রাজ্যের সমস্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর! দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জানানো হলো রেজাল্ট প্রকাশের তারিখ। এছাড়াও ক্যাটাগরি আপডেটের সময়সীমা সম্পর্কে জানানো হয়েছে ৩১ শে জুলাই বৃহস্পতিবারের প্রেস কনফারেন্সের মাধ্যমে। কোন তারিখে রেজাল্ট বেরোবে? কিভাবে ক্যাটাগরি আপডেট করতে হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
WBJEE Result Date 2025 Official Update: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট তারিখ
গত ২৭ এ এপ্রিল 2025 তারিখ এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি নেওয়া হয়েছিল। পরীক্ষা নেওয়ার পর বোর্ড প্রস্তুতি নিয়েছিল জুন মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশ করার কিন্তু প্রায় ৩ মাস কেটে গিয়েছিল কিন্তু রেজাল্টের কোন রকম আপডেট মেলেনি বোর্ডের তরফ থেকে। এ বিষয়ে WBJEE Board এর তরফ থেকে জানানো হয়েছে OBC মামলার জন্য রেজাল্ট প্রকাশ স্থগিত রাখা হয়েছিল।
উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে, গত ৩০ শে জুলাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করে ক্যাটাগরি আপডেটের নির্দেশ দেওয়া হয় পরীক্ষার্থীদের, এরপর ৩১ শে জুলাই প্রেস কনফারেন্সের মাধ্যমে ২০২৫ সালের জয়েন্ট এন্টান্স পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করা হয়।
প্রেস কনফারেন্সে অনুযায়ী আগামী ৭ই আগস্ট, ২০২৫ তারিখ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এনট্রান্স পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে।
অবশ্যই দেখবে: WBJEE Rank Card 2024: GMR, PMR, TFW Rank, ইঞ্জিনিয়ারিং ফার্মাসি! সম্পূর্ণ জেনে নাও
ক্যাটাগরি আপডেট প্রক্রিয়া (WBJEE Result 2025 Category Update)
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে একটি লিংক দেওয়া হয়েছে (https://wbjeeb.in/wbjeeb_social_category/), সেই লিংক থেকে ছাত্র-ছাত্রীরা সরাসরি তাদের ক্যাটাগরি আপডেট করতে পারবে। ক্যাটাগরি আপডেট এর সময়সীমা হল ৩১ শে জুলাই 2025 থেকে 2 আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত।
অর্থাৎ ছাত্র-ছাত্রীদের হাতে আর মাত্র দুদিন সময় হয়েছে। প্রেস কনফারেন্সের তথ্য অনুযায়ী এ বিষয়ে ছাত্রছাত্রীদের SMS এও পাঠানো হয়েছে, যাতে তারা শীঘ্রই ক্যাটাগরি আপডেট করে ফেলে।
WBJEE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট | https://wbjeeb.in/ |
ক্যাটাগরি আপডেট করার লিংক (https://wbjeeb.in/wbjeeb_social_category/) | Direct Link → |
ক্যাটাগরি আপডেট সংক্রান্ত অফিসিয়াল নোটিশ (Important Notice for Social Category Details of WBJEE-2025) | Download PDF |
অবশ্যই দেখুন: WBJEE Govt Engineeering College University: রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়! Branch তালিকা সহ
রেজাল্ট প্রকাশের পর কাউন্সিলিং ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে Time to Time আপডেট পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ফলো করুন। সমস্ত WBJEE পরীক্ষার্থীদের তাদের রেজাল্টের জন্য আগাম শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »