STEM Scholarship: সায়েন্স ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপ! অনলাইনে রেজিস্ট্রেশন করুন

STEM Scholarship for Science Students

উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে পরবর্তী মূলত স্নাতক স্তরে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য Buddy4Study এর তরফ থেকে বিশেষ “STEM” স্কলারশিপে প্রোগ্রামের ঘোষণা করা হয়েছে। বর্তমানে ভারত জুড়ে বিজ্ঞান প্রযুক্তি সহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইচ্ছুক স্নাতক স্তরের পড়ুয়াদের আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ‘স্টেম ইন্টারেস্ট স্কলারশিপ ২০২৪ -২৫‘।

STEM Scholarship for Science Students: স্কলারশিপের বিস্তারিত

প্রথমত শুরুতেই বলে রাখি STEM এর পুরো নাম হল সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স। অর্থাৎ এই চারটি বিষয়ে স্নাতক পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এ আবেদন করতে পারবেন। উচ্চমাধ্যমিক বিজ্ঞান নিয়ে পাশ করার পর. পরবর্তী পাঠরত পড়ুয়াদের আর্থিক সাহায্যের কথা বিবেচনা করে এই স্কলারশিপ এর বিষয় বিস্তারিত আলোচনা করব।

স্কলারশিপ এর নামস্টেম ইন্টারেস্ট স্কলারশিপ ২০২৪-২৫
কারা আবেদন করতে পারবেনউচ্চমাধ্যমিক স্তরে বিজ্ঞান নিয়ে পাশ করা ছাত্রছাত্রীরা
আবেদনের শেষ তারিখ৩০ শে সেপ্টেম্বর ২০২৪

আবেদনকারীর যোগ্যতা (Eligibility)

  1. ইচ্ছুক আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. উচ্চমাধ্যমিক পরবর্তী স্নাতক স্তরে বিজ্ঞান (B.Sc), টেকনোলজি (B.Tech), ইঞ্জিনিয়ারিং (BE) বা ম্যাথমেটিক্স (Math) যে কোন একটি বিষয় পাঠরত হতে হবে।
  3. ইচ্ছুক প্রার্থীকে দশম ও দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৬৫ শতাংশ নাম্বার পেয়ে পাশ করতে হবে।
  4. অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।

অবশ্যই দেখবে: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

  • দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট, সার্টিফিকেট।
  • সর্বভারতীয় বা ন্যাশনাল স্তরের প্রবেশিকা পরীক্ষার স্কোর কার্ড।
  • সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির রশিদ।
  • প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

কিভাবে আবেদন করবেন (Buddy4Study STEM Scholarship Application Process)

আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে Buddy4Study এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে এবং রেজিস্টার্ড আইডি দিয়ে লগইন করতে হবে। এক্ষেত্রে প্রার্থীর যদি রেজিস্ট্রেশন না করা থাকে সেক্ষেত্রে নিজস্ব মোবাইল নাম্বার এবং বৈধ ইমেইল আইডি দিয়ে নাম নথিভূক্তকরণ করতে হবে

  1. এরপরে স্টেম স্কলারশিপ প্রোগ্রাম ২০২৩-২৪ অপশনটি অ্যাপ্লাই নাও করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।
  2. প্রয়োজনীয় সকল প্রকার তথ্যগুলি সাবধানতার সঙ্গে পূরণ করতে হবে এবং সমগ্র এপ্লিকেশনটি আরো একবার চেক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

দেখে নাও: Private Scholarship Portal: প্রাইভেট স্কলারশিপ এখানে সবার আগে আপডেট পাবে

এই স্কলারশিপ এর মাধ্যমে সর্বভারতীয় স্তরে বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিকের সায়েন্স স্টুডেন্টরা তাদের আর্থিক সহায়তা সুনিশ্চিত করে তাদের পেশাদারী লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এর আগেও বিভিন্ন ক্লাসের বিভিন্ন স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য নানা রকম স্কলারশিপ আপডেট আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তী সমস্ত সুবিধা পেতে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram