একটি নতুন স্কলারশিপ আপডেট, ইনফোসিস ফাউন্ডেশনের তরফ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি করছেন বা কলেজের নতুন ভর্তি হয়েছে তাদের বাৎসরিক আর্থিক সাহায্য হিসেবে স্কলারশিপ এর অনুদানের আয়োজন করা হয়েছে। কিভাবে আবেদন করবে, আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে? বিস্তারিত আমরা আলোচনা করছি।
Infosys Foundation Scholarship 2025: ইনফোসিস স্কলারশিপ
ইনফোসিস ভারতবর্ষের অন্যতম বড় আইটি (তথ্যপ্রযুক্তি) কোম্পানি গুলির মধ্যে একটি। স্যার নারায়ন মূর্তি এই সংস্থার কর্ণধার এবং শ্রীমতি সুধা মূর্তি এই সংস্থাটি ইনফোসিস ফাউন্ডেশন এর কার্য দেখাশোনা করেন। যার প্রধান উদ্দেশ্য সমাজের সর্বস্তরের পিছিয়ে পড়া ছাত্রছাত্রী এবং মানুষদের পাশে দাঁড়ানো। একইভাবে শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে এই ফাউন্ডেশন স্কলারশিপ দেয় প্রতিবছর।
| বিষয় | তথ্য |
|---|---|
| স্কলারশিপের নাম | ইনফোসিস ফাউন্ডেশন স্টেম স্টার স্কলারশিপ প্রোগ্রাম |
| কারা আবেদন করতে পারবে | গ্রাজুয়েশন কোর্সের ছাত্রী পড়ুয়ারা আবেদন করতে পারবেন |
| বৃত্তির পরিমাণ | সর্বোচ্চ এক লক্ষ টাকা |
| আবেদনের শেষ | ৩০ অক্টোবর ২০২৫ |
Infosys Scholarship Eligibility Criteria: আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। কেবল মহিলার প্রার্থীরাই আবেদন করতে পারবে।
- আবেদনকারী প্রার্থীদের অবশ্যই চার বছরের স্নাতক কোর্স অর্থাৎ (BSc, BTech, MBBS) গণিত, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা সাইন্স বা মেডিকেল ডিগ্রিতে পাঠরত হতে হবে।
- অবশ্যই পাস নম্বর রাখতে হবে এবং সিজিপিএ 7-এর উপরে রাখতে হবে।
- আবেদনকারী প্রার্থীর বাৎসরিক আয় ৮ লক্ষের নিচে হতে হবে।
- প্রার্থীরা ইতিমধ্যে অন্য কোন বৃত্তির জন্য আবেদন করে রাখলে তারা এই বৃত্তিতে আবেদন করতে পারবেন না।
সকলের জন্য আবেদন: SBI Asha Scholarship: স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপ পড়ুয়াদের দেবে ৭৫,০০০ টাকা! দেখে নিন
Documents: আবেদনের জন্য প্রয়োজন নথিপত্র
- প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
- JEE/CET/NEET এর স্কোর কার্ড,
- উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট,
- ভারত সরকার প্রদত্ত কোন জাতীয় প্রমাণ যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড,
- চলতি শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির রশিদ,
- উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রার্থীর পারিবারিক আয় শংসাপত্র,
- আবেদনকারীর ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স।
আবেদন করুন: কোটাক কন্যা স্কলারশিপে বছরে ১০ হাজার টাকা! অনলাইনে আবেদন
Application Process for Infosys Scholarship: আবেদনের পদ্ধতি
আবেদন করতে হলে আপনাকে প্রথমে Buddy4Study-এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে এবং ‘ইনফোসিস ফাউন্ডেশন স্টেম স্টার স্কলারশিপ প্রোগ্রাম‘ অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে । আপনার নিজস্ব নাম, ইমেইল আইডি এবং বৈধ ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন।
Infosys Foundation STEM Stars Scholarship Program 2025-26
| তথ্য | লিংক |
|---|---|
| স্কলারশিপ আবেদনের সরাসরি পোর্টাল | Apply Here → |
| ইনফোসিস ফাউন্ডেশন অফিশিয়াল ওয়েবসাইট | Visit ↗ |
আরো দেখো: Scholarship for Girls: মেয়েদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ! প্রতি মাসে ১০০০ টাকা
আবেদন করতে কোনরকম আবেদন মূল্যের দরকার নেই, আবেদন শেষে এক কপি প্রিন্ট আউট ভবিষ্যৎ রেফারেন্স এর জন্য রেখে দিতে পারেন। আর আমরা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্কলারশিপের খবর রেগুলার নিয়ে আসি আমাদের সাথে যুক্ত থাকুন, সমস্ত আপডেট পেতে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




