NMC 2024: দেশের মেডিকেল কলেজগুলিতে বাড়ানো হলো আসনসংখ্যা! নতুন বিজ্ঞপ্তি প্রকাশ জাতীয় মেডিকেল কমিশনের।

The number of seats increased in the medical colleges

The number of seats increased in the medical colleges: দেশ জুড়ে সকল মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য দারুন সুখবর। চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন মেডিকেল কলেজ গুলিতে স্নাতক এর পাশাপাশি স্নাতক কোর্সেরও আবেদন প্রক্রিয়া শুরু করেছে জাতীয় মেডিকেল কমিশন। অর্থাৎ সকল ইচ্ছুক মেডিকেল পড়ুয়া মেডিকেল কলেজগুলোতে স্নাতক বিভাগে পড়ার পাশাপাশি স্নাতকোত্তর বিভাগে ও পড়তে পারবেন ।

   

আর এই দফায় বিভিন্ন মেডিকেল কলেজগুলি থেকে আবেদন পত্র জমা হয়েছে। আর সম্প্রতি অর্থাৎ সোমবারে আরো মোট ৬৮ টি মেডিকেল কলেজের অনুমোদন জারি করেছে NMC (National Madical commission) বা জাতীয় মেডিকেল কমিশন। ইতিমধ্যে তা NMCএর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

অবশ্যই পড়ুন » Bootstrap Program: বিজ্ঞান ও কম্পিউটারের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে কর্মশালার উদ্যোগ, উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের!

মোট মেডিকেল কলেজের সংখ্যা

আর সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে , এর আগে ১৬০৮ টি মেডিকেল কলেজে এমবিবিএস পরবর্তী কোর্স এমডি বা স্নাতকোত্তর কোর্স করানো হতো। আর সীমিত সংখ্যক মেডিকেল কলেজে সীমিত সংখ্যক সিট থাকায় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের যেমন অপথ্যালমোলজি, রেস্পিরেটারি মেডিসিন, ফিজ়িক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন বেশ অভাব ছিল। বিভিন্ন বিশেষজ্ঞ বিষয়গুলিতে চিকিৎসকদের সংখ্যা বাড়াতেই জাতীয় মেডিকেল কমিশনের তরফ থেকে এই নয়া সিদ্ধান্ত। অবশ্য কেন্দ্রের মেডিকেল অ্যাসেসমেন্ট বোর্ডের তরফ থেকে অবশ্যই আবেদনপত্র গুলি খতিয়ে দেখা হবে।

রাজ্য জুড়ে আবেদনকারী বিভিন্ন মেডিকেল কলেজগুলির এসেনশিয়ালিটি সার্টিফিকেট (ইসি), কনসেন্ট অফ অ্যাফিলিয়েশন (সিওএ) ইত্যাদি বিষয়গুলি অবশ্যই খতিয়ে দেখা হবে। আবেদনপত্র গুলি খতিয়ে দেখার পর অনুমোদন হলে সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলিকে ইমেইল মারফত জানিয়ে দেওয়া হবে।

জাতীয় মেডিকেল কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট » https://www.nmc.org.in/

অবশ্যই পড়ুন » পড়ুয়াদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করতে রাজ্য সরকারের “সাইবারের সহজপাঠ” কোর্স! কিভাবে আবেদন করবেন জেনেনিন।

যে সকল ছাত্রছাত্রীরা ভবিষ্যতে বড় ডাক্তার হতে চাও তাদের জন্য অত্যন্ত সুখবর। যেহেতু আগে কলেজের সংখ্যা কম ছিল তাই সেক্ষেত্রে স্টুডেন্ট সিট সংখ্যা কম ছিল কিন্তু এখন কলেজের সংখ্যা বাড়ানো হয়েছে তাই বেশি সিট সংখ্যা হয়েছে তাই এক্ষেত্রে পড়াশোনা সুযোগের পরিমাণ বৃদ্ধি পাবে। আজকের এই প্রতিবেদনটি অবশ্যই নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই বিষয়টি জানতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram