WBPSC Food SI Admit Card 2024: ফুড SI অ্যাডমিট কার্ড 2024 ডাউনলোড করে নিন! সরাসরি লিংক থেকে

WBPSC Food Admit Card 2024 Download Direct Link

WBPSC Food SI Admit Card 2024 Download Direct Link @psc.wb.gov.in: ফের সকল ফুড এসআই পরীক্ষার্থীদের জন‍্য গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ সরকারে পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ফুড সাব ইনস্পেক্টর পদের জন‍্য আবেদনকারীদের উদ্দেশ্যে এডমিট কার্ড পাবলিশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন! কিভাবে পরীক্ষার্থীরা লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, তার সঙ্গে পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ‍্য কবে ও কতক্ষন পরীক্ষা হবে? জানতে হলে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

   

পশ্চিমবঙ্গ ফুড এসআই পরীক্ষা: WBPSC Food SI Admit 2024

WBPSC এর সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ ও ১৭ ই মার্চ ২০২৪ এর শনিবার এবং রবিবার অর্থাৎ দুইদিন ধরে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাটি মোট তিনটি সেশনে নেওয়া হবে। প্রথম সেশন – সকাল 09:30 থেকে 11:00 টা পর্যন্ত, দ্বিতীয় সেশন – 12:30 থেকে 02:00 পর্যন্ত এবং তৃতীয় সেশন – বিকাল 03:30 থেকে 05:00 টার মধ‍্যে পরপর দুই দিন পরীক্ষা নেওয়া হবে।

নিয়োগের পদফুড সাব ইনস্পেক্টর (পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন)
মোট শূন‍্যপদ৪৮০ টি
অ‍্যাডমিট কার্ড২ রা মার্চ, ২০২৪ (লিংক নিচে দেওয়া রয়েছে)
পরীক্ষার তারিখ১৬ ও ১৭ ই মার্চ, ২০২৪

WBPSC এর বর্তমান বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীরা ২ রা মার্চ থেকে অ‍্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ ইতিমধ্যেই অ্যাডমিট দিয়ে দেওয়া হয়েছে। ডাউনলোডের জন‍্য প্রার্থীকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং নিজস্ব আইডিতে লগইন করে অ‍্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

WB Food SI Admit Download: কীভাবে অ‍্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

১. প্রথমে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইট https://psc.wb.gov.in প্রবেশ করুন।

২. হোমপেজে অ‍্যাডমিট কার্ড লেখাটি পাবেন, ক্লিক করুন।

৩. এরপর তা রিডাইরেক্ট হয়ে অ‍্যাডমিট ডাউনলোড পোর্টালে যাবে, লিঙ্কটি ক্লিক করুন। আপনাদের সুবিধার জন্য সরাসরি লিংক নিচে দেওয়া থাকবে।

অবশ্যই দেখে রাখুন » WBPSC Food SI পরীক্ষার প্যাটার্নসহ পরীক্ষা বিষয়ে জানুন

৪. কিছু তথ‍্য চাইবে যেমন এনরোলমেন্ট নম্বর, জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন।

৫. অবশেষে আপনার WBPSC এর অ‍্যাডমিট কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে তা ডাউনলোড করে নিন।

ফুড সাব ইনস্পেক্টর পদের জন‍্য আগ্রহী প্রার্থীদের মূলত লিখিত ও ইন্টারভিউয়ের মাধ‍্যমে নির্বাচন করা হবে।

আরো আপডেট » IAS, IPS হওয়ার UPSC সিভিল সার্ভিস পরীক্ষার আবেদন শুরু! কারা যোগ্য? কীভাবে আবেদন দেখে নিন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram