পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণির ছাত্র–ছাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ থেকে শুরু করে মাধ্যমিক ২০২৬ পরীক্ষার্থীদের সরকারি টেস্ট পেপার, সবকিছুই এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
মাধ্যমিক 2026 টেস্ট পেপার বিতরণ সঙ্গে নবম শ্রেণী রেজিস্ট্রেশন সার্টিফিকেট
পর্ষদ জানিয়েছে যে, ২০২৫ সালের নবম শ্রেণির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণের তারিখ পরিবর্তন করা হয়েছে। এছাড়াও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি টেস্ট পেপার একই দিনের ক্যাম্প অফিস থেকেই বিতরণ করা হবে।
- ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৫ (শুক্র ও শনিবার)
- সময়: সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০
এই দুই দিন সংশ্লিষ্ট ক্যাম্প অফিস খোলা থাকবে। সকল বিদ্যালয়কে বাধ্যতামূলকভাবে এই তারিখে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রতিনিধিকে নির্ধারিত ক্যাম্প অফিসে সংগ্রহ করতে হবে।
মাধ্যমিক 2022-23-24 প্রশ্ন 7টি বিষয়ের 21 সেট! টপারদের উত্তর PDF [মাত্র 49 টাকা]
টেস্ট পেপার বিতরণ: ছাত্রছাত্রীরা কবে হাতে পাবে?
পর্ষদ অনুযায়ী, মাধ্যমিক ২০২৬ পরীক্ষার্থীদের জন্য সরকারি টেস্ট পেপার ১২ ও ১৩ ডিসেম্বরের ক্যাম্প অফিস থেকেই সরবরাহ করা হবে। ২০২৫–২৬ একাডেমিক সেশনের টেস্ট পেপার প্যাকেট প্রতিটি বিদ্যালয়কে সরাসরি ক্যাম্প অফিস থেকে সংগ্রহ করতে হবে।
বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে টেস্ট পেপার দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছে পর্ষদ। অর্থাৎ ছাত্র-ছাত্রীরা ১৪ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে তাদের হাতে টেস্ট পেপার পেয়ে যাবে।
নোটস, সাজেশন এবং মাধ্যমিক 2026 এর প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” গ্রুপ জয়েন করতে পারো: Join Group →
| অফিসিয়াল নোটিফিকেশন | PDF লিংক |
|---|---|
| Registration Certificates of Class IX (2025) and Test Papers (2025–2026) | ↓ Download |
বিনামূল্যে সংগ্রহ করুন:
Madhyamik Test Paper 2026: সেরা সরকারি স্কুলগুলির মাধ্যমিক টেস্ট পেপার!
নবম শ্রেণির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও মাধ্যমিক ২০২৬ পরীক্ষার্থীদের সরকারি টেস্ট পেপার—দুটোই একই দিনে বিতরণ করা হবে, যা বিদ্যালয়গুলির প্রশাসনিক কাজ সহজতর করবে। বাংলার শিক্ষার সমস্ত আপডেট আমরা সবার আগে পৌঁছে দিয়ে থাকি Edutips এর সঙ্গে যুক্ত থাকুন!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »



