College Admission: কবে শুরু হবে কলেজের ক্লাস? উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের আগেই জানিয়ে দিল UGC

College admission notice by ugc

UGC Guideline Regarding College Admission: আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই নিয়ম কানুন মেনে কলেজে ক্লাস শুরু হবে, আর সমগ্র দেশজুড়ে সকল কলেজগুলোতেই নির্দেশিকা দিল ইউজিসি। করোনা কালীন সময়ে কলেজে ক্লাসের সময় তালিকা নিয়ে বেশ পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে পরীক্ষার তারিখেও। আর বর্তমানে যেহেতু করোনার মহামারী কেটে গেছে সেক্ষেত্রে ১৮ই এপ্রিল ইউজিসি এর তরফ থেকে নির্দেশিকা জারি করে সমস্ত কলেজকে প্রতি শীঘ্রই ক্লাস শুরু করার বিজ্ঞপ্তি দেয় ।

   

বিশ্ববিদ্যালয় কর্তৃক একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা

যাতে সকল কলেজগুলিতে সময়মতো ক্লাস শুরু হয় এ কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগেভাগেই একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা নির্দেশ দিল ইউজিসি। অর্থাৎ কোন ক্লাস কবে শুরু হবে, ক্লাসের সময়সীমা এবং পরবর্তী সেমিস্টারের ক্লাস কবে থেকে শুরু হবে সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয় গুলিকে, যাতে বিশ্ববিদ্যালয়গুলির অধীনস্থ কলেজ গুলি সেই সময় তালিকা মেনে এগোতে পারে।

মিস করবেন না! বাংলার কলেজগুলিতে চালু হচ্ছে ‘ইন্টার্নশিপ’ প্রোগ্রাম, পড়ুয়াদের চাকরি নিয়ে থাকবে না আর চিন্তা!

উল্লেখ্য আগামী জুন মাসের মধ্যেই কলেজের বিভিন্ন স্তরের পরীক্ষা গুলি ফলাফল ঘোষণা করতে হবে বিশ্ববিদ্যালয়কে। অর্থাৎ যারা ইতিমধ্যে কলেজে পড়াশোনা করছেন এবং বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল গুলিকে অবিলম্বে জুন মাসের মধ্যেই প্রকাশ করতে হবে। করোনা মহামারীর ধাক্কা পেরিয়ে যাতে পুরনো ছন্দে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি ফিরে আসতে পারে সেই কারণেই ইউজিসির এই নির্দেশিকা।

কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল

ইউজিসি বেধে দেওয়া সময়ের সীমাতে পশ্চিমবঙ্গের কোন শিক্ষার্থীর সমস্যা হওয়ার কথা না। কেননা খুব সম্ভবত এপ্রিল মাসের শেষের দিকেই উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতে পারে বা খুব জোর মে মাসের প্রথম সপ্তাহে। তাহলেও কলেজের জন্য অনলাইনে আবেদন পত্র পূরণ করে, মেধা তালিকা প্রকাশ করতে এবং পড়ুয়া ভর্তি নিতে পাক্কা তিন মাস সময় হাতে থাকছে। আর তারপরেই শুরু হবে কলেজের পঠন পাঠন।

কলেজ সংক্রান্ত সমস্ত আপডেট পেতে ইউজিসি এর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন » https://www.ugc.gov.in/

অবশ্যই পড়ুন » College Subjects List: কলেজে কতগুলো বিষয় থাকে? কলেজে ভর্তি হওয়ার আগে অবশ্যই জেনে নাও

এছাড়াও তোমরা যারা উচ্চমাধ্যমিকের পর জেনারেল কলেজ বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা অন্যান্য কলেজে ভর্তি হতে চাও, তাহলে সেই সকল কলেজে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সম্পূর্ণ আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram