WB College Admission 2025: কলেজ ভর্তি অনিশ্চয়তা, কবে শুরু হবে আবেদন? জেনে নিন আপডেট

Anjan Mahata

Published on:

Westbengal College Admission 2025 Latest Update WBCAP Start Date

৭ই মে (7th May) উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তার পর কেটে গেল কয়েক সপ্তাহ, তবুও পশ্চিমবঙ্গের (West Bengal) কোনও সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে (Undergraduate Level) ভর্তি প্রক্রিয়া (Admission Process) এখনও শুরু হয়নি। এর মূল কারণ ওবিসি (OBC) সংরক্ষণ নিয়ে চলা আইনি জটিলতা। শিক্ষা দপ্তর কি জানাচ্ছে? সমস্ত লেটেস্ট আপডেট দেখে নিন!

West Bengal College Admission 2025 Online Apply Update: ভর্তি প্রক্রিয়া থমকে

কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে ২০১০ সালের পর থেকে রাজ্য সরকার যাদের ওবিসি তালিকাভুক্ত করেছে, তাদের সার্টিফিকেট অবৈধ (Invalid OBC Certificates)। এর ফলে প্রশ্ন উঠেছে, এই সার্টিফিকেট দিয়ে ভর্তি হবে কীভাবে? বর্তমান পরিস্থিতি:

  • যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) আপাতত ভর্তি স্থগিত রেখেছে।
  • কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta) আইনি পরামর্শ নিচ্ছে।
  • বেশিরভাগ কলেজ এখনও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।
  • উচ্চ শিক্ষা দপ্তর (Higher Education Department) অপেক্ষা করছে আইন বিভাগের পরামর্শের জন্য।

WBCAP পোর্টালের মাধ্যমে কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হবে কবে?

সরকারি সূত্রে খবর, West Bengal Centralised Admission Portal (WBCAP) এর মাধ্যমে আগামী সপ্তাহ থেকেই স্নাতক স্তরের ভর্তি শুরু হতে পারে। কী জানা গেছে WBCAP নিয়ে:

  • পোর্টাল (Portal) তৈরি রয়েছে। বিভাগীয় অনুমোদন পেলেই চালু হবে আবেদন প্রক্রিয়া।
  • আইনি সমস্যা এড়াতে ওবিসি সংরক্ষণ বাদ দেওয়া ভাবনা-চিন্তা চলছে।
  • এবছর ভর্তি হবে আগের বছরের মtতো একক অনলাইন পোর্টালের মাধ্যমে (Single Admission Portal System)।

কেন পিছিয়ে যাচ্ছে ভর্তি?

কলকাতা হাইকোর্টের রায় – ২০১০ সালের পরের ওবিসি সার্টিফিকেট অবৈধ ঘোষণা। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রায় চ্যালেঞ্জ করেছে – পরবর্তী শুনানি জুলাই মাসে। তার মানে কি কলেজের সমস্ত ভর্তি প্রক্রিয়া এবং প্রবেশিকা জুলাই মাস পর্যন্ত থাকবে এখানেই আসছে প্রশাসনিক স্তরের দায়বদ্ধহীনতা!

অবশ্যই দেখবে: National Cadet Corps সরকারি চাকরিতে NCC সার্টিফিকেটের সুবিধা! লেটেস্ট তথ্য

ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

ছাত্র-ছাত্রীদের কাছেই এই সময় টা একটু কঠিন, সঠিক দিশা না মেলার কারণে অনেকেই হয়তো চিন্তা করছে। কিন্তু সকলের উদ্দেশ্যে একটাই বার্তা WBCAP পোর্টালের প্রতি নজর রাখুন। আগে থেকেই নিজের নথিপত্র প্রস্তুত রাখুন –

  • উচ্চ মাধ্যমিক মার্কশিট (Higher Secondary Marksheet)
  • স্কুল লিভিং বা ক্যারেক্টার সার্টিফিকেট (School Leaving Certificate)
  • পাসপোর্ট সাইজ ছবি (Passport Size Photo)।

কিছুটা দেরি হতে পারে ভর্তি প্রক্রিয়াতে আমরা সমস্ত আপডেট সবার আগে পৌঁছে দেব, নিচে কিছু গুরুত্বপূর্ণ লিংক দেওয়া থাকলে তোমরা নিজেরাও রেগুলার সেগুলো ভিজিট করতে পারো;

দেখে রাখো: WB College Subjects: কলেজে কতগুলো সাবজেক্ট থাকে? কটা পেপার পরীক্ষা দিতে হয়? মেজর, মাইনর জেনে নাও

West Bengal College Admission 2025 – গুরুত্বপূর্ণ লিংকসমূহ (Important Links)

বিষয়লিংক
উচ্চ শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (Higher Education Department)banglaruchchashiksha.wb.gov.in
কেন্দ্রীয় ভর্তি পোর্টাল (WBCAP Official Portal)https://wbcap.in
Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়jadavpuruniversity.in
কলকাতা বিশ্ববিদ্যালয় – University of Calcuttawww.caluniv.ac.in

গুরুত্বপূর্ণ তারিখ: WB College Admission 2025 (UG) কলেজে ভর্তি ২০২৫ কবে থেকে শুরু ফর্ম ফিলাপ, ভর্তি পরীক্ষা? দেখে নিন

West Bengal College Admission 2025 নিয়ে তৈরি হয়েছে এক অস্বস্তিকর অনিশ্চয়তা। রাজ্য সরকার ও আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে ছাত্রছাত্রীদের। আশার কথা, WBCAP পোর্টাল চালু হলে একক মঞ্চেই অনলাইন আবেদন করা যাবে। তবে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিতর্কের মীমাংসা না হলে ভবিষ্যতের ভর্তি ও কর্মসংস্থানে প্রভাব পড়তে পারে।

#WBCollegeAdmission2025 #WBCAP #CollegeAdmissionUpdate #WestBengalEducation

Join Group

Telegram