Scholarship for Girls: মেয়েদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ! প্রতি মাসে ১০০০ টাকা, অবশ্যই দেখে নিন

Scholarship for Girls Westbengal

Scholarship for Girls Westbengal: বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির যুগে সময়ের সঙ্গে সমস্ত দিকেই উন্নয়ন এলেও এখনো উন্নত হয়নি নারীদের বিষয়ে সমাজের চিন্তাভাবনা। গুটিকয়েক শহর এবং শহরকেন্দ্রিক এলাকা বাদে অধিকাংশ ক্ষেত্রেই নারীদের এই যুগেও পিছিয়ে পড়তে হচ্ছে!

ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্লাস পাশ করতে না করতেই ড্রপ আউট হয়ে যাচ্ছে, বা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পড়াশোনা করার আর্থিক সামর্থ্য নেই, পাশাপাশি শিকার হচ্ছে যৌন লালসার। শুনতে হয় নানা কটুক্তি, থাকেনা উপযুক্ত পড়াশোনা সুযোগ!

ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য বিশেষ কিছু স্কলারশিপ (Scholarship for Girls Student Westbengal)

মেয়েদের এই সকল অসুবিধার কথার মাথায় রেখে সরকারি ও প্রাইভেট বেশ কিছু সংস্থা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে। সাধারণভাবে যে স্কলারশিপ গুলো রয়েছে মেরিট অর্থাৎ মেধাভিত্তিক সেখানে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও সমানভাবে যোগ্য।

কিন্তু আজকের পোষ্টের বিশেষ প্রতিবেদন শুধুমাত্র ছাত্রীদের জন্য যে স্কলারশিপ এর সুবিধা গুলি রয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে। আজকে আমরা এরকমই পাঁচটি স্কলারশিপের বিষয়ে আলোচনা করব।

1. কোটাক কন্যা বৃত্তি (Kotak Kanya Scholarship)

এটি কোটাক ব্যাঙ্কের তরফ থেকে সমস্ত ভারতবর্ষের ছাত্রীদেরকে দেওয়া হয়ে থাকে। বৃত্তির পরিমাণ বাৎসরিক 1.5 লক্ষ টাকা।

কারা কারা আবেদন করতে পারবেন: —

  1. যে সকল ছাত্রীরা চলতি শিক্ষা বয়সে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি সহ বিভিন্ন পেশাগত কোর্স ভর্তি হয়েছে তারা আবেদন করতে পারবেন।
  2. পাশাপাশি প্রার্থীর বাৎসরিক আয় 5 লক্ষ টাকার কম হতে হবে।

বিশদ দেখুন: Kotak Kanya Scholarship: কোটাক কন‍্যা স্কলারশিপে বছরে ১০ হাজার টাকা! অনলাইনে আবেদন

2. সীতারাম জিন্দাল স্কলারশিপ (Sitaram Jindal Scholarship)

এটি ব্যাঙ্গালোরের সীতারাম জিন্দাল ফাউন্ডেশন এর তরফ থেকে দেওয়া হয়ে থাকে ছাত্ররাও এই স্কলারশিপ পাবে তবে ছাত্রীদের ক্ষেত্রে অগ্রাধিকার থাকে। মাধ্যমিক পাস করার পর থেকে হায়ার স্টাডিসের যে কোন কোর্স এই স্কলারশিপ এর যোগ্য।

বৃত্তির পরিমাণ: মাসিক ৫০০ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত।

কারা কারা আবেদন করতে পারবেন: —

  • যে সকল ছাত্রী মাধ্যমিকে ৬০% এর উপরে নাম্বার পেয়েছে এবং বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন
  • বাৎসরিক আয় কোনভাবেই ২ লক্ষ এর উপরে হওয়া চলবে না

অফিসিয়াল ওয়েবসাইট: sitaramjindalfoundation.org

3. প্রগতি বৃত্তি স্কলারশিপ (Pragati Scholarship)

এই কেন্দ্র সরকারি স্কলার্শিপ আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই all India council of technical education (AICTE) এর অধীনস্ত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজে প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রী করে রাখতে হবে।

বৃত্তির পরিমাণ – ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ৩০ হাজার টাকা।

কারা কারা আবেদন করতে পারবেন: —

  1. উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর রাখতে হবে।
  2. প্রার্থীর বার্ষিক আয় কোন ভাবে দুই লক্ষের উপরে হওয়া চলবে না।

4. কন্যাশ্রী K3 স্কলারশিপ

এটি কন্যাশ্রী প্রকল্পের স্কলারশিপ নয়, এটি মেয়েদের উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পের অধীনে একটি সুবিধা। যেটি পশ্চিমবঙ্গের মধ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মেয়েদেরকে দেওয়া হয়ে থাকে।

বৃত্তির পরিমাণ: কলা বিভাগে মাসিক ২০০০ টাকা বিজ্ঞান বিভাগে মাসিক ২৫০০ টাকা।

কারা কারা আবেদন করতে পারবেন: —

যে সকল ছাত্রীরা বর্তমানে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন এবং পূর্ববর্তী স্নাতক স্তরে ন্যূনতম ৪৫% নাম্বার পেয়েছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

অফিসিয়াল তথ্য সহ পোর্টাল: svmcm.wbhed.gov.in

5. বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ (Bigyani Kanya)

উচ্চমাধ্যমিকে জুনিয়র বিজ্ঞানী কন্যাদের জন্য মাসিক বৃত্তি ১২৫০ টাকা এবং বই কেনার জন্য এককালীন বৃদ্ধির পরিমাণ ২৫০০ টাকা। সিনিয়ার বিজ্ঞানী কন্যাদের অর্থাৎ যারা গ্রাজুয়েশন করছেন বৃত্তির পরিমাণ জন্য মাসিক বৃত্তির পরিমাণ চার হাজার টাকা এবং বই কেনার জন্য এককালীন খরচ ৫ হাজার টাকা দেওয়া হবে।

কারা কারা আবেদন করতে পারবেন ?

  1. যে সকল ছাত্রীরা চলতি শিক্ষা বর্ষে মাধ্যমিকের ন্যূনতম ৭৫ শতাংশ নাম্বার নিয়ে পাশ করেছে এবং একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তারাই প্রকল্পে আবেদন করতে পারবেন।
  2. বার্ষিক আয় কোনভাবেই তিন লক্ষের উপরে হওয়া চলবে না।

বিস্তারিত দেখুন: জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ ৪৮০০০ টাকা, ল্যাপটপ! কিভাবে আবেদন দেখে নিন

সমাজের অগ্রগতির ক্ষেত্রে “মেয়েদের পড়াশোনা” পাশাপাশি সমস্ত সুযোগ সুবিধা যথেষ্ট জরুরী। অনেক মেধাবী ছাত্রী শুধুমাত্র তথ্যের অভাবে এই সকল থেকে বঞ্চিত থাকে। স্কলারশিপের বিষয় বিস্তারিত বিবরণ আমাদের পোর্টা লে পেয়ে যাবে আর EduTips Bangla-সব সময় তোমাদের পাশে রয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram