WBBSE Madhyamik AI Course: মাধ্যমিক স্তরের সিলেবাসে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স! নয়া উদ্যোগ পর্ষদের

WBBSE Madhyamik level syllabus has Artificial Intelligence

WBBSE Madhyamik level syllabus has Artificial Intelligence: উচ্চমাধ্যমিক এর সাথে এবার মাধ্যমিক স্তর থেকেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কোর্স। তাই যে সকল ছাত্রছাত্রীরা দশম স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়তে ইচ্ছুক তারা সহজেই এই কোর্সটি করতে পারেন। পরবর্তীতে যাতে উচ্চমাধ্যমিক স্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি নিয়ে পড়তে যাতে অসুবিধা না হয় তার জন্যই দশম ক্লাস থেকেই এর পঠন পাঠন শুরু করার ব্যবস্থা করা হয়েছে।

   

ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI নিয়ে ওয়াকিবহাল গোটা জগত। আগামী দিনে মানুষ নয় AI চালাবে রাজ ‌। কাজেই ভবিষ্যতের কারিগরদের যদি এখনো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ধারণা না থাকে তাহলে তারা সমস্যায় পড়তে পারে। সেই কারণেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে দশম স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তার কোর্স শুরু করতে চলেছে। কাজেই যে সকল ইচ্ছুক শিক্ষার্থীরা এআই নিয়ে পড়তে ইচ্ছুক তারা দশম শ্রেণীতে অন্তত একটি ধারণার রূপরেখা পেতে পারে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতির বক্তব্য

মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি বক্তব্য

অবশ্যই এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্কুল স্তরে সমালোচনার ঝড় বয়ে গেছে। পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের মতে, যেহেতু উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার বিষয়ের মধ্যে মডার্ন কম্পিউটার এপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, অ্যাপ্লায়েড আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স,সাইবার সিকিউরিটি বিষয়গুলি রয়েছে সেক্ষেত্রে স্টার্ট আপ হিসাবে দশম শ্রেণীতে অন্তত এই বিষয়গুলির উপরে ধারণা রাখা বিশেষ দরকার।

অবশ্যই পড়ুন » Google নিয়ে এল Photomath App, অঙ্কে ভয় পেলে এখনই এই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার পদ্ধতি জেনে নিন!

মাধ্যমিক পরবর্তী স্তরে কম্পিউটারের উপর গুরুত্বপূর্ণ বিষয়

প্রসঙ্গত উল্লেখ্য ২০২৪-’২৫ এর উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি নামক দুটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গেই মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স সহ পূর্বের বিষয়গুলো তো থাকছেই। আর উচ্চমাধ্যমিকের সিলেবাস এর পাশাপাশি চলতি শিক্ষা বর্ষে দশম শ্রেণীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ বিষয়টির উপরে ন্যূনতম কিছু ধারণা দেওয়া হবে।

সমস্ত কিছু ঠিকঠাক থাকলে খুব সম্ভবত চলতি শিক্ষাবর্ষ থেকেই মাধ্যমিক স্তরে এই কোর্সটির শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর মাধ্যমিক শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। কেননা সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে চিরাচরিত পাঠক্রমে পরিবর্তন না হলে আখেরেই ক্ষতি হবে ছাত্রছাত্রীদের। আর সেই কারণেই এই নয়া উদ্যোগ।

পাশাপাশি পর্ষদের এই নয়া সিদ্ধান্তের খুশি হয়েছেন শিক্ষক মহল। কেননা যুগ যুগ ধরে মান্ধাতার আমলের শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে পেশাগত শিক্ষায় উৎসাহের জন্য আগ্রহ বাড়াচ্ছে পর্ষদ। আর পর্ষদের নতুন সিদ্ধান্ত ছাত্র-ছাত্রীদের কাছে ও বিশেষ লাভবান হবে।

মাধ্যমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbbse.wb.gov.in/

মিস করবেন না! Bootstrap Program: বিজ্ঞান ও কম্পিউটারের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে কর্মশালার উদ্যোগ, উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের!

তবে এই কোর্সটি করা সকল ছাত্র-ছাত্রীদের কাছে বাধ্যতামূলক নয়। কোন স্কুল চাইলে এই কোর্সটি নাও করাতে পারে । সে ক্ষেত্রে প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়াল সরবরাহ করতে পারে, এই সকল স্টাডি ম্যাটেরিয়াল গুলো পর্ষদের তরফ থেকেই বিভিন্ন স্কুলে দেওয়া হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram