Food SI Result Date: কবে বেরোবে ফুড সাব ইনস্পেক্টরের ফলাফল? কী জানাল পাবলিক সার্ভিস কমিশন, জেনে নিন বিস্তারিত।

WBPSC Food SI Exam Result Date 2024

WBPSC Food SI Exam Result Date 2024: রাজ‍্যের পাবলিক সার্ভিস কমিশনের অধীনে সম্প্রতি ৪৮০ টি শূন‍্যপদে ফুড সাব ইনস্পেক্টর নিয়োগের পরীক্ষা শেষ হল।রাজ‍্যজুড়ে প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন। কিন্তু ফের পরীক্ষা নিয়ে বিক্ষোভ দেখা যায় পরীক্ষার্থীদের মধ‍্যে। প্রতিটি জেলায় দুদিন ব‍্যাপী মোট ৬ টি ভিন্ন শিফটে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু পরীক্ষার সামগ্রিক ধরন নিয়ে পরীক্ষার্থীরা খুশি নন। কেননা পরীক্ষার্থীদের একাংশ জানিয়েছে সম্প্রতি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। পরীক্ষায় বসতে না বসতেই প্রশ্নপত্র আউট হয় সোশ‍্যাল মিডিয়ায় আর এই নিয়ে কমিশন দফতরে বিক্ষোভ করেন।

   

যদিও পরীক্ষার্থীদের এই প্রশ্ন ফাঁসের জন‍্য কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেনি পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষার্থীদের একাংশ জানান, সঠিক বিচার না পাওয়া অবধি তারা আন্দোলন চালিয়ে যাবেন।সোশ‍্যিল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁসেরও দাবি আসে পরীক্ষার্থীদের তরফ থেকে।তাদের দাবি, বেশ কিছু পরীক্ষার্থী মোবাইল নিয়ে পরীক্ষাহলে প্রবেশ করেছেন। পাশাপাশি সঠিক প্রশ্নের উত্তরপত্র সহ হাজির প্রার্থীরও দেখা মেলে পরীক্ষাহলে।

নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলছে! Kolkata Police Recruitment: কলকাতা পুলিশে 200 টিরও বেশি শূন্যপদে চাকরি, সরাসরি আবেদন করুন!

ফুড SI পরীক্ষার ফলাফলের সম্ভাব্য তারিখ

পরীক্ষার আগেই কী করে নির্দিষ্ট প্রশ্নপত্র ভিত্তিতে উত্তর করে আনতে পারে দাবি পরীক্ষার্থীদের। তবে এর মধ‍্যেই সুখবর এই যে চলতি আবহের মধ‍্যে খুব শীঘ্রই ফুড সাব ইনস্পেক্টরের প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষর দিকেই রেজাল্ট বেরোতে পারে। তবে জানা যাচ্ছে দ্রুত তৎপরতার সঙ্গে ফলাফল প্রকাশে উদ‍্যোগ নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোন অফিসিয়াল নোটিশ পাওয়া যায়নি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। তবে অনুমান করা যাচ্ছে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের মধ‍্যে দ্রুত নিয়োগের কাজ সেরে ফেলতে চাইছে পাবলিক সার্ভিস কমিশন।

পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbpsc.ucanapply.com/

অবশ্যই পড়ুন » WBPSC Food SI Cut Off 2024: ফুড SI পরীক্ষার পাশ নম্বর? Gen/OBC/SC/ST চেক করে দেখে নাও

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram