পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা ক্ষেত্রে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী পড়ুয়াদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বৃত্তি প্রকল্প হল Swami Vivekananda Merit-cum-Means Scholarship (SVMCM)। উচ্চশিক্ষা লাভে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ ভরসার জায়গা।
তবে দীর্ঘদিন ধরে এই স্কলারশিপের টাকা সঠিক সময়ে পাচ্ছিল না আগের শিক্ষা বর্ষের আবেদন করা ছাত্রছাত্রীরা! ফলে মেধাবী পড়ুয়াদের অনেকেই চিন্তার মধ্যে ছিলেন। তবে এবার একটু স্বস্তির খবর – ফান্ড সংক্রান্ত কিছু আভাস এবং নোটিশ দিয়েছে বিকাশ ভবন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড প্রসেসিং শুরু! শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নোটিশ
আজ বিকাশ ভবন (Bikash Bhavan) থেকে প্রকাশিত সর্বশেষ নোটিশ অনুযায়ী, স্কলারশিপ ফান্ড প্রসেস (Fund Processing) শুরু করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের (HOI – Head of Institution) নির্দিষ্ট নিয়মে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে আবেদনকারীরা শীঘ্রই তাদের স্কলারশিপের টাকা (Scholarship Fund) পেতে চলেছেন।
SVMCM New Notice: নোটিশের মূল বিষয়বস্তু: কী বলা হয়েছে?
Attention to all Head of the Institutions: Each HOI is requested to send the Excel Sheet (intermittently-7 days inetrval), comprising of the SVMCMS applicants details(to be verified from HOI's login report part) along with HOI declaration. Scholarship fund will be processed accordingly.
নোটিশে স্পষ্ট জানানো হয়েছে যে:
- প্রতিটি HOI (Head of Institution) অর্থাৎ স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক বা শিক্ষিকা এবং কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ-কে ৭ দিন অন্তর (Every 7 days interval) একটি Excel Sheet পাঠাতে হবে।
- Excel Sheet-এ থাকবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের SVMCM আবেদনপত্রের (Applicants Details) তথ্য।
- তথ্যগুলো অবশ্যই HOI এর Login Report Section থেকে যাচাই করে পাঠাতে হবে।
- HOI-কে একটি Declaration (ঘোষণা) দিতে হবে যাতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হবে।
- এরপরেই স্কলারশিপের টাকা প্রসেস হয়ে ছাত্রছাত্রীদের একাউন্টে পৌঁছে যাবে।
এই নির্দেশ জারি করার মূল কারণ হলো, যারা ইতিমধ্যেই SVMCM Scholarship-এর জন্য আবেদন করেছেন, আবেদন এখনো মঞ্জুর হয়ে রয়েছে বা মঞ্জুর হয়ে থাকলেও টাকা পাচ্ছে না – তাদের ফান্ড শীঘ্রই প্রসেস হবে।
গুরুত্বপূর্ণ আপডেট: SVMCM Aadhar Verification: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আধার কার্ড ভেরিফিকেশন! নতুন আপডেট দেখুন
কতদিন নাগাদ টাকা ঢুকতে পার?
নোটিশ অনুযায়ী কাজ সম্পূর্ণ হলে আর দেরি হবে না। ব্যাংক একাউন্টের তথ্য, এবং আধার লিংক সঠিক থাকলে টাকা (Scholarship Amount) সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক একাউন্টে (Direct Bank Transfer) জমা হবে। সংশ্লিষ্ট স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় কতটা তৎপরতার সাথে ছাত্রছাত্রীদের নাম উচ্চশিক্ষা দপ্তরে পাঠায় – সেই অনুযায়ী ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের টাকা ঢুকবে।
অবশ্যই দেখবেন: SVMCM Bank Account: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ব্যাংক একাউন্ট! Fresh/Renewal টাকা পেতে অবশ্যই দেখে নাও
বিবরণ | লিংক বা তথ্য |
---|---|
SVMCM Scholarship: বিকাশ ভবনের অফিশিয়াল ওয়েবসাইট ও নোটিশ চেক » | svmcm.wb.gov.in |
আজকের বিকাশ ভবনের উচ্চশিক্ষা দপ্তরের নোটিশে স্পষ্ট হয়ে গেল যে, Swami Vivekananda Merit-cum-Means Scholarship (SVMCM)-এর টাকা দেওয়ার প্রক্রিয়া আর দেরি নয়, দ্রুত শুরু হতে চলেছে। সঠিক তথ্য যাচাইয়ের উপর ভিত্তি করেই ছাত্রছাত্রীরা তাদের স্কলারশিপ ফান্ড (Scholarship Fund) পেতে চলেছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »