সমস্ত মাধ্যমিক ২০২৬ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! ২রা ফেব্রুরারী থেকে শুরু হচ্ছে মাধ্যমিক বোর্ড পরীক্ষা – যার জন্য ফরম ফিলাপ শুরু হচ্ছে। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা ফর্ম ফিলাপের প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে হবে, আগের বছরের মতোই। বিস্তারিত সমস্যা তথ্য রইল জেনে নিন।
মাধ্যমিক ২০২৬ ফর্ম ফিলাপ অনলাইনে (WBBSE Madhyamik Form Fill Up)
পরীক্ষার্থীদের অনলাইন ফর্ম ফিল-আপ প্রক্রিয়া ২রা ডিসেম্বর কাল ১১টা থেকে শুরু হবে এবং ১৯ই ডিসেম্বর ২০২৫ মধ্যরাত পর্যন্ত চলবে। প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানকে www.wbbsedata.com ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল-আপ সম্পন্ন করতে হবে। এখানে নিয়মাবলী ও গাইডলাইন দেওয়া থাকবে, যা প্রতিটি স্কুলের মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক্ষেত্রে সমস্ত অনলাইনের কাজই স্কুলগুলির ওপর দেওয়া হয়েছে, ছাত্র-ছাত্রীদের খুব একটা কিছু করতে হবে না। এই প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ফর্ম ফিল-আপের সম্পূর্ণ প্রক্রিয়া (Online Enrolment Process)
- স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে www.wbbsedata.com ওয়েবসাইটে লগইন করতে হবে।
- ইনস্ট্রাকশন ট্যাব (Instruction Tab)-এ দেওয়া নির্দেশিকা ভালোভাবে পড়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
- ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য যেমন — নাম, জন্মতারিখ, সাবজেক্ট কোড, ক্যাটেগরি, ইত্যাদি সঠিকভাবে ইনপুট করতে হবে।
- CWSN (Children With Special Needs) প্রার্থীদের জন্য আলাদা করে আবেদন ও সার্টিফিকেট প্রক্রিয়া একই ওয়েবসাইটে পাওয়া যাবে।
মাধ্যমিক 2022-23-24 প্রশ্ন 7টি বিষয়ের 21 সেট! টপারদের উত্তর PDF [মাত্র 49 টাকা]
অফিসিয়াল নোটিশ এবং তারিখ
নোটস, সাজেশন এবং মাধ্যমিক 2026 এর প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗
| বিষয় | তারিখ |
|---|---|
| অনলাইন ফর্ম ফিল-আপ শুরু | ২ ডিসেম্বর ২০২৫ (সকাল ১১টা) |
| ফর্ম ফিল-আপ শেষ | ১৯ ডিসেম্বর ২০২৫ (মধ্যরাত) |
| অফিসিয়াল নোটিশ Notice No: DS(C)/162/25, Date: 10.11.2024 | Download PDF → |
| মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র (সমস্ত বিষয়) | Click Here → |
মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির ব্রহ্মাস্ত: টার্গেট মাধ্যমিক সাজেশন (Madhyamik Suggestion)
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »





