How to Become CBI Officer: সিবিআই অফিসার হতে কি নিয়ে পড়তে হয়? যোগ্যতা, পরীক্ষা, বেতন সবকিছু জেনে নিন

How to Became CBI Officier Eligibility Exam

দৈনন্দিন জীবনে প্রায়শই আমরা সিবিআই (CBI) এর কথা শুনে থাকি, যেকোনো অপরাধমূলক তদন্তের ক্ষেত্রে, বিভিন্ন খবরের সূত্রে হোক বা টেলিভিশনে। কিন্তু সিবিআই কি? এদের কাজ কি? মাসিক মাহিনা কত? কারা কারা এই সিবিআই অফিসার হতে পারেন এরকম অনেক কৌতূহলী প্রশ্ন প্রায়শই অনেকের মনেই রয়েছে।

আজকে এই পোস্টে আমরা সিবিআই এর বিস্তারিত আলোচনা করব কাজ কি থেকে শুরু করে মাসিক মাহিনে সমস্ত রকম বিস্তারিত বর্ণনা এই প্রতিবেদনে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই প্রতিবেদনের কোন মিস না করে অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি আমাদের সঙ্গে থাকতে হবে।

সিবিআই (CBI) কি? কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ

সিবিআই এর পুরো নাম হলো Central Buro of Investigation বা কেন্দ্রীয় গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা। দেশের বিভিন্ন প্রান্তে ঘটে থাকা বড় বড় অপরাধের চুলচেরা বিশ্লেষণ করে সিবিআই কমিটি। বর্তমানে আমরা টেলিভিশনে বড় বড় নেতাদের দুর্বৃত্তিমূলক কাজকর্মের প্রমাণ এবং তদন্তের সূত্রে সিবিআই এর প্রসঙ্গ দেখতে পাই।

একনজরে সিবিআই চাকরি সংক্রান্ত তথ্য

নিয়োগের পদসেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)
আবেদনকারীর যোগ্যতাগ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে
আবেদনকারীর মাসিক বেতনপ্রতি মাসে 54,680 থেকে 62,664 টাকা
নিয়োগের পরীক্ষাUPSC, SSC CGL

Role of CBI Officer: সিবিআই এর কাজ কি?

প্রাথমিকভাবে 1942 সালে সিবিআই গঠন করা হলে অবশ্য পরবর্তীকালে 1965 সাল থেকে আরও বেশ কিছু বিভাগের তদন্ত সিবিআই কে হস্তান্তর করা হয় অর্থাৎ-

  • হত্যা, মাওবাদী, সন্ত্রাসবাদি, আতঙ্কবাদ, অপহরণসহ রাজ্য-জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অপরাধ
  • ফরেনসিক মুদ্রা সংক্রান্ত মামলা, ঐতিহাসিক সম্পর্কিত কোন বস্তু , ইমপোর্ট এক্সপোর্ট কালো টাকার নয়ছয় মামলা ইত্যাদি

সিবিআই কমিটি সাধারণত দেশ এবং আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে বিভিন্ন ক্ষেত্রে তদন্ত করে থাকে।

দেখুন: IAS Officer Eligibility, Exam Details: IAS হতে চান? শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা বিস্তারিত

Eligibility Criteria for CBI Officer: সিবিআই অফিসার হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা – ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।

বয়স সীমা – এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়স জেনারেল ক্যাটাগরি বা সাধারণদের জন্য অবশ্যই ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ওবিসি সম্প্রদায় ভুক্ত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ তিন বছর এবং তফসিলী জাতী ও উপজাতি অন্তর্ভুক্ত প্রার্থীদের জন্য সর্বোচ্চ পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে।

শারীরিক যোগ্যতা-

  1. পুরুষদের ক্ষেত্রে উচ্চতা অবশ্যই ১৬৫ সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা অবশ্যই ১৫০ সেন্টিমিটার হতে হবে তবে পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রার্থী এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ৫ সেন্টিমিটার পর্যন্ত ছাড় রয়েছে।
  2. বুকের ছাতির মাপ 76 সেন্টিমিটার হতে হবে অবশ্য মহিলা প্রার্থীদের জন্য প্রযোজ্য নয়।
  3. শারীরিকভাবে শক্তিশালী এবং বুদ্ধিমান হতে হবে।
  4. দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে।
  5. একমাত্র স্পেশালি ইন্টেলিজেন্ট ব্যক্তিদের সিবিআই পদে নিয়োগের জন্য সুযোগ দেওয়া হয়।

How to Become a CBI Officer: কিভাবে সিবিআই অফিসার হওয়া যায়?

সিবিআই অফিসার হতে গেলে প্রার্থীর প্রথমত প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাধ্যমে, দ্বিতীয়ত কোন পুলিশ পোস্টে চাকরি চলাকালীন প্রমোশনের মাধ্যমে হতে পারে।

প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সিবিআই গ্রুপ এ (Group – A) অফিসার হতে গেলে প্রার্থীকে অবশ্যই UPSC CSE পরীক্ষায় বসতে হবে। প্রায় সাত বছর চাকরির পর সিবিআই অফিসার হওয়া যায়শূন্যপদ থাকলেই কেবল এই পদে নিয়োগ নেওয়া হয়ে থাকে।

সিবিআই ইন্সপেক্টর (CBI Inspector হতে হলে প্রার্থীকে Staff Selection Commission Combined Graduation Level বা SSC CGL পরীক্ষায় বসতে পারবেন। দুটি পরীক্ষা নিয়ে ইতিমধ্য বিস্তারিত আমাদের ওয়েবসাইটে তথ্য রয়েছে আপনারা সেই পরীক্ষা নিয়ে পড়ে নেবেন।

বিস্তারিত: SSC CGL পরীক্ষার সম্পূর্ণ তথ্য! যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন, সিলেকশন প্রসেস

প্রথমত মেধা, তারপর শারীরিক পরীক্ষা তারপর নির্বাচনী পরীক্ষা এবং সবকিছুর পরেও বিশেষ ট্রেনিং দেওয়া হয়ে থাকে সিবিআই অফিসারদের।

Difference between CBI & CID: সিবিআই এবং সিআইডি এর পার্থক্য কি?

অনেকের মনে এটা একটি প্রশ্ন সিবিআই এবং সিআইডি এর পার্থক্য কি? দুটোই তদন্তকারী সংস্থা তবে সিআইডি রাজ্যবিশেষে কাজ করে এবং সিবিআই কেন্দ্র এবং আন্তর্জাতিক স্তরে তদন্তের কাজ করে

সিআইডি দাঙ্গা, হত্যা ,অপহরণ ,চুরি ইত্যাদি মামলা করে থাকে অন্যদিকে সিবিআই আন্তর্জাতিক বা জাতীয় স্তরে কেলেঙ্কারি জালিয়াতি, আতঙ্কবাদ হত্যা. গণহত্যা প্রভৃতি বিষয়ে তদন্ত করে থাকে। সিআইডি বা পুলিশের তে আসা কোন কেস যখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে হস্তান্তর করা হয় সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের জন্য সিবিআইকে রেফার করা হয়।

অফিসিয়াল ওয়েবসাইট: Central Bureau of Investigation

আজকের এই প্রতিবেদনে আমরা সিবিআই পদের বিস্তারিত আলোচনা করলাম প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়দের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমরা পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের পাশে আছি তাদেরকে ক্যারিয়ার গড়ার জন্য তাদেরকে সব রকম তথ্য দিয়ে, জয় হিন্দ!!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram