খাকি পোশাক, কাঁধে স্টার স্বপ্ন তো অনেকেরই থাকে! কিন্তু স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন হয় সঠিক প্রস্তুতির, আর তার জন্য প্রয়োজন হয় প্রাসঙ্গিক সমস্ত খুঁটিনাটি বিষয় নখদর্পণে রাখা। অনেক ছাত্র ছাত্রী শুধুমাত্র সঠিক ইনফরমেশন এর অভাবে স্বপ্ন থেকে বিরত থাকে। এই প্রতিবেদনে আমি তোমাদেরকে পুলিশের সাব-ইন্সপেক্টর বা SI হওয়ার যোগ্যতা কি, কীভাবে হবে ইত্যাদী সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য জানাতে চলেছি। তাই গুরুত্বপূর্ণ এই পোস্টটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ো।
সাব ইন্সপেক্টর পুলিশ হতে কি কি যোগ্যতা লাগে (Police SI Eligibility Criteria)
প্রথমে তোমাদের সমস্ত রকম যোগ্যতা গুলোর জেনে রাখতে হবে। পুলিশে সাব-ইন্সপেক্টর বা SI পদে যোগদান করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তার পাশাপাশি নির্দিষ্ট কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে-
শিক্ষাগত যোগ্যতা: হিসেবে সংশ্লিষ্ট প্রার্থীকে ইউজিসি স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্নাতক অর্থাৎ যে কোন বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে। প্রসঙ্গত, স্নাতকের তৃতীয় বর্ষে বা সদ্য স্নাতক পাশ করা ছাত্র-ছাত্রীরাও SI পরীক্ষার জন্য আবেদন করতে পারে।
বয়স: প্রার্থীর বয়স 20-27 বছরের মধ্যে হতে হবে। তবে তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে বয়সের কিছুটা ছাড় রয়েছে। OBC প্রার্থীদের বয়সের ক্ষেত্রে 03 বছর এবং SC ও ST প্রার্থীদের ক্ষেত্রে 05 বছর ছাড় দেওয়া হয়।
এক্ষেত্রে যেহেতু পুলিশে নিয়োগ হয় তাই প্রার্থীদের থেকে নির্দিষ্ট কিছু শারীরিক মাপকাঠি চাওয়া হয়। তবে ছেলে, মেয়ে ভেদে এবং SI – এর সশস্ত্র (Armed), নিরস্ত্র (Un Armed) শাখা ভেদে আলাদা আলাদা শারীরিক মাপকাঠি রয়েছে; তাই এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীদের নিজ নিজ শারীরিক মাপকাঠি অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেওয়াটাই শ্রেয়।
SI-পদে নিয়োগের ধাপ তথা পরীক্ষা পদ্ধতি
এক্ষেত্রে মূলত চারটি ধাপে পরীক্ষা নেওয়া হয়। যথা-
প্রাথমিক পরীক্ষা: এখানে পরীক্ষার্থীদের MCQ ধরনের প্রশ্ন করা হয়। এখানে মোট 200 নম্বরের পরীক্ষা হয়, যার জন্য পরীক্ষার্থীদের সময় দেওয়া হয় 90 মিনিট।
শারীরিক মাপকাঠি (পিএমটি) ও দক্ষতার (পিইটি) পরীক্ষা: SI পরীক্ষার দ্বিতীয় ধাপে পরীক্ষার্থীদের পিএমটি এবং পিইটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রসঙ্গত উল্লেখ্য, পিইটি পরীক্ষায় পুরুষদের 03 মিনিটে 800 মিটার এবং মহিলাদের 02 মিনিটে 400 মিটার দৌড় সম্পূর্ন করতে হয়।
চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা: পিএমটি এবং পিইটি পরীক্ষার পরবর্তী পর্যায়ে পরীক্ষার্থীদের চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। মোট 04- টি ভাগে 200 নম্বরের এই পরীক্ষাটি হয়ে থাকে, যার জন্য পরীক্ষার্থীদের মোট 4 ঘণ্টা সময় দেওয়া হয়।
ইন্টারভিউ: এর পর সর্বশেষ পর্যায়ে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। এর পরবর্তী পর্যায়ে ফাইনাল মেরিট লিস্ট বের হয় এবং সেই অনুযায়ী যোগ্য প্রার্থীদের SI পদে নিয়োগ করা হয়।
দেখে নাও: WBP (Male) Eligibility, Height, Run, Medical: পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত কিছু লেটেস্ট তথ্য
সাব ইন্সপেক্টর হিসাবে বেতন কত?
SI পদে নিযুক্ত প্রাথীদের 32,100 – 82,900 টাকা মাসিক বেতন হিসাবে দেওয়া হয়। তবে সেটা অভিজ্ঞতা, পজিশন এবং তার পাশাপাশি জেলাভিত্তিক ভিন্ন হয়ে থাকে। বেতনের পাশাপাশি আরো অনেক সরকারি সুযোগ সুবিধা ভাতা ও বীমা রয়েছে।
প্রসঙ্গত, পুলিশের সাব-ইন্সপেক্টর পরীক্ষার সম্পূর্ন বিস্তারিত সিলেবাস এবং পরীক্ষার কাঠামো জানার জন্যে সংশ্লিষ্ট প্রার্থীদের অফিশিয়াল নোটিশগুলি এবং অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট: https://prb.wb.gov.in/
আরো দেখো: Indian Army Agniveer: অগ্নিবীর কি? যোগ্যতা কি লাগবে? সুবিধা, অসুবিধা
আজকের এই প্রতিবেদন থেকে আশা করছি তোমরা অনেক অজানা বিষয় জানতে পেরেছো, এরকমই নানা ক্যারিয়ার সম্পর্কে জানতে আমাদের পেজটি তোমরা নিয়মিত ভিজিট করতে পারো। বর্তমানে আমাদের এই সিরিজটি চলছে এবং এখানে আমরা সমস্ত সরকারি প্রোফাইল চাকরির তথ্য শেয়ার করছি। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে ক্যারিয়ারের সাহায্য করার জন্য।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »