GP Birla Scholarship 2025: জিপি বিড়লা স্কলারশিপ আবেদন শুরু! যোগ্যতা, অনলাইন ফর্ম, লাস্ট ডেট দেখে নিন

Anjan Mahata

Published on:

GP Birla Scholarship Eligibility Application Online Form Fill Up Last Date

অর্থনৈতিক অসুবিধার কারণে যদি তোমার উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যায়, জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন এর তরফ থেকে তোমাদের জন্য স্কলারশিপ এর ঘোষণা করা হয়েছে। সরকারি যেকোনো স্কলারশিপ পাওয়ার পাশাপাশি তুমি এই স্কলারশিপের আবেদন করতে পারবে

আজকে আমরা জি.পি. বিড়লা স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য দেব। অন্যান্য যোগ্যতা থেকে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সম্পূর্ণ গাইডেন্স পাবে। আজকের পোস্টের শেষে অফিসিয়াল ফর্ম এর লিংক দেওয়া থাকবে, তার পাশাপাশি স্কলার্শিপের পোস্টার বিজ্ঞপ্তিও তোমরা ডাউনলোড করে নিও।

GP Birla Scholarship 2025: জি.পি. বিড়লা স্কলারশিপ! পশ্চিমবঙ্গের সেরা প্রাইভেট স্কলারশি

জি পি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ’ প্রতিষ্ঠা করেন শ্রীমতী নির্মলা বিড়লা, প্রখ্যাত শিল্পপতি ও সমাজসেবক শ্রী জি পি বিড়লার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। এর মূল উদ্দেশ্য মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করা। পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক স্তরে দুর্দান্ত ফল করে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে – জি.পি. বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship for Westbengal Students)!

স্কলারশিপ এর নামGP Birla Scholarship
স্কলারশিপের টাইপএনজিও ফাউন্ডেশন স্কলারশিপ
সংস্থার নামজি.পি. বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন
যোগ্যতা2025 সালে উচ্চ মাধ্যমিক পাশ
আর্থিক সাহায্যের পরিমাণসর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং বই কেনার জন্য ৭,০০০ টাকা
আবেদন ফরম ফিলাপঅনলাইন এবং অফলাইন

জি.পি. বিড়লা স্কলারশিপ-এ কি কি সুবিধা দেওয়া হয়?

নির্বাচিত ছাত্রছাত্রীদের পড়াশুনোর সময় টিউশন ফি এবং হোস্টেল ফি (যদি প্রযোজ্য হয়) এর খরচ সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও প্রথম বর্ষে বই কেনার জন্য এককালীন ৭,০০০ টাকা দেওয়া হবে।সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত এই স্কলারশিপ পেতে পারবে।

GP Birla Scholarship Eligibility: কারা আবেদন করতে পারবে?

কারা জি.পি. বিড়লা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে? আবেদনকারীকে পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের বাসিন্দা হতে হবে।

  • অবশ্যই ২০২৫ সালে উচ্চমাধ্যমিক (Class XII) পাস করতে হবে।
  • মার্কসের শর্ত:
    • WBCHSE/JAC বোর্ডে ৮৫% বা তার বেশি
    • CBSE/ISC বোর্ডে ৯০% বা তার বেশি
  • পরিবারের বার্ষিক আয় ₹৩,০০,০০০/--র বেশি হওয়া চলবে না।
    • তবে অত্যন্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে ট্রাস্টি বোর্ডের বিবেচনায় এই সীমা কিছুটা শিথিল হতে পারে।
  • ছাত্র-ছাত্রীকে ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক (Undergraduate) কোর্সে ভর্তি থাকতে হবে।

গুরুত্বপূর্ণ: Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? স্কলারশিপ ও অন্যান্য সুবিধা পেতে দেখে নাও

জি.পি. বিড়লা স্কলারশিপ-এর আবেদন পদ্ধতি (Application Form Fill Up)

স্কলারশিপের অনলাইন এবং অফলাইন দুই রকমই আবেদনের পদ্ধতি রয়েছে –

অফলাইন (Offline Form Fill Up) : অফলাইন আবেদন করার জন্য প্রথমে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে। তারপর ফিলাপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে:

G P Birla Educational Foundation, Calcutta Ice Skating Rink, 78, Syed Amir Ali Avenue, Kolkata – 700019

অনলাইন আবেদন পদ্ধতি (GP Birla Scholarship 2025 Online Application Form Fill Up)

জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.gpbirlaedufoundation.com) মাধ্যমে সম্পূর্ণ যাবতীয় তথ্য জমা এবং কাগজপত্র আপলোড করে আবেদন করতে পারবেন। সরাসরি লিংক নিচে দেওয়া থাকবে!

কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে? (Documents Required)

আবেদন শুরু করার আগে নিচের ডকুমেন্টগুলি স্ক্যান করে নির্ধারিত ফরম্যাট ও সাইজে প্রস্তুত রাখুন:

  1. পাসপোর্ট সাইজ রঙিন ছবি (Scanned Colour Photograph)
    • .jpg ফরম্যাট
    • সর্বোচ্চ 100KB
  2. বার্ষিক পারিবারিক আয় সনদ (Annual Income Proof Certificate)
    • .pdf ফরম্যাট
    • সর্বোচ্চ 1MB
    • চাকুরির ক্ষেত্রে: বাবা/মায়ের Form 16 বা Salary Certificate
    • অন্য ক্ষেত্রে: ইনকাম ট্যাক্স রিটার্ন অথবা B.D.O / কাউন্সিলর / সংশ্লিষ্ট অফিসারের সার্টিফিকেট
  3. উচ্চমাধ্যমিক (Class XII) মার্কশিট (12th Board Marksheet)
    • .pdf ফরম্যাট
    • সর্বোচ্চ 1MB
  4. কলেজ/বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রমাণপত্র (Proof of Admission)
    • .pdf ফরম্যাট
    • সর্বোচ্চ 1MB.

দেখে নাও: BDO Income Certificate: মোবাইলে বিডিও ইনকাম সার্টিফিকেট বের করে ফেলুন, বিনামূল্যে!

“Proof of admission (if admission has been taken) at a university or college in which the applicant shall pursue further studies (.pdf max size 1MB). (If admission is still pending, you may just write preferred course name and do not upload the attachment).”

যদি ভর্তি এখনো না হয়ে থাকে, তাহলে শুধু ইচ্ছা অনুযায়ী কোর্সের নাম লিখতে হবে, কোন ফাইল আপলোড করার প্রয়োজন নেই। Official Application Guide →

আবেদন ফরম ডাউনলোড এবং অনলাইন পোর্টাল

মনে রাখবে যেকোনো একটি পদ্ধতিতেই আবেদন গ্রাহ্য হবে। আপনারা চাইলে সমস্ত কাগজপত্র নিয়ে সর্বোচ্চ অফিসে কেউ জমা করতে পারেন অথবা ডাকযোগে স্পিড পোস্টেও পাঠিয়ে দিতে পারেন। তবে অনলাইনে আবেদন করলে অফলাইনে পাঠানোর কোন প্রয়োজন নেই

অফলাইন Application ফর্ম পিডিএফ ডাউনলোড
(g.p.birla scholarship application form) যারা অফলাইনে অফিসে জমা করতে পারবে
↓ Form PDF
অনলাইন আবেদনের সরাসরি লিংক (সকলের জন্য)Apply Now →

অবশ্যই দেখুন: উচ্চমাধ্যমিক পাশের পর সরকারি ও বেসরকারি স্কলারশিপ তালিকা

গুরুত্বপূর্ণ তারিখ (GP Birla Scholarship Last Date 2025)

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ জুলাই, ২০২৫ [Last date for receipt of application: 15th July, 2025.] তবে চিন্তা করার কারণ নেই পরবর্তীকালে আবেদনের সময় কলেজের ভর্তি অনুযায়ী বাড়ানো হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: নির্বাচিত (shortlisted) প্রার্থীদের ইমেলের মাধ্যমে জানানো হবে ইন্টারভিউ বা পরবর্তী ধাপের বিষয়ে।

সবে মাত্রে স্কলারশিপের ফর্ম ছেড়েছে এবং এর আবেদন চলবে, তাড়াহুড়ো করার কোন দরকার নেই! অবশ্যই অনলাইনে আবেদন করারই পরামর্শ থাকবে, ডকুমেন্ট কাগজপত্র রেডি করো, যারা কলেজে ভর্তি নেবে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে পারো তারপরে আবেদন করবে। পরবর্তী সকল আপডেট এবং স্কলারশিপ পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

Join Group

Telegram