স্কিল ইন্ডিয়ার তরফ থেকে পড়ুয়াদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে সঙ্গে স্টাইপেন্ড এর সুবিধা থাকছে! কিভাবে আবেদন করবেন দেখে নিন।

Free training will be given to the students by Skill India

Free training will be given to the students by Skill India: ভারত সরকারের স্কিল ইন্ডিয়া স্কিমের তরফে রাজ্য তথা সমগ্র দেশ জুড়ে সকল শিক্ষিত বেকারদের সম্পূর্ণ বিনামূল্যে একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। শুধু যে বিনামূল্যের ট্রেনিং তা নয়, ট্রেনিং চলাকালীন শিক্ষার্থীরা মাসিক স্টাইপেন্ড পাবেন। আরো বলে রাখি, এই ট্রেনিং এর সম্পূর্ণ বিষয়টি ভারতীয় রেল মন্ত্রকের অনুপ্রেরণায় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে আর এরকম বৃহৎ ক্ষেত্র থেকে ট্রেনিং করার জন্য থাকছে অনেক সুবিধা, সফলভাবে ট্রেনিং শেষে শিক্ষার্থীরা ভারতীয় রেলেই চাকরির জন্য অগ্রাধিকার পাবেন।

   

শুধু যে ভারতীয় রেলেই চাকরি করতে পারবেন তা নয়, কোন বড় ইন্ডাস্ট্রিতেও শিক্ষার্থীরা কাজের জন্য অগ্রাধিকার পাবেন। এই ট্রেনিংয়ে অংশগ্রহণের জন্য ভারতের যে কোন নাগরিক বা পশ্চিমবঙ্গে যে কোন জেলা থেকে ইচ্ছুক প্রার্থী আবেদন করতে পারেন। আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? কত টাকা মাসিক ভাতা হিসাবে পাবেন? ও আবেদন পদ্ধতির বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হলো। তাই ইচ্ছুক প্রার্থীরা যারা এই ট্রেনিংয়ে আবেদন করতে চান অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন।

স্কিল ইন্ডিয়া ট্রেনিং সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

প্রশিক্ষণকারীর নামSkill India
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতাপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে পাশাপাশি কোন স্বীকৃত ITI থেকে কোন একটি নির্দিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে
কোর্সের নামApprenticeship
মোট প্রকাশিত শূন্য পদ৮৬১ টি। (UR- ৩৪৫ টি, SC- ১৩১ টি, ST- ৬৭ টি, OBC- ২৩৩ টি, EWS- ৮৫ টি।)
নির্বাচিত প্রশিক্ষণের নামউল্লেখিত পদে Fitter, Welder, Carpenter, Painter, Turner, Electrician সহ একাধিক পদে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।।

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা

ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত বোর্ড তরফ থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে রাখতে হবে। এর পাশাপাশি NCVT/ SCVT স্বীকৃত ITI থেকে নির্দিষ্ট ট্রেড এর উপরে প্রশিক্ষণ করে রাখতে হবে। প্রার্থী যে ট্রেডের উপরে প্রশিক্ষণ করবেন সেই ট্রেড সংক্রান্ত পদেই তিনি প্রশিক্ষণ পুনরায় নিতে পারবেন।

মাসিক ভাতা

প্রশিক্ষণ চলাকালীন চাকরি প্রার্থীরা প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। অবশ্য এই ভাতার পরিমাণ অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের হারে দেওয়া হবে। প্রার্থীরা প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল মন্ত্রক কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট পাবেন যা পরবর্তীতে রেলওয়েতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

অবশ্যই পড়ুন » Students Internship Scheme: নতুন প্রকল্পে মাসে ১০০০০ টাকা পাবে ছাত্র-ছাত্রীরা! কবে থেকে আবেদন জেনে নিন

প্রার্থীর বয়স সীমা

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স মূলত ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। অবশ্য তফশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণী , প্রতিবন্ধীদের জন্য বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় আছে।

আবেদন প্রক্রিয়া

এই পদে আবেদনের জন্য প্রার্থীরা মূলত অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের প্রথমে অফিসিয়াল সাইট প্রবেশ করতে হবে। এখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। আর যদি আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তারা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর নিজস্ব বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও নাগরিকের পরিচয় পত্র জমা করতে হবে।

সরাসরি আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন » www.apprenticeshipindia.org

মিস করবেন না » Yogyashree Prakalpa: জেনারেল থেকে OBC সবাই পাবে যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

যে সকল যোগ্য ছাত্র-ছাত্রীরা এই প্রশিক্ষণের জন্য যোগ্য তোমরা অবশ্যই স্কিল ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই কোর্সের জন্য আবেদন করে নাও এবং অবশ্যই নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram