WBJEE 2024 Candidate Must Carry: পরীক্ষার দিন কি কি নিয়ে যেতে পারবে? অবশ্যই দেখে নাও

WBJEE 2024 Candidate Must Carry Offcial wbjeeb.nic.in

WBJEE Exam 2024 Candidate Must Carry with Them: আগামীকাল বাদ পরশু (২৮ এপ্রিল রবিবার) রয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। যেখানে মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরবর্তী ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং. ফার্মাসি এবং বিভিন্ন টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে পারে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্টাস বোর্ডের তরফ থেকে ইতিমধ্যে অফিসিয়াল গাইডলাইন্স, পরীক্ষার হলের নিয়ম সমস্ত কিছু পাবলিশ করা হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে শেষ মুহূর্তে কি কি জিনিস নিয়ে যেতে হবে? কি কি নিয়ে যেতে পারবে না? সেটা নিয়ে একটা বিস্তারিত আপডেট আজকের পোস্টে তুলে ধরছি।

   

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা – The Candidate Must carry WBJEE 2024

  • Admit Card Print Out: মুদ্রিত প্রবেশপত্র এডমিট কার্ড কালার প্রিন্ট আউট করবে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে সঙ্গে নিতে হবে।
  • Govt Photo ID Card: আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড বা স্কুলের আইডি কার্ড (মূল) সঙ্গে রাখতে হবে। এক্ষেত্রে তোমাকে অরজিনাল আইডি কার্ডটি সঙ্গে রাখতে হবে। বিশেষভাবে বলা দরকার যদি আধার কার্ডে অনেক পুরাতন ছবি থাকে যেটা দেখে তোমায় শনাক্ত করা সম্ভব হবে না তাহলে সঙ্গে স্কুলের এডমিট কার্ড টাও নিয়ে যাবে
  • Color Photo: অনলাইন রেজিস্ট্রেশনের সময় আপলোড করা রঙিন ছবির একটি কপি সঙ্গে রাখতে হবে।

পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যাওয়া যাবে না?

  • Pen/Pencile: বাইরে থেকে কোনও কলম আনা যাবে না। পরীক্ষা হলে ওএমআর শিটের সঙ্গেই তোমায় পেন দেওয়া হবে।বোর্ড কর্তৃক প্রদত্ত কালো/নীল রঙের বলপেন ব্যবহার করতে হবে। অন্যথায়, পরীক্ষা বাতিল করা হবে।
  • কোনও লিখিত বা মুদ্রিত সামগ্রী, ক্যালকুলেটর, লগ টেবিল, রিস্টওয়াচ, মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস ইত্যাদি যোগাযোগের যন্ত্র পরীক্ষা কেন্দ্রের ভেতরে নেওয়া যাবে না।

পরীক্ষা চলাকালীন কি কি নিয়ম কানুন মানতে হবে, তার সঙ্গে কিভাবে পরীক্ষা কেন্দ্রের দুটো শিফটে পরীক্ষা হবে তার একটা বিস্তারিত গাইডলাইন্স ওয়েস্ট বেঙ্গল বোর্ড পাবলিশ করেছিল এবং আমরা সহজ বাংলা একটা প্রতিবেদন লিখেছি, সেটার লিংক নিচে দেওয়া হল তোমরা চাইলে পড়ে নিতে পারো –

Official Guidelines দেখে নাও: WBJEE Exam Guidelines 2024: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল গাইডলাইন দেখে নিন!

নির্ধারিত সময়ের পর কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। তোমাদের সাহায্যের জন্য: টোল-ফ্রি হেল্পলাইন নম্বর: 18001234782 (এক্সটেনশন – 2), যে কোন সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে ফোন করবে। শুভকামনা রইল!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram