Madhyamik Pass Scholarship 2024: মাধ্যমিক পরীক্ষার পরেই স্কলারশিপ টাকা? এইগুলো অবশ্যই দেখে রাখো!

Madhyamik Pass Scholarship 2024 When Application will Start WB Scholarship

Westbengal Madhyamik Pass Scholarship 2024, When Application will Start? বিগত কয়েকদিন আগেই শেষ হয়েছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। যে সকল ছাত্র-ছাত্রীরা সবেমাত্র ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের মনে স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন রয়েছে। কবে থেকে স্কলারশিপের আবেদন শুরু হবে? কি কি স্কলারশিপ আবেদন করতে পারবে? এবং বর্তমানে ছাত্রছাত্রীরা কোন ভুল করলে বিপদে পড়বে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

   

Madhyamik Scholarship 2024: মাধ্যমিক পাশে স্কলারশিপ সমুহ

মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কলারশিপ রয়েছে। মাধ্যমিক পাশে রাজ্য সরকারের কতকগুলি জনপ্রিয় স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ ও ঐকশ্রী স্কলারশিপ এবং কেন্দ্র সরকারের জনপ্রিয় স্কলারশিপ হল ন্যাশনাল স্কলারশিপ

অবশ্যই পড়ুন » কত শতাংশ নম্বরে কোন সরকারি স্কলারশিপ পাবে, দেখে নাও সম্পূর্ণ লিস্ট সবার জন্য রয়েছে সরকারি স্কলারশিপ।

কবে থেকে স্কলারশিপে আবেদন করতে পারবে?

অবশ্যই দেখো, এই ভুল করলেই বিপদে পড়বে? যেহেতু তোমরা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাই এই সময় বিভিন্ন সংস্থা তোমাদের স্কলারশিপ দেওয়ার মিথ্যে প্ররোচনা দেবে এবং তোমাদের কাছে আবেদন ফি বাবদ টাকা জালিয়াতে করে নিয়ে নেবে

তোমরা এখন আবেদন করতে পারবে না যতদিন না পর্যন্ত তোমরা তোমাদের মার্কসিট হাতে পাচ্ছো এবং মার্কশিট হাতে পেয়েও আবেদন করতে পারবে না যতক্ষণ না তুমি একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছো কারণ স্কলারশিপে আবেদনের জন্য পরবর্তী ক্লাসে ভর্তির রশিদ প্রয়োজন। তাই তোমরা সকলেই এই সময়টাতে খুবই সতর্ক থাকে এবং নিজেদের বন্ধুদেরও সতর্ক করে দিও।

মাধ্যমিক পাশের স্কলারশিপ নিয়ে সমস্ত আপডেট!

মাধ্যমিক পাশে কোন কোন সরকারি স্কলারশিপ? Govt Scholarship after Madhyamik 2023)Download PDF

অবশ্যই পড়ুন » Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? যাতে টাকা অসুবিধা না হয়!

স্কলারশিপের আবেদন শুরু হলেই কিভাবে স্কলারশিপে আবেদন করতে পারবে? তোমার নাম্বার অনুযায়ী তুমি কোন স্কলারশিপ পাবে? শুধুমাত্র পাস নাম্বার থাকলেও তুমি কোন স্কলারশিপ পাবে? স্কলারশিপ সংক্রান্ত সব A to Z গাইড করা হবে তাই তোমরা সকলেই অবশ্যই আমাদের সঙ্গে থেকো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram