Make ABC ID Online: কোর্সে ভর্তি হতে ABC কার্ড লাগবেই! কিভাবে অনলাইনে বানাবে? দেখে নাও

Make ABC ID Online APAAR Card Academic Bank of Credit Mandatory College Students

যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজ বা ইউনিভার্সিটি ভর্তি হবে তাদের জন্য জানিয়ে রাখি বিগত বছর থেকেই রাজ্যের কলেজগুলিতে NEP – ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী নতুন শিক্ষা কাঠামো তৈরি করা হয়েছে। এক্ষেত্রে বিগত বছর থেকেই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (UGC) এর তরফ থেকে কলেজে ভর্তির নতুন নিয়ম জারি হয়েছে।

   

কলেজে ভর্তির জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীদের ABC ID প্রয়োজন, এই আইডি না থাকলে ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তি হতে পারবে না। ইতিমধ্যে একাধিক অটোনোমাস কলেজে এ নিয়ে বিজ্ঞপ্তি চালু হয়েছে এবং ভর্তির ক্ষেত্রে আগে এবিসি কার্ড বানানো বাধ্যতামূলক আজকের পোস্টে ABC ID কি? কোন কাজে ব্যবহার হবে? ছাত্রছাত্রীরা কিভাবে এই আইডি কার্ড বানাবে? বিস্তারিত আলোচনা করা হয়েছে

একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট (ABC ID কার্ড কি)

ABC ID কার্ডের ABC এর সম্পূর্ণ অর্থ হলো একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট। ভারত সরকারের জাতীয় শিক্ষানীতির একটি ক্রেডিট সুবিধা হল একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট। এটি একটি ডিজিটাল পরিকাঠামো এক্ষেত্রে ছাত্র ছাত্রীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত একাডেমিক ক্রেডিট সংরক্ষিত থাকবে।

কোন ছাত্রছাত্রীদের ABC ID কার্ড করতে হবে?

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি দ্বারা যে সমস্ত কোর্স রয়েছে সমস্ত কোর্সে ভর্তির জন্য ABC ID প্রয়োজন। স্নাতক কোর্স, স্নাতকোত্তর কোর্স, পিএইচডি কোর্স, ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট কোর্স ইত্যাদি কোর্সে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের অবশ্যই এবিসি আইডি কার্ড করতে হবে।

ABC একাডেমিক ক্রেডিট সুবিধা সমূহ

এবার ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন হতে পারে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট ABC ID কার্ড কি কাজে ব্যবহার আসবে এবং এই কার্ডের সুবিধা গুলি কি কি? তাহলে এবার জেনে নিন এই কার্ডের সুবিধা সমূহ।

  1. ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষায় পড়াশোনা করেন যে যে ডিগ্রী অর্জন করেছে তার সম্পূর্ণ অ্যাকাডেমিক ক্রেডিট ডিজিটাল ভাবে সংরক্ষিত থাকবে।
  2. শিক্ষা প্রতিষ্ঠান ট্রান্সফারের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের একাডেমিক ডিগ্রির উপর কোনো রকম প্রভাব পড়বে না।
  3. পরবর্তী ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সুবিধা পেতে ABC ID কার্ডের প্রয়োজন হবে।

আরো দেখো: BA, BSc ও BCom কোর্স করবে? জেনারেল লাইনে পড়া কি সঠিক সিদ্ধান্ত? কলেজে ভর্তির আগে দেখে নাও

ABC ID কার্ড অনলাইন পদ্ধতি (ABC Card Online Apply)

অনলাইনে ABC ID কার্ড আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত ধাপ অনুসরণ করতে হবে।

  • ছাত্র-ছাত্রীদের প্রথমেই একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • এরপর হোম পেজে থাকা “মাই অ্যাকাউন্ট” অপশনে ক্লিক করতে হবে। তারপর স্টুডেন্ট অপশনটি বেছে নিতে হবে।
  • এরপর প্রথমেই নাম, মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে হবে।
  • সাইন আপ করার পর ছাত্র-ছাত্রীদের লগইন করে প্রয়োজনে তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ফাইনাল সাবমিট অপশন এ ক্লিক করতে হবে।
  • এরপর সবশেষে ছাত্রছাত্রীরা এবিসি আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবে।
ABC কার্ডের সরকারি ওয়েবসাইটhttps://www.abc.gov.in/
সরাসরি অনলাইনে আবেদনের লিংকApply Now
অনলাইন আবেদনের স্টেপ বাই স্টেপ গাইডDownload Pdf

অবশ্যই পড়ুন » Admission: কলেজে অনলাইনে ভর্তি 22শে জুন থেকে! উচ্চশিক্ষা দপ্তরের আপডেট দেখুন

খুব শীঘ্রই শুরু হচ্ছে কলেজে আবেদন প্রক্রিয়া, তাই ছাত্রছাত্রীদের অবশ্যই খুব শীঘ্রই এবিসি আইডি কার্ড বানিয়ে নেওয়া প্রয়োজন। কিছু কিছু কলেজের ক্ষেত্রে ভর্তির সময় এই আইডি জমা করতে হবে আবার কিছু কিছু কলেজে ভর্তির পরেও ছাত্র-ছাত্রীরা এই আইডি জমা করতে পারবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram