt)
- প্রিন্ট আউট করা Application Form
- কাস্ট/ডোমিসাইল সার্টিফিকেট (যদি থাকে)
গুরুত্বপূর্ণ বিষয় | লিংক বা তথ্য |
---|---|
WBCAP: কলেজ এডমিশন ওয়েবসাইট | Admission Portal → |
হেল্পলাইন বা হেল্প ইমেইল | [email protected] , [email protected] +91 8967090096 |
অবশ্যই দেখবে: Make ABC ID Online: কোর্সে ভর্তি হতে ABC কার্ড লাগবেই! কিভাবে অনলাইনে বানাবে? দেখে নাও
২০২৫ সালের কলেজ ভর্তি প্রক্রিয়া আগের থেকে অনেক সহজ ও স্বচ্ছ হয়েছে। মোবাইলের মাধ্যমে মাত্র এক মিনিটের মধ্যে তুমি জানতে পারবে মেরিট লিস্ট ও কোন কলেজে তুমি ভর্তি হতে পারো। তাই সময় নষ্ট না করে দ্রুত লগইন করে নিজের তথ্য দেখে নাও এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »