বিশ্ববীনা স্কলারশিপ ২০২৩, ছাত্র-ছাত্রীরা পাবে ১৫০০০ টাকা! কীভাবে আবেদন জেনে নিন

Biswabina Foundation Scholarship 2023 Application Form Fill Eligibility Last Date Official Website

দিনে দিনে যুগ যত এগিয়ে চলছে শিক্ষাব্যবস্থাও ক্রমশ প্রসারিত হয়ে চলেছে। গত কয়েক বছরে রাজ্য তথা দেশের শিক্ষাব্যবস্থার যথেষ্ট উন্নতিও ঘটেছে। কিন্ত তবুও সমাজের নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা টাকা পয়সার অভাবে সেই মতো পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারেনা। এই জন্য প্রতিবছর বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।

   

মেধাবী তথা দরিদ্র শিক্ষার্থীদের অর্থনৈতিক আর্থিক সাহায্য প্রদানের জন্য, বিশ্ববীনা ফাউন্ডেশন (Biswabina Foundation) নামক একটি সামাজিক সংস্থা ছাত্রছাত্রীদের স্কলারশিপ ঘোষণা করেছে। ইতিমধ্যেই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে

এই স্কলারশিপে কত টাকা আর্থিক সাহায্য পাওয়া যায়, আবেদনের যোগ্যতা কি লাগে, আবেদন কিভাবে করতে হয় ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য – তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।

তাই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। পোস্টের শেষেই আবেদনপত্র ফর্ম পিডিএফ (Application Form) দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন! তাহলে আর বেশি দেরি না করে একে একে দেখে নেওয়া যাক!

বিশ্ববীনা ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩ (Biswabina Foundation Scholarship)

সমাজের নিম্নবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য এই বিশ্ববিনা স্কলারশিপ, বিশ্ববীনা ফাউন্ডেশন দ্বারা পরিচালনা করা হয়। গরিব শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী ও তাদের উৎসাহ বাড়ানোর জন্য উদ্যোগটি নেওয়া হয়েছে।

এটি একটি বেসরকারি স্কলারশিপ, তাই অন্যান্য সরকারি স্কলারশিপে আবেদনের সঙ্গেই আপনারা আবেদন করতে পারবেন!

মূলত উচ্চ মাধ্যমিক পাশের পর স্নাতক কোর্সে ভর্তি হলে শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। সরাসরি মেধার ভিত্তিতে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি, থাকা খাওয়ার খরচ, বইপত্র সহ আরও অন্যান্য খরচ দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপে।

বিশ্ববীনা স্কলারশিপের জন্য তথ্য সারণি

স্কলারশিপের নামবিশ্ববীনা ফাউন্ডেশন স্কলারশিপ
স্কলারশিপের ধরনপ্রাইভেট স্কলারশিপ
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ৩০শে আগস্ট, ২০২৩
যোগ্যতাউচ্চমাধ্যমিক পাশ
স্কলারশিপের পরিমাণ১৫০০০ টাকা পর্যন্ত
আবেদন মাধ্যমঅফলাইন ফর্ম ফিলাপ

বিশ্ববীনা স্কলারশিপে আবেদনের যোগ্যতা

এবারে আসি এই স্কলারশিপে আবেদন জন্য প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে।

  • আবেদনকারী শিক্ষার্থীকে যেকোনো সরকারি বোর্ডের অন্তর্গত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে
  • একটি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে পূর্ণ সময়ের জন্য স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে পাঠরত অবস্থায় থাকতে হবে।
  • আবেদনকারী শিক্ষার্থীদের পূর্ববর্তী পরীক্ষায় নূন্যতম ৮০% নম্বর পেয়ে থাকতে হবে।
  • এছাড়াও এই স্কলারশিপ পেতে হলে শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আরও পড়ুন » কেন্দ্র সরকারের ন্যাশনাল স্কলারশিপ! ছাত্রছাত্রীরা পাবে ৫০০০০ টাকা, আবেদন পদ্ধতি জানুন

বিশ্ববীনা স্কলারশিপে আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীদের এই বিশ্ববীনা স্কলারশিপের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

সকলের সুবিধার জন্য প্রতিবেদনের শেষে স্কলারশিপ আবেদনের ফর্মের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।

এরপরে আবেদন ফর্মটি শিক্ষার্থীকে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে ভালো করে পূরণ করতে হবে।

আবেদনফর্মের সঙ্গে নিজের বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ আরও অন্যান্য ডকুমেন্টস জেরক্স করে যোগ করতে হবে।

স্কলারশিপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিটের জেরক্স কপি
  2. আধার কার্ডের জেরক্স কপি
  3. পারিবারিক আয়ের প্রমাণপত্র (ইনকাম সার্টিফিকেট)
  4. চলতি শিক্ষাবর্ষের স্কুল/কলেজ ফি রসিদের জেরক্স
  5. আপডেট করা ব্যাংকের পাশ বইয়ের কপি

সবশেষে পূরণ করা আবেদনফর্মটি নিচে উল্লেখিত সংস্থার ঠিকানায় স্পিড পোস্টের (Speed Post) মাধ্যমে বা নিজে গিয়ে জমা করতে হবে।

** শুরু হল নবান্ন স্কলারশিপের আবেদন, এবার আবেদন প্রক্রিয়ায় বদল (Online Apply)!!

আবেদনপত্র স্পিড পোস্ট জমা ঠিকানা

Biswabina Foundation (A Public Charitable Trust)
M/9, Bidhannagar, P.O.-Midnapore
District- Paschim Medinipur, Pin- 721101

স্কলারশিপ নিয়ে আরো বিস্তারিত জানতে আপনারা অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট (biswabinafoundation.in) ভিজিট করতে পারেন যেখানে আমরা সমস্ত তথ্য পেয়ে যাবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram