DXC Progressing Minds Scholarship: কলেজ স্টুডেন্টদের জন্য প্রাইভেট স্কলারশিপ! যোগ্যতা, আবেদন দেখে নিন

Arpita Paul

Published on:

Follow Us Share
DXC Progressing Minds Scholarship Eligibility Application Online Last Date

আজকের নিবন্ধে তোমাদের জন্য একটি বেসরকারি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব। স্কলারশিপটির নাম হল DXC প্রগ্রেসিভ মাইন্ড স্কলারশিপ। আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন? আবেদনের প্রক্রিয়া? আবেদন করার সময় কি কি নথিপত্র প্রয়োজন? প্রভৃতি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

DXC Progressing Minds Scholarship 2025-26: প্রগ্রেসিভ মাইন্ড স্কলারশিপ

DXC টেকনোলজি হল একটি আমেরিকান বহুজাতিক তথ্য প্রযুক্তি কোম্পানি। কর্পোরেট সোস্যাল রেস্পন্সিবিলিটির আন্ডারে এই কোম্পানি শিক্ষার্থীদের বিশেষ করে ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য দেবে স্কলারশিপের নাম DXC প্রগ্রেসিভ মাইন্ড স্কলারশিপ

Scholarship Benefits: স্কলারশিপ সুযোগ সুবিধা

শিক্ষার্থীরা ₹50,000 টাকার একটি নির্দিষ্ট বৃত্তি (Fixed Amount) পাবে। এই টাকাটা শুধুমাত্র পড়াশোনার খরচের জন্য ব্যবহার করা যাবে। কি কি খরচ কভার হবে?

  • টিউশন ফি (Tuition Fees)
  • হোস্টেল ভাড়া (Hostel Fees)
  • মেস খরচ/খাবারের খরচ (Mess Charges)
  • যাতায়াত খরচ (Travel Expenses)
  • বই, খাতা, স্টেশনারি (Books & Stationery)
  • ডিভাইস বা ইন্টারনেট খরচ (Devices/Data)
  • চিকিৎসার বীমা (Medical Insurance)

সহজভাবে বললে, পড়াশোনার সঙ্গে যুক্ত প্রায় সব ধরনের খরচই এই ৫০,০০০ টাকা দিয়ে মেটানো যাবে।

Eligibility Criteria: আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন?

এটি একটি প্রাইভেট স্কলারশিপ তাই অন্যান্য সরকারি স্কলারশিপের পাশাপাশি আবেদন করা যাবে তবে সকলেই স্কলারশিপ আবেদন করলে পাবে না, এটি শুধুমাত্র ভারতীয় মহিলা এবং ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরাই কেবলমাত্র আবেদনের যোগ্য। তা নিচে বিশদে আলোচনা করা হল –

  • শিক্ষার্থীদের পূর্ববর্তী সেমিস্টারে বা উচ্চমাধ্যমিকে ন্যূনতম 60% নম্বর পেতে হবে
  • STEM – কোর্স (বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, গণিত) এই সম্পর্কিত ডিগ্রী করতে হবে।
  • শিক্ষার্থীদের ডিস্টেন্স কোর্সে পাঠরত হলে চলবে না। ফুল টাইম কোর্সে পাঠরত হতে হবে।
  • শিক্ষার্থীর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক।
  • আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় ₹4,00,000 মধ্যে হতে হবে।

স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে শিক্ষার্থীদের ১৩ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। উচ্চমাধ্যমিক পাশ করে প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে তার পাশাপাশি দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের ছাত্রীরাও এতে আবেদন করতে পারবে।

মিস করো না: HS Pass Scholarship: উচ্চমাধ্যমিক পাশের পর বিভিন্ন সরকারি এবং প্রাইভেট স্কলারশিপ তালিকা

DXC Scholarship Application Budy4Study: স্কলারশিপে কিভাবে আবেদন করবে?

সমস্ত আবেদন প্রক্রিয়াটা অনলাইনে Budy4Study প্ল্যাটফর্ম এর মধ্যে হবে, সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া থাকবে।

  1. প্রথমে Buddy4Study তে গিয়ে লগইন করুন। তারপরে DXC প্রগ্রেসিং মাইন্ডস স্কলারশিপ প্রোগ্রামসেকশনে যেতে হবে।
  2. এরপরে “Start Application” বোতামে ক্লিক করুন ফর্ম ফিলাপ করতে হবে ও প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করে দিন।

এরপর প্রিভিউতে দেখুন আপনার ফর্মটি সঠিকভাবে পূরণ হয়েছে কিনা। সবশেষে এপ্লিকেশন ফি সম্পূর্ণ করে সাবমিট বাটন প্রেস করুন এবং অনলাইনেই আবেদন জমা হয়ে যাবে।

কি কি নথিপত্র প্রয়োজন? (Documents Required)

এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে যে ডকুমেন্টসগুলি স্ক্যান করে দিতে হবে সেগুলি হল-

  • বিগত সমস্ত পরীক্ষার রেজাল্টের কপি।
  • বয়সের প্রমাণপত্রের জন্য বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি
  • স্নাতক কোর্সে পাঠরত শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্সে ভর্তির ও পেমেন্টের রশিদ কপি।
  • আধার কার্ডের কপি (আধার কার্ড না থাকলে অ্যাড্রেস প্রুফের যেকোনো ডকুমেন্টস)
  • পাসপোর্ট সাইজের ফটো।
  • ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টস।
  • পারিবারিক আয়ের কপি।

গুরুত্বপূর্ণ দেখে নাও: Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? স্কলারশিপ ও অন্যান্য সুবিধা দেখে নাও

আবেদনের সময়সীমা ও অনলাইন আবেদনের লিংক

2025-26 শিক্ষাবর্ষের জন্য 30 September 2025 মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। পরবর্তীকালে আবেদনের তারিখ বাড়লে জানিয়ে দেওয়া হবে।

বিষয়বিস্তারিত
আবেদনের শেষ তারিখ (Last Date)30 সেপ্টেম্বর, 2025
অফিসিয়াল আবেদন লিঙ্ক (Buddy4Study) Apply Link →
হেল্পলাইন নম্বর (Call)011-430-92248
ইমেইল (Email)[email protected]

অবশ্যই দেখবে: Private Scholarship Portal: প্রাইভেট স্কলারশিপ এখানে সবার আগে আপডেট, টাকা পেতে দেখে নাও

বহু শিক্ষার্থী আছে যারা সরকারি স্কলারশিপের পাশাপাশি আরও অন্যান্য বেসরকারি স্কলারশিপে আবেদন করে কিছু আর্থিক সহায়তা পেতে চায়। পরবর্তী প্রাইভেট স্কলারশিপ গুলির আপডেট পেতে আমাদেরকে ফলো করুন এবং যুক্ত হন।

Join Group

Telegram