UGC Online Higher Study: এবার উচ্চশিক্ষা করা যাবে অনলাইনে! পড়ুয়াদের জন্য সুবিধা, দেখে নিন

UGC Online Higher Study New Notifivcation for Students

University Grants Commission Approved Distance Online Higher Study: স্কুল কলেজের পর এবারে বিশ্ববিদ্যালয় স্তরে অনলাইন পঠন পাঠনে কি অনুমতি দেওয়া যাবে? সম্প্রতি এই বিষয়ে ইউজিসি (UGC: ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন) একটি বিজ্ঞপ্তি জারি করেছে। কেননা আগেও অনেকবার ইউজিসি এর তরফ থেকে দূর শিক্ষা মাধ্যমে ভুয়া বিষয়ে পঠন-পাঠনে সর্তকতা জারি হয়েছিল। আর এবারে কি অনলাইন প্রোগ্রামের মাধ্যমে কি পড়াশোনা করানো যাবে কিনা এবং এর জন্য আলাদা কোন অনুমোদন লাগবে কিনা তা নিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি, তুলে ধরা হল আজকের প্রতিবেদন

   

অনুমোদন ছাড়াই উচ্চশিক্ষা করা যাবে অনলাইন মাধ্যমে

UGC Online Higher Study New Notification for Students: ইউজিসি এর এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) এর অনুমোদন ছাড়াও টেকনিক্যাল এবং ম্যানেজমেন্ট শাখার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনলাইন মাধ্যমে শিক্ষাদান করতে পারবে।

প্রসঙ্গত ১৩ মার্চ সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরেই এআইসিটিই (অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন)-এর তরফ থেকে অনলাইন শিক্ষার অনুমোদনের বিষয় ইউজিসি থেকে চিঠি পাঠানো হয় আর তারপরে প্রেক্ষিতেই ইউজিসি-এর বিজ্ঞপ্তি ঘোষণা।

আরো জানুন: Pass vs Honours: পাস নাকি অনার্স কোনটা ভালো? কোনটি নিয়ে পড়লে চাকরির সুযোগ বেশি

ইউজিসিএর প্রকাশিত বিজ্ঞপ্তি (UGC Official Notification)

ইউজিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারিভাবে সরকারি যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট বিভাগে উচ্চশিক্ষার জন্য এআইসিটিই এর অনুমোদন ছাড়াই অনলাইনে স্নাতক ও স্নাতকোত্তর ক্লাসের পাঠদান করতে পারবে

অফিসিয়াল নোটিফিকেশনের ওয়েবসাইট: https://www.ugc.gov.in/Notices

দেখে নিন: সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করতে রাজ্য সরকারের “সাইবারের সহজপাঠ” কোর্স! কিভাবে আবেদন করবেন?

অবশ্য ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ট্রাভেল অ্যান্ড টুরিজ়ম বিষয়গুলির ক্ষেত্রেই অনলাইন প্রোগ্রাম বা দূর-শিক্ষার জন্য অনুমতি প্রয়োজন হবে না ‌। তবে ‘ডিম টু বি ইউনিভার্সিটি’ এর পূর্ব অনুমোদন ছাড়া উল্লিখিত বিষয়গুলির অনলাইনে পঠন পাঠনের ব্যবস্থা করতে পারবে না, এমনই মন্তব্য জানালো ইউজিসি। শিক্ষার সমস্ত আপডেট সবার আগে শুধুমাত্র “EduTips“-এ।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram