Madhyamik Textbook QR Code: পাঠ্য বইয়ের QR স্ক্যান করলে টিউটোরিয়াল ভিডিও! অভিনব উদ্যোগ পর্ষদের

Madhyamik Textbook QR Code Tutorial Video WBBSE

এডুকেশন নিউজ ডেস্ক, WBBSE Madhyamik Pariksha Textbook QR Code 2024: ছাত্র-ছাত্রীদের জন্য এবার অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি রাজ্যের স্টুডেন্ট সপ্তাহ পালন হয়েছে এবং সেখানে ছাত্রছাত্রীদের নতুন বছরের বই দেওয়া সম্পন্ন হয়েছে। কিন্তু এখানে নতুনত্ব বিষয় হলো মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের প্রতিটি বইয়ে বিশেষ অধ্যায়ের শুরুতে বা কখনো অধ্যায়ের মাঝে একটি করে কিউআর কোড ইন্সটল করা হয়েছে

   

যেখান থেকে ছাত্রছাত্রীরা সেই বিষয়ের সেই অধ্যায়ের ওপর বিশেষ টিউটোরিয়াল ভিডিও সঙ্গে সঙ্গে স্ক্যান করে দেখে নিতে পারবে – কিভাবে ছাত্র-ছাত্রীরা এর সুবিধা পাবে তার সঙ্গে অভিভাবক মহলে কি প্রতিক্রিয়া জানুন আজকের প্রতিবেদনে!

অভিনব উদ্যোগে মাধ্যমিক পাঠ্য বইয়ে QR কোডের চালু

লকডাউনের সময় অনলাইনে ক্লাস থেকে বিনামূল্যে টেস্ট পেপার বিতরণ মাধ্যমিক পর্ষদ ছাত্রছাত্রীদের জন্য সব সময় সুযোগ সুবিধা করে দিয়েছে। এরপর ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধানে আরো এক নতুন উপায় আনা হলো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে।

ইন্টারনেটের সুবিধা সকলেরই রয়েছে, ছাত্রছাত্রীরা তাদের স্মার্টফোন নিয়ে এসে কি কোড স্ক্যান করলেই তাদের সামনে তৈরি টিউটোরিয়াল ভিডিও বা অংকের ক্ষেত্রে সমাধানের ভিডিও, কিম্বা বাংলার ক্ষেত্রে কোন কবিতা বা গল্পের আলোচনা ভিডিও সবকিছুই একদম আঙুলের স্পর্শে এনে দিয়েছে পর্ষদ।

অবশ্যই জেনে রাখুন » Saraswati Puja 2024: মাধ‍্যমিক আর উচ্চমাধ‍্যমিক পরীক্ষার মধ‍্যে সরস্বতী পূজা! জেনে নিন কি আপডেট?

অভিভাবক মহলে কি প্রতিক্রিয়া?

অনেক অভিভাবকই পর্ষদের এরকম উদ্যোগের প্রশংসা করছেন! অভিভাবকদের দাবি, এই ধরনের উদ্যোগ সত্যি ছাত্র-ছাত্রীদের সুবিধা করবে। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পড়ানোর পর বাড়িতে এসে ছাত্র ছাত্রীদের কোন জায়গায় সমস্যা হলে তারা সঙ্গে সঙ্গে ভিডিও দেখে বুঝে নিতে পারবে।

কিভাবে সমস্ত কিছু কিউআর কোড এবং টিউটোরিয়াল ভিডিও কাজ করছে তার ওপর একটি ভিডিওর লিংক নিচে দেওয়া হল আপনারা সেটা দেখে নিতে পারেন।

মিস করবেন না! Madhyamik Book List: মাধ্যমিকের সেরা পাঠ্যবই এবং সহায়িকার নাম, এই বইগুলো পড়লে অবশ্যই ভালো নাম্বার পাবে

অনেক ক্ষেত্রে কিউ আর কোড কাজ করছে না বলে দাবি অনেকের, যদিও সে কোড গুলি ভিডিও খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করবে বলে WBBSE পর্ষদ উদ্যোগ নিচ্ছে। অবশেষে এটাই বলা যায়, এই ধরনের অভিনব উদ্যোগ সত্যি ছাত্রছাত্রীদের সুবিধা দেবে এবং ভবিষ্যতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনাকে আরো সহজতর, আকর্ষক এবং মজাদার করা সম্ভবপর হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram