Taruner Swapna: তরুণের স্বপ্ন মোবাইলের ১০০০০ টাকা প্রক্রিয়া শুরু! কোন তারিখে পাবে? শিক্ষা দপ্তরের আপডেট

Taruner Swapno Rs 10000 Tab Scheme Started 2024

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের “তরুণের স্বপ্ন” ট্যাবলেট বা মোবাইল ১০০০০ টাকা পাওয়া নিয়ে বড় আপডেট! শিক্ষা দপ্তর থেকে জারি করা হলো সম্পূর্ণ নোটিশ যেখানে বিদ্যালয় স্তরে ভেরিফিকেশন (School Level) থেকে ব্লক, জেলা এবং রাজ্য স্তরের ভেরিফিকেশন হওয়ার মাধ্যমে কবে টাকা পেতে চলেছে ছাত্রছাত্রীরা – সমস্ত কিছু তারিখ দেওয়া হয়েছে।

আগের নিয়মে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ট্যাবের ১০ হাজার টাকা দেওয়া হলেও এই বছর থেকে ঘোষণা করা হয়েছিল যে একাদশের ছাত্রছাত্রীরা টাকা পাবে। অর্থাৎ যখন টাকা দেওয়া হবে একইসঙ্গে দুই ক্লাসের টাকা ছাড়া হবে। সমস্ত কিছু জানাবো আজকের প্রতিবেদনে।

Taruner Swapna: তরুণের স্বপ্ন ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু!

প্রথমেই বলা দরকার শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ সামনে এসেছে সেখানে প্রাথমিকভাবে মিটিং এর ব্যাপারে বলা হয়েছে এবং তা ২৫ আগস্ট এর মধ্যেই হয়ে যাবে২৯ আগস্ট এর মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর নির্বাচিত ছাত্র-ছাত্রীদের লিস্ট ফাইনাল করতে হবে (Final Verified Student Selection List) এবং তাদের স্কুল সার্টিফিকেট জেনারেট করে সেগুলিতে সিল করে আপলোডের প্রক্রিয়া চলবে

পরবর্তী ধাপ গুলিতে সেটি ডিআই অফিস (DI) অর্থাৎ স্কুল ইন্সপেকশন অফিস থেকে জেলা স্তরের অনুমোদন এবং পেমেন্ট ফাইল জেনারেট করা হবে। সেটির তারিখ দেওয়া হয়েছে ৩০ আগস্ট থেকে ৩রা সেপ্টেম্বর। এক্ষেত্রে কিছু ছাত্রছাত্রীর সার্টিফিকেট বা কাগজপত্রের ভুল থাকলে সেগুলিকে বাতিল বলে বিবেচনা করা হবে এবং সেগুলি আবার স্কুলের কাছে ফেরত দেওয়া হবে।

আরো দেখবে: HS Semester Project Practical: উচ্চ মাধ্যমিক সেমিস্টার প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল! নতুন নিয়ম দেখে নাও

কতদিন পর ছাত্র-ছাত্রীদের একাউন্টে টাকা ঢুকবে?

পেমেন্ট ফাইল জেনারেট (Payment File Generated) হয়ে গেলে ছাত্র বা ছাত্রীর নামে যে টাকাটা দেওয়া হবে তার বিল সেটা জেনারেট করা হবে 4ঠা সেপ্টেম্বর এবং ফাইনালভাবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে ৫ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন প্রতিবছরের মতো ফান্ড এবং টাকা ডিসবার্স করা হবে

এক্ষেত্রে বলা প্রয়োজন ৫ তারিখে যে সবাই টাকা পেয়ে যাবে সেটি নয়, এটি বিভিন্ন জেলা স্তরের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। কারণ প্রথমের দিকের যেসব স্কুলগুলি সাবমিট করবে তারাই পাঁচ তারিখে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পাঁচ তারিখের পর থেকে ধাপে ধাপে প্রতিদিন ছাত্র-ছাত্রীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে ১০ হাজার টাকা অনুদান, ট্যাবলেট বা মোবাইল ফোন কেনার সেটা পেতে থাকবে এবং সরাসরি ছাত্রছাত্রীদের একাউন্টে সেটা ঢুকে যাবে।

Westbengal Taruner Swapno Scheme Class 11 12 Disbursement Update

আশা করি, সমস্ত টাকা ঢোকার প্রসেস এবং ফাইনাল দিন যে ৫ই সেপ্টেম্বর হতে চলেছে সেটা বোঝাতে পারলাম এবং অফিশিয়াল বিজ্ঞপ্তি লিংক নিচে দেওয়া রইল, আপনারা নিজেরাও সেই নোটিশটি ডাউনলোড করে সমস্ত সময়সূচী দেখে নিতে পারেন

তরুণের স্বপ্ন সম্পূর্ণ টাকা দেওয়ার প্রক্রিয়া বিজ্ঞপ্তিDownload PDF
বিজ্ঞপ্তি জারি হয়েছেবাংলার শিক্ষা, বিদ্যালয় শিক্ষা দপ্তর, বিকাশ ভবন থেক
তরুণের স্বপ্ন লেটেস্ট আপডেট এবং স্ট্যাটাসPage Link

মিস করো না: Madhyamik Pass Scholarship 2024 Check: প্রাপ্ত নম্বর থেকে কোন স্কলারশিপ পাবে? অনলাইনে চেক

পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সঙ্গে থাকবেন, পশ্চিমবঙ্গের পড়াশোনা থেকে ছাত্রছাত্রীদের স্কলারশিপ বিভিন্ন প্রকল্পের টাকা, আবেদন সবকিছু সবার আগে শুধুমাত্র EduTips বাংলাতে আপডেট পাবেন!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram