HS Subject Set Science, Arts, Commerce: উচ্চ মাধ্যমিক সেমিস্টার সাবজেক্ট লিস্ট! কারা কোনটা নিতে পারবে?

HS Subject Set Science, Arts, Commerce WBCHSE 2024

উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যক্রম ৫টি প্রধান বিষয় এবং ১টি 4th সাবজেক্ট ছিল, ছাত্রছাত্রীদের দুটি ভাষা সাবজেক্ট (বাংলা ও ইংরেজি ইত্যাদি) Compalsary দেওয়া হতো এবং এর সঙ্গে ছাত্রছাত্রীরা আরও ৩টি বিষয় নির্বাচন করতে পারত এছাড়াও ছাত্রছাত্রীরা আরও একটি ফোর্থ সাবজেক্ট হিসেবে বিষয় নির্বাচন করতে পারতো, ফোর্থ সাবজেক্ট বিষয়টি optional ছিল ছাত্র-ছাত্রীরা চাইলে এই বিষয়টি রাখতেও পারে আবার না রাখতেও পারে।

   

HS Subject Combination Science, Arts, Commerce: উচ্চ মাধ্যমিক সেমিস্টার সাবজেক্ট লিস্ট 2024

ঠিক আগের মতোই সেমিস্টার সিস্টেমে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক স্তরে পাঠক্রম নির্বাচন করতে পারবে, অর্থাৎ বিদ্যালয় থেকে দুটি ভাষা সাবজেক্ট কম্পালসারি বিষয় হিসেবে দেওয়া হবে এবং ছাত্র-ছাত্রীরা আরোও ৩টি বিষয় নির্বাচন করতে পারবে ও এর সঙ্গে আরেকটি ফোর্থ সাবজেক্ট বিষয় রাখতে পারবে।

২টি ভাষা সাবজেক্টছাত্র-ছাত্রীদের বিদ্যালয় থেকে দুটি ভাষা সাবজেক্ট দেওয়া হবে। (১) প্রথম ভাষা ও (২) দ্বিতীয় ভাষা। প্রথম ভাষা বলতে আমরা বাংলাকে বুঝে থাকি এবং তৃতীয় ভাষা বলতে আমরা ইংরেজিতে বুঝে থাকি।
৩টি নির্বাচিত বিষয়ছাত্র-ছাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী ৩টি বিষয় নির্বাচন করতে পারবে।
4th সাবজেক্টএটি একটি optional সাবজেক্ট ছাত্র-ছাত্রীরা চাইলে এই বিষয়টি রাখতেও পারে আবার না রাখতেও পারে। এই বিষয়টিও ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী মত নির্বাচন করতে পারবে।

বিস্তারিত: ফোর্থ সাবজেক্ট কি? একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আগে অবশ্যই জেনে নাও

SET Choice List of Subjects in Language Group (ভাষা বিভাগ)

First LanguageSecond Language
English (ENGA)Bengali (BNGB) or Hindi (HINB) or Alternative English (ALTE) or Nepali (NEPB)
Bengali (BNGA) or Hindi (HINA) or Nepali (NEPA) or Urdu (URDU) or Santhali (SANT) or  Odia (ODIA) or Telegu (TELG) or Gujarati (GJRT) or Punjabi (PNJB)English (ENGB)

উচ্চ মাধ্যমিক নতুন সিলেবাস: HS Semester System New Syllabus (All Subjects) Download

মেন সাবজেক্ট এবং ফোর্থ সাবজেক্ট (4th Subject)

৩টে বিষয় নির্বাচনের ক্ষেত্রে ও ফোর্থ সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে সংসদের তরফ থেকে একটি নিয়ম জারি করা হয়েছে। এক্ষেত্রে সংসদের তরফ থেকে ৩টি সেট প্রকাশ করা হয়েছে, ছাত্র-ছাত্রীদের যেকোনো একটি সেট থেকে ৩টি বিষয় নির্বাচন করতে হবে এবং সেই সেট থেকেই ফোর্থ সাবজেক্টটিও নির্বাচন করতে হবে।

তিনটি সেট মূলত সাইন্স, আর্টস ও কমার্স এভাবে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ একটি সেটের মধ্যে সাইন্সের বিষয় রয়েছে, অপর সেটের মধ্যে আর্টসের বিষয়ে রয়েছে এবং আরেকটি সেটের মধ্যে কমার্সের বিষয়গুলি রয়েছে।

সম্পূর্ণ দেখুন (HS Semester System): উচ্চ মাধ্যমিক সেমিস্টারের সমস্ত খুঁটিনাটি আপডেট এবং নিয়ম কানুন 2024

তো প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীরা, আশা করি সাবজেক্ট নির্বাচনের সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছ! বাংলা ইংরেজি পাশাপাশি কোন বিষয়টা বেছে নিলে, কোন বিষয়টা তোমাদের ভালো লাগে, এবং সেটা নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে পারবে। পরবর্তী সমস্ত ধরনের আপডেট এবং গাইড আমরা তোমাদের করতে থাকবো!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram