RPF Constable Recruitment 2024: ভারতীয় রেলে পুলিশ ফোর্সে কনস্টেবল নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন, লিংক দেওয়া রইল

rpf constable recruitment 2024 notification

RPF Constable Recruitment 2024: রাজ‍্যজুড়ে সকল চাকরীপ্রার্থীদের জন‍্য দুর্দান্ত আপডেট। ফের রেলওয়েতে ২০০০ এর অধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। পশ্চিমবঙ্গের কিছু নির্বাচিত ডিভিশনের শূন‍্যপদের ভিত্তিতে নিয়োগ নেওয়া হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন। কাজেই যে সকল প্রার্থীরা রেলওয়েতে আবেদনের জন‍্য বিপুল আগ্রহী তারা অবশ্যই এই প্রতিবেদনটি মিস করবেন না। চলুন তাহলে দেখে নিই কীভাবে আবেদন করবেন।

   
নিয়োগের পদকনস্টেবল ও সাব ইনস্পেক্টর
শিক্ষাগত যোগ‍্যতামাধ‍্যমিক পাশ
মোট শূন‍্যপদ২২৫০ টি
আবেদনের মূল‍্যসাধারন শ্রেণীর জন‍্য ৫০০ টাকা
সংরক্ষণ শ্রেণীর জন‍্য ২৫০ টাকা

রেলওয়ে পুলিশ ফোর্সে কনস্টেবল নিয়োগ

রেলওয়ে পুলিশ ফোর্সে কনস্টেবল ও সাব ইনস্পেক্টরের একাধিক পদে রাজ‍্যজুড়ে কর্মী নিয়োগ করা হবে।

প্রার্থীর শিক্ষাগত যোগ‍্যতা

  • কনস্টেবল পুলিশ এই পদে আবেদনের জন‍্য নূন‍্যতম যোগ‍্যতা হিসেবে প্রার্থীকে অবশ্যই মাধ‍্যমিক পাস হতে হবে।
  • অন‍্যদিকে সাব ইনস্পেক্টর পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই উচ্চমাধ‍্যমিক পাসে স্নাতক অবশ্যই করে রাখতে হবে।

প্রত‍্যেক ক্ষেত্রেই প্রার্থীর প্রারম্ভিক অভিজ্ঞতাকে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে।

প্রার্থীর বয়সসীমা

এই পদের ক্ষেত্রে দুটি ভিন্ন পদে দুই রকম ভিন্ন বয়সসীমা দরকার হবে। কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ এর মধ‍্যে এবং সাব ইনস্পেক্টর পদের জন‍্য প্রার্থীর বয়স অবশ্যই ২০ থেকে ২৫ বছরের মধ‍্যে হতে হবে। তবে উভয় ক্ষেত্রেই সংরক্ষণ শ্রেণীর জন‍্য বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে।

আবেদনকারীর শারীরিক যোগ‍্যতা

বিভিন্ন শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সাধারন ও OBC শ্রেণীর প্রার্থীদের পুরুষের জন‍্য প্রয়োজনীয় যোগ‍্যতা ১৬৫ সেমি এবং মহিলা প্রার্থীদের জন‍্য প্রয়োজনীয় যোগ‍্যতা ১৫৭ সেমি। অন‍্যদিকে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে ১৫২ সেমি। গুড়ওয়ালি, গোর্খা, মারাঠা, ডোগরা সহ আদিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রে ১৬৩ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫৫ সেমি।

নিয়োগ বিজ্ঞপ্তি » Kolkata Police Recruitment: কলকাতা পুলিশে 200 টিরও বেশি শূন্যপদে চাকরি, সরাসরি আবেদন করুন!

RPF Constable Recruitment 2024 Application (আবেদন পদ্ধতি)

ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে অনলাইনে আবেদনের জন‍্য প্রথমে অফিসিয়াল সাইট www.indianrailways.gov.in এ প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর সকল প্রকার তথ‍্য দিয়ে নির্ভুল ভাবে সঠিকভাবে পূরন করে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করে আবেদন মূল‍্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

নিয়োগ প্রক্রিয়া

মোট আবেদনকারীর উপর ভিত্তি করে পাচটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। CBT বা কম্পিউটার বেসড পরীক্ষা, PET এবং PMT, শারীরিক যোগ‍্যতার প্রমান ও মেডিক্যাল পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে। এই প্রক্রিয়াগুলি শেষ হলে ইন্টারভিউয়ের মাধ‍্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের মূল‍্য (Application Fees):

এই পদে আবেদনের জন‍্য প্রার্থীদের নূন‍্যতম কিছু আবেদন মূল‍্য দিয়ে আবেদন করতে হবে।সাধারন শ্রেণীর প্রার্থীদের জন‍্য ৫০০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন‍্য ২৫০ টাকা দিয়ে আবেদন করতে হবে।

নোটিফিকেশন এবং ফরম ডাউনলোড অফিসিয়াল ওয়েবসাইটhttps://rpf.indianrailways.gov.in/
অবশ্যই পড়ুন » TCS Requirement 2024: টাটা কনসালটেন্সিতে একাধিক শূন‍্যপদে ফ্রেশারস নিয়োগ! আবেদনের জন‍্য কী যোগ‍্যতা প্রয়োজন দেখে নিন।

আবেদনের সুদূর তারিখ ১৪ এপ্রিল জানানো হয়েছে, আবেদনের শেষ তারিখ এখনও উল্লেখ করা হয়নি। আপডেট হলে অবশ্যই অফিসিয়াল সাইটে জানানো হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram