OASIS Post-Metric Scholarship Amount: SC/ST/OBC স্কলারশিপের পরিমাণ! কত টাকা পাবে? দেখে নাও

OASIS Post-Metric Scholarship Amount SC/ST/OBC Westbengal

রাজ্যের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের একাধিক স্কলারশিপ এর সুবিধা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েসিস স্কলারশিপেরই একটি ভাগ হলো পোস্ট ম্যাট্রিক্ স্কলারশিপ। মাধ্যমিকের পরবর্তী উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্তরে এই স্কলারশিপ শুধুমাত্র SC, ST ও OBC সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের দেওয়া হয়।

এই স্কলারশিপের গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্কলারশিপে আবেদনের জন্য নির্দিষ্ট কোনরকম নাম্বারের প্রয়োজন নেই শুধুমাত্র পাশ নাম্বার থাকলেই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো আবেদনকারীর অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। ‌ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ থেকে কত টাকা পাবে? সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে।

পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে টাকার পরিমাণ: OASIS Post-Metric SC/ST/OBC Scholarship Amount

মাধ্যমিক পরবর্তী ছাত্র ছত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দেওয়া হয়। মাধ্যমিক পরবর্তী কোন কোর্সে কত টাকা দেওয়া হয় নিচে তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

একাদশ ও দ্বাদশ শ্রেণী (Class 11-12)

মাধ্যমিক পরবর্তী একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের মাধ্যমে কাস্ট অনুযায়ী ২৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। ‌ এক্ষেত্রে যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে অর্থাৎ Hosteller তারা যে সকল ছাত্র-ছাত্রীরা বাড়িতে থেকে পড়াশোনা করে অর্থাৎ Day Scholar তাদের তুলনায় বেশি টাকা পেয়ে থাকে।

কাস্ট স্কলারশিপের পরিমাণ 
OBC Day Scholar৫,০০০ টাকা 
Hosteller৫,০০০ টাকা
SC Day Scholar২,৫০০ টাকা 
Hosteller৪,০০০ টাকা
ST Day Scholar২,৩০০ টাকা 
Hosteller৩,৮০০ টাকা 

গ্রাজুয়েট ও পোস্ট গ্রেজুয়েট (UG & PG Level)

পোস্ট ম্যাটট্রিক স্কলারশিপ থেকে কলেজ ছাত্র-ছাত্রীদের অর্থাৎ যে সকল ছাত্র-ছাত্রীরা কলেজে গ্রাজুয়েট ও পোস্ট গ্রেজুয়েট কোর্সে পড়াশোনা করছে তাদের কাস্ট অনুযায়ী ৩০০০ টাকা থেকে ৮ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। এক্ষেত্রেও যারা হোস্টেল থেকে পড়াশোনা করছে তাদের বেশি টাকা দেওয়া হয় হোস্টেল ফি দেওয়ার জন্য।

কাস্ট স্কলারশিপের পরিমাণ 
OBC Day Scholar৮,০০০ টাকা 
Hosteller৮,০০০ টাকা
SC Day Scholar৩,০০০ টাকা 
Hosteller৬,০০০ টাকা
ST Day Scholar৫,৩০০ টাকা 
Hosteller৮,২০০ টাকা 

অন্যান্য প্রফেশনাল কোর্স (Professional Courses)

যে সকল ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রফেশনাল কোর্স করছে তাদের এই স্কলারশিপ থেকে প্রত্যেক বছর কাস্ট অনুযায়ী ৩ হাজার টাকা থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। এক্ষেত্রেও যারা হোস্টেল থেকে পড়াশোনা করে তাদের হোস্টেল ফি বাবদ এই স্কলারশিপ থেকে অন্যান্য ছাত্রদের তুলনায় বেশি টাকা দেওয়া হয়।

কাস্ট স্কলারশিপের পরিমাণ 
OBC Day Scholar১৩,০০০ টাকা 
Hosteller১৩,০০০ টাকা
SC Day Scholar৬,৫০০ টাকা 
Hosteller৯,৫০০ টাকা
ST Day Scholar৩,০০০ টাকা 
Hosteller৫,৭০০ টাকা 

ডিগ্রী ও পোস্ট গ্রেজুয়েট (UG & PG প্রফেশনাল কোর্স)

যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রফেশনাল ডিগ্রিযুক্ত কোর্স করছে যেমন: BTech. ইত্যাদি সেই সকল ছাত্র-ছাত্রীরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ থেকে প্রত্যেক বছর ২০ হাজার টাকা পর্যন্ত পেতে পারে কোন কাস্ট অনুযায়ী কত টাকা পাবে নিচের তালিকাতে দেওয়া রয়েছে।

কাস্ট স্কলারশিপের পরিমাণ 
OBC Day Scholar২০,০০০ টাকা 
Hosteller২০,০০০ টাকা
SC Day Scholar৭,০০০ টাকা 
Hosteller১৩,৫০০ টাকা
ST Day Scholar৫,৫০০ টাকা 
Hosteller১২,০০০ টাকা 

দেখে নাও: OASIS and SVMCM: একই সঙ্গে কি দুটি স্কলারশিপেই আবেদন করা যাবে!

OASIS SC ST OBC Scholarship অফিসিয়াল ওয়েবসাইটoasis.gov.in

পশ্চিমবঙ্গ সরকারের “অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ এবং আদিবাসী উন্নয়ন বিভাগ” রাজ্যের মাধ্যমিক পাশ ছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের মাধ্যমে বার্ষিক ২০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এই তথ্য পোস্টটি অবশ্যই শেয়ার করে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দাও, আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram