একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষাবিজ্ঞান ফার্স্ট সেমিস্টারের (Class 11 Education 1st Semester) গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – শিক্ষাবিজ্ঞান একটি বিস্তৃত বিষয়। তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নোত্তর গাইডটি তোমাদের জন্য অত্যন্ত উপকারী হবে। এই প্রশ্নগুলি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে কভার করেছে।
WB Class 11 1st Semester Education Suggestion Question Answer: এডুকেশন বিষয়ের প্রশ্ন উত্তর প্রথম সেমিস্টার
প্রথম সেমিস্টারের পরীক্ষাতে 40 নম্বরের MCQ (মাল্টিপল চয়েস প্রশ্ন) থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে। নিচে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর তোমাদের সুবিধার জন্য নিচে চল্লিশটি করে দুটি সেট, মোট ৮০টি MCQ প্রশ্ন প্র্যাকটিস করার জন্য দেওয়া হলো।
মনে রাখবে: এই প্রশ্নগুলি শুধুমাত্র তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার জন্য। ভালোভাবে ফল পেতে অবশ্যই তোমাদের পাঠ্যবই এবং নোটগুলিও ভালোভাবে পড়া উচিত।
শিক্ষাবিজ্ঞান নমুনা প্রশ্ন-উত্তর (Set-1)
- শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। একথা বলেছেন
উত্তর: স্বামী বিবেকানন্দ - দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুই দিক মাত্র। কে বলেছেন?
উত্তর: রস - অবরোহী ও আরোহী শিক্ষা পদ্ধতি কাদের শিক্ষাদর্শনে বলা হয়েছে?
উত্তর: ভাববাদী - শিক্ষায় সঙ্গতি বিধানই শিক্ষা, বলেছেন
উত্তর: হর্নি - এডুকেয়ার শব্দের অর্থ কী?
উত্তর: পরিচর্যা করা - কোন ধরনের মানুষের শিক্ষার অনুপযোগী মাধ্যম হলো বেতার?
উত্তর: মুখ ও বধির - ভারতের আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয়?
উত্তর: মেকলে - অপবর্গ কথাটির অর্থ কী?
উত্তর: মোক্ষ - ব্যক্তিতান্ত্রিক মতবাদে বিশ্বাসী চিন্তাবিদ হলেন
উত্তর: রুসো - জীবদেহের সঙ্গে সমাজদেহের তুলনা করেছেন কোন সমাজবিজ্ঞানী?
উত্তর: হারবার্ট স্পেন্সার - শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য হলো
উত্তর: মোক্ষ লাভ করা - কোন পরিবর্তনের ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে?
উত্তর: সামাজিক পরিবর্তন - বুনিয়াদী শিক্ষার সমস্যাগুলি বিশ্লেষণ এবং বয়স্ক শিক্ষার প্রকল্প রূপায়নে কোন শিক্ষার সংস্থা কাজ করে থাকে?
উত্তর: এনসিইআরটি - শিক্ষার মুখ্য উপাদান হলো
উত্তর: চারটি উপাদান - অনিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে যে তথ্যটি সংগতিপূর্ণ নয় তা হলো
উত্তর: নির্দিষ্ট পাঠক্রম থাকে - আধুনিক শিক্ষার প্রধান উপাদান হলো
উত্তর: শিক্ষার্থী - পৃথিবীর প্রথম দার্শনিক কে?
উত্তর: থ্যেলিস - শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হবে ড্যাশ
উত্তর: ধর্মনিরপেক্ষ - বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ একথা বলেছেন
উত্তর: জন ডিউই - বৌদ্ধ দর্শনে প্রকৃত জ্ঞান লাভের দ্বিতীয় উপায় হলো
উত্তর: অনুমান - পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান?
উত্তর: অনিয়ন্ত্রিত শিক্ষা - মুদালিয়র কমিশনে দ্বিতীয় শিক্ষক হিসেবে সম্বোধন করা হয়েছে
উত্তর: বিদ্যালয়ের পাঠাগারকে - সমাজকল্যাণের আদর্শ কোন সামাজিক পদ্ধতিকে বলা হয়?
উত্তর: লোকনীতি - লোকাচারের স্বীকৃতি ও সমর্থনের মূল ভিত্তি হলো
উত্তর: জনসাধারণ - ইউজিসি কত খ্রিস্টাব্দে স্বশাসিত সংস্থায় পরিণত হয়?
উত্তর: ১৯৫৬ খ্রিস্টাব্দে - সংগতি বিধান হলো শিক্ষার একটি
উত্তর: লক্ষ - একটি নিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা হলো
উত্তর: শিক্ষালয় - ইউনেস্কো কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে?
উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দে - বিশ্বয়ী দর্শনের জনক কোন দার্শনিক বলেছেন?
উত্তর: প্লেটো - পারস্পরিক আন্তক্রিয়ার মাধ্যমে সামাজিক পরিবর্তন ঘটে এটি কে বলেছেন?
উত্তর: ডেভিস - বেদান্ত দর্শনের শিক্ষার প্রধান লক্ষ্য হলো
উত্তর: মোক্ষ লাভ - মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটায় কোন কমিশন?
উত্তর: মাধ্যমিক শিক্ষা কমিশন (১৯৫২-৫৩) - বেদান্ত কথাটির অর্থ হলো
উত্তর: অন্তভাগ - পর্যবেক্ষণ পদ্ধতি কোন শিক্ষাবিদের?
উত্তর: পেস্তাল - দার্শনিকরা প্রকৃতিবাদী দর্শনকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করেছেন?
উত্তর: বৈজ্ঞানিক - কে প্রথম শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পাঠদান শুরু করেন?
উত্তর: হেনরি সোয়ারলো - সোশিয়লজি শব্দটির উৎপত্তি অর্থ হলো
উত্তর: সমাজের বিজ্ঞান - কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো ও নিয়মাবলী রয়েছে?
উত্তর: গৌণগোষ্ঠী - পাঠ্যক্রম হলো অভিজ্ঞতার
উত্তর: যোগফল - সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে মানুষের ড্যাশ পরিবর্তন ঘটে
উত্তর: জীবনধারা
শিক্ষাবিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন-উত্তর (Set-2)
- আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো – উত্তর: শিশু কেন্দ্রিক
- আধুনিক শিশু শিক্ষার জনক কে?
উত্তর: রুসো - ইউনেস্কো এর কতগুলি জাতীয় কমিশন রয়েছে?
উত্তর: ১৯৯ টি - প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কি ছিল?
উত্তর: মোক্ষ লাভ - কোন দার্শনিক সর্বপ্রথম সমাজবিদ্যা শব্দটি ব্যবহার করেন?
উত্তর: আগাস্তক - শিল্পকলা, সাহিত্য, ভাষা, নাটক প্রভৃতির মাধ্যমে সংস্কৃতির কোন উপাদান প্রকাশিত হয়?
উত্তর: বাস্তব ও অবাস্তব উপাদান - ভারতীয় দর্শনের জনক কে?
উত্তর: শংকরাচার্য - ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮৫ খ্রিস্টাব্দে - প্রজ্ঞা শব্দের অর্থ কি?
উত্তর: জ্ঞান - যেকোনো শিক্ষা পরিকল্পনাকে সার্থক করে তোলার জন্য কি প্রয়োজন?
উত্তর: যোগ্য শিক্ষক - পাঠ্যক্রম রচনার একটি উপাদান কি?
উত্তর: শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য - বিশ্বতত্ত্ব কোন দর্শনের শাখার অন্তর্ভুক্ত?
উত্তর: অধিবিদ্যা - সংগতি বিধান কথাটির অর্থ কি?
উত্তর: অভিযোজন - সামাজিক সচলতার প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি?
উত্তর: সামাজিক উপাদান - বসুন্ধরা বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ব্রাজিল - যে শিক্ষা ব্যবস্থায় ছাত্র-ছাত্রীকে নিয়মিত উপস্থিত থাকতে হয় তা কি?
উত্তর: নিয়ন্ত্রিত শিক্ষা - অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম কি?
উত্তর: পরিবার - লোকাচার হলো কি ধরনের সংস্থা?
উত্তর: অবিধিবদ্ধ সংস্থা - ভারতের প্রথম কোথায় দূরশিক্ষা পঠন-পাঠন চালু হয়?
উত্তর: দিল্লি বিশ্ববিদ্যালয় - শিক্ষা মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায় – একথা কে বলেছেন?
উত্তর: মহাত্মা গান্ধী - পরিবার হলো মানব সমাজের প্রাচীনতম শিক্ষালয় – উক্তিটি কার?
উত্তর: ব্যালার্ড - একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার কোন লক্ষ্য প্রয়োজন?
উত্তর: ব্যক্তি ও সমাজতান্ত্রিক লক্ষ্য - ড্যাশ হলো পরোক্ষ শিক্ষার একটি সংস্থা – এটি কি?
উত্তর: গণমাধ্যম - সামাজিক সংগঠনগুলির নীতি ও মূল্যবোধ ভিত্তি করে প্রতিষ্ঠিত সংস্থার উদ্দেশ্য সম্পর্কে কার অভিমত?
উত্তর: অ্যামিল ডুরখেইম - শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের জার্নাল প্রকাশ করে কোন সংস্থা?
উত্তর: এনসিইআরটি - ইউজিসি এর মোট সদস্য সংখ্যা কত?
উত্তর: নয় জন - সত্য, শিব, এবং সুন্দরের ধারণা নিয়ে কোন শাখা আলোচনা করে?
উত্তর: মূল্যবিদ্যা - দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুই দিক – একথা কে বলেছেন?
উত্তর: রস - জন ডিউই এর মতে শিক্ষার অন্যতম উদ্দেশ্য কি?
উত্তর: সামাজিক বিকাশ - বেদান্ত কথাটির অর্থ কি?
উত্তর: অন্তভাগ - কোন দর্শনকে ভাববাদী দর্শনের বিপরীত দর্শন বলা হয়?
উত্তর: প্রকৃতিবাদী দর্শন - সকল জ্ঞান অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত – কোন দর্শনে বলা হয়েছে?
উত্তর: বাস্তববাদ - বস্তুগত ভাববাদের মূল বক্তব্য কি?
উত্তর: ঈশ্বরই একমাত্র সর্বশক্তিমান - সরল জীবনযাপন এবং উন্নত চিন্তা – কোন শিক্ষাবিদের জীবনদর্শন?
উত্তর: গান্ধীজি - সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কোন প্রতিষ্ঠানকে?
উত্তর: বিদ্যালয় - সংস্কৃতি হলো একটি ড্যাশ প্রক্রিয়া – এটি কি?
উত্তর: অর্জিত প্রক্রিয়া - শিক্ষা হলো সামাজিক বিষয় – একথা কে বলেছেন?
উত্তর: অ্যামিল ডুরখেইম - শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার কার্য কি?
উত্তর: সামাজিক কার্যকলাপকে শিক্ষায় প্রয়োগ করা - কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো ও নিয়মাবলী থাকে?
উত্তর: গৌণগোষ্ঠী - শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের _____
উত্তর: চালিকাশক্তি।
WBCHSE Class 11 Education 1st Semester Question PDF Download: নোটস ডাউনলোড
প্রশ্ন-উত্তর সাজেশন গুলি খুব অল্প সময়ের মধ্যেও তৈরি করা হয়েছে, তাই এটির পিডিএফ নোট বানানো সম্ভব হয়নি! নিজে তোমরা এই আর্টিকেলটির একটি পিডিএফ কপি পেয়ে যাবে প্র্যাকটিসের জন্য-
একাদশ এডুকেশন প্রথম সেমিস্টার নোটস সাজেশন | Download PDF |
Class 11 1st Semester Education Notes MCQ Question | পৃষ্ঠা সংখ্যা: 6, সাইজ: 500 KB |
অবশ্যই দেখো: WB Class 11 Semester Pass Marks: একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারে পাশ নাম্বার কত?
তোমরা ওপরের প্রশ্নগুলো খাতাতে টুকে নিয়ে অবশ্যই প্র্যাকটিস করে যেও। আর হ্যাঁ যদি কোন প্রশ্নই বা উত্তর দেওয়াতে ভুল থাকে অবশ্যই আমাদেরকে সেটা জানিও, আমরা সেটা খুব তাড়াতাড়ি ঠিক করে দেব।
আরও আপডেট »