HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা দেখে নিন

HS Pass Central and State Government Job List for Westbengal

আমাদের দেশের বেশিরভাগ পরিবারের আর্থিক অবস্থা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। তাই উচ্চমাধ্যমিক পাশের পরই অনেক ছেলেমেয়ে পরিবারের হাল ধরতে চায়, আর এক্ষেত্রে যদি একটি সরকারি চাকরি (Govt Job After HS) পাওয়া যায় তবে তা অনেকটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার!

   

এছাড়া অনেকেই আছে যারা আর্থিক কারণে বা অন্যান্য কারণে উচ্চমাধ্যমিক এর পর আর পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে পারেননি; তাদের সকলের কথা মাথায় রেখেই আজকে আমি আপনাদের সামনে উচ্চমাধ্যমিক পাশে সরকারের কি কি চাকরি পাওয়া যায় ইত্যাদি যাবতীয় বিষয় তুলে ধরবো।

উচ্চমাধ্যমিক পাশে কি কি চাকরি আছে 2024

উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সরকার উভয়েরই বিভিন্ন চাকরি রয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, রাজ্য সরকারের চাকরি গুলিতে প্রতি বছর নিয়মিত নিয়োগ না হলেও কেন্দ্র সরকারের চাকরি গুলির ফর্ম ফিল আপ প্রায় প্রতি বছরই হয়ে থাকে। তাই সঠিক পদক্ষেপ এবং প্রস্তুতির মাধ্যমে আপনারাও চাইলে সরকারি চাকরি পেতেই পারেন।

Central Government Jobs: উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরি

উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরিগুলি পাওয়া যায় সেগুলি হল –

  1. National Defence Agency (NDA): UPSC কতৃর্ক আয়োজিত NDA পরীক্ষার মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে Officer – পদে নিয়োজিত হওয়ার সুযোগ পাওয়া যায়।
  2. Indian Army Clerk: এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে Cleck পদে চাকরি করা যায়।
  3. Air Force (Group X & Y): এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় বায়ুসেনা- তে Group X এবং Y পদে নিয়োগ করা হয়।
  4. Rail NTPC (Rail Service): ভারতীয় রেলের এই পরীক্ষার মাধ্যমে Goods Guard, Station master প্রভৃতি পদে নিয়োগ করা হয়ে থাকে।
  5. Indian Postal Service: এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন পদে নিয়োগ করা হয়ে থাকে।
  6. Combined Higher Secondary Level (CHSL): এই পরীক্ষার মাধ্যমে Junior Secretariat Assistant, Lower Division Clerk প্রভৃতি পদে নিয়োগ করা হয়।
  7. SSC Stenographer (Group C & D): এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থায় Group C এবং Groud D পদে নিয়োগ করা হয়।

➤ কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইট: ssc.gov.in

বিস্তারিত: SSC Exams: কেন্দ্র সরকারি চাকরি কোন পদে কি পরীক্ষা দিতে হয়? জেনে নাও

উচ্চমাধ্যমিক পাশে রাজ্য সরকারের কি কি চাকরি পাওয়া যায়?

উচ্চ মাধ্যমিক পাশে রাজ্য সরকারের যে সমস্ত চাকরিগুলি পাওয়া যায় সেগুলি হল –

  1. West Bengal Constable: একে সংক্ষেপে WBP বলে, এক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ হয়ে থাকে।
  2. Kolkata Police Constable: একে সংক্ষেপে KP বলে, এক্ষেত্রে কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ হয়ে থাকে।
  3. PSC Food Sub Inspector: এক্ষেত্রে Food department – এর Sub inspector পদে নিয়োগ করা হয়।
  4. PSC Clerkship: এক্ষেত্রে Clerk পদে নিয়োগ করা হয়ে থাকে।
  5. PSC Fire Operator: এক্ষেত্রে Fire Operator পদে নিয়োগ করা হয়ে থাকে।
  6. পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসে আবগারি কনস্টেবল: এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসে আবগারি কন্সটেবল পদে নিয়োগ করা হয়।
  7. রাজ্য স্বাস্থ্য দপ্তরের চাকরি (WBHRB): এক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), ডাটা এন্ট্রি অপারেটর (DEO) প্রভৃতি পদে নিয়োগ করা হয়।
  8. প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা: উচ্চমাধ্যমিক পাশের পর রাজ্য সরকারের অধীন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করা যায়।

➤ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট: psc.wb.gov.in

উপরিউক্ত চাকরি গুলোর মধ্যে আপনার পছন্দ অনুযায়ী চাকরি বেছে নিয়ে সেটির নিয়োগ প্রক্রিয়া, সিলেবাস, চাকরিটি আপনার জন্য উপযুক্ত কিনা ইত্যাদি বিষয় গুলো সম্পর্কে সেই দিয়ে চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করুন

দেখে নাও: WBP Constable (Male) Eligibility, Height, Run, Medical: পশ্চিমবঙ্গ পুলিশ

পরিশেষে, আজকের প্রতিবেদনটি আমি এখানেই শেষ করছি, আশা করি আজকের পোস্টটি থেকে তোমরা অনেক অজানা বিষয় জানতে পেরেছো, উপকৃত হলে আজকের পোস্টটি অবশ্যই বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে ক্যারিয়ারের সাহায্য করার জন্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram