WBJEE Exam Guidelines 2024: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আগে অবশ্যই অফিসিয়াল গাইডলাইন দেখে নিন!

Westbengal Joint Entrance Exam 2024 Official Guidelines @wbjeeb.nic.in: ফের রাজ্য জুড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই রাজ্য জয়েন্টের পরীক্ষার তারিখ ঘোষনা হয়েছে ২৮শে এপ্রিল ২০২৪, ১৮ই এপ্রিল থেকে পরীক্ষার এডমিট কার্ড অফিসিয়াল সাইটে প্রকাশ হয়ে গেছে। তার সঙ্গে অফিশিয়াল পরীক্ষার নিয়ম কানুন যেগুলো ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার দিনে এবং পরীক্ষা চলাকালীন মানতে হবে তার উপর গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও প্রকাশ করা হয়েছে।

   

পরীক্ষার্থীদের জন্য সহজ ভাষায় সেগুলো আজকে আলোচনা করব। চলতি বছরে পরীক্ষার্থীরা কিন্তু কোনভাবেই এই আপডেটটি মিস করবে না। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই প্রত্যেকটা বিষয় ভালো করে পড়ে নেবেন, এতে পরীক্ষা চলাকালীন কোন সমস্যার মুখে না পড়তে হয়। পোস্টের শেষে অফিশিয়াল ইংরেজি PDF টিও পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা নিজেরা পড়ে নিতে পারেন।

WBJEE Exam Rules: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার গুরুত্বপূর্ণ নিয়মাবলী

যে সকল পরীক্ষার্থী চলতি বছরে জয়েন্ট এনট্রান্স পরীক্ষায় বসতে চলেছেন তারা অবশ্যই বোর্ডের নির্ধারিত এই নিয়ম কানুন গুলির বিষয় জানবেন –

পরীক্ষার আগের নিয়ম কানুন

১. পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষা হলে পৌঁছতে হবে এবং আগে থেকেই নির্ধারিত পরীক্ষা হলের লোকেশন দেখে রাখতে হবে যাতে পরীক্ষার দিন পরীক্ষা হলে পৌঁছাতে কোন সমস্যা না হয়।

২. পরীক্ষা হলে গিয়ে পরীক্ষার থেকে তার এডমিট কার্ডে নির্ধারিত রোল নাম্বারের জন্য বরাদ্দ সিটেই বসতে হবে। নিজের রোল নাম্বার ব্যতীত অন্য কোন সিটে বসলে এক্ষেত্রে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে।

৩. পরীক্ষার্থীকে পরীক্ষা হলে যে সকল জিনিসপত্র নিয়ে যেতে হবে তা হল -এডমিট কার্ডের প্রিন্টআউট, প্রার্থীর এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, প্রার্থীর নিজস্ব পরিচয় প্রমাণ হিসেবে আঁধার বা ভোটার কার্ড।

৪. পরীক্ষা হলে প্রার্থীকে উল্লিখিত জিনিসপত্র ছাড়া অন্য কোন বস্তু নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

৫. প্রার্থী পরীক্ষা হলে কোনরকম লিখিত কাগজ, ক্যালকুলেটর ,লগ টেবিল ,হাত ঘড়ি বা অন্য কোন যোগাযোগকারী বস্তু যেমন মোবাইল ফোন ,ব্লুটুথ ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। কোন পরীক্ষার্থীকে অন্যথায় ধরা পড়লে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হবে এবং পরীক্ষা সম্পূর্ণ হবে বাতিল করা হবে।

বিশেষ আপডেট: পড়ুয়াদের সাইবার ক্রাইম সম্পর্কে রাজ্য সরকারের কোর্স! কিভাবে আবেদন করবেন জেনে নিন।

পরীক্ষা হল-এর মধ্যে পরীক্ষা চলাকালীন নিয়ম কানুন

৬. পরীক্ষার সময় শুরু হওয়ার পর পরীক্ষার্থীকে প্রশ্নপত্র সিল থেকে খুলে OMR শিট বের করে নিতে হবে এবং প্রশ্নপত্রের সঙ্গে OMR শিটের বুকলেট নাম্বার মিলিয়ে নিতে হবে। কোন ক্ষেত্রে প্রশ্নপত্রের সঙ্গে OMR শিটের বুকলেট নাম্বার না মিললে সংশ্লিষ্ট পরীক্ষা হলে দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটর কে জানাতে হবে।

৭. পরীক্ষার প্রশ্নপত্রের ওপরে এবং OMR শিটের উপরে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে এবং OMR শিটের উপরে লেখা নিয়মাবলী পড়ে নিতে হবে।

৮. প্রশ্নপত্রের বুকলেট নাম্বার এবং রোল নাম্বার OMR শিটের উপরে গাড় করে গোলাকৃতি দাগ দিতে হবে । অবশ্যই দাগ দেওয়ার সময় প্রার্থীকে সচেতন থাকতে হবে কেননা OMR শিটের দাগ দেওয়ার সময় কোন ভুল হলে প্রার্থীর পরীক্ষা বাতিল হতে পারে।

৯. OMR sheet এ নিজের নাম BLOCK LETTER নিয়ে লিখতে হবে এবং পরীক্ষার কেন্দ্র এবং নিজের স্বাক্ষর সঠিক জায়গায় করতে হবে। OMR sheet কোন অযাচিত পেনের দাগ যেন না থাকে এক্ষেত্রে উক্ত প্রার্থীর OMR sheet বাতিল বলে গণ্য হতে পারে।

১০. পরীক্ষা হলে পরীক্ষা চলাকালীন সময় attendance sheet তে নিজের নাম, রোল নাম্বার, নিজস্ব ফটোগ্রাফ স্বাক্ষর করার আগে অবশ্যই দেখে নেবে। কোনরকম ভুল ধরা পরলে অবশ্যই সংশ্লিষ্ট পরীক্ষা হলের পরীক্ষাক কে জানাতে হবে।

১১. পরীক্ষা শুরু হওয়ার আগে অবশ্যই প্রশ্নপত্রের বুকলেট ভালো করে দেখে নেবে কোন রকম page mistake বা প্রশ্নপত্র পড়তে সমস্যা হলে অবশ্যই পরীক্ষা হলে invigilator কে বিষয়টি জানাবেন।

১২. পরীক্ষা চলাকালীন সময়ে নীরবতা পালন করবেন। পরীক্ষার সময় কোন অযাচিত কথাবার্তা এবং অবৈধ ব্যবহার বা আচরণ থেকে বিরত থাকবেন। কোন পরীক্ষার্থী কোন অবৈধ কাজকর্ম করতে ধরা পরলে তার পরীক্ষা বাতিল করা হবে।

১৩. পরীক্ষকের সঙ্গে প্রশ্ন সংক্রান্ত কোনো বিষয় আলোচনা করা যাবে না।

১৪. দরকার পড়লে পরীক্ষার্থী প্রশ্নপত্রে শেষে থাকা ফাঁকা পৃষ্ঠায় রাফ করতে পারেন।

১৫. পরীক্ষকের অনুমতি ছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে কোন পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবেন না।

১৬. পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর পরীক্ষক পরীক্ষা হলে থাকা সকল পরীক্ষার্থীর OMR sheet সংগ্রহ করে অনুমতি না দেওয়া অব্দি কোন পরীক্ষার্থী পরীক্ষা হলে বাইরে যেতে পারবেন না।

১৭. পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা তাদের প্রশ্ন পত্রে নিয়ে যেতে পারবেন।

১৮. কোন পরীক্ষার্থী তার নিজস্ব ডকুমেন্টস ব্যতীত অন্য কারোর ডকুমেন্ট দিয়ে পরীক্ষা হলে প্রবেশ করলে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হবে।

Rules of the Examination WBJEE 2024Download PDF
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbjeeb.nic.in/

WBJEE Admit Card 2024: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স অ্যাডমিট কার্ড প্রকাশ, এই লিংক থেকে ডাউনলোড করুন!

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্টাস পরীক্ষার এডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে এবং সেটা আমরা আপডেট দিয়ে জানিয়ে দিয়েছিলাম। পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, কোনো রকম সমস্যা থাকলে আমাদের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করার চেষ্টা করব।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram