সকল ছাত্র-ছাত্রীদের জন্য আবারও একটি স্কলারশিপে দুর্দান্ত আপডেট। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকে সকল স্কুল পড়ুয়া, কলেজ এবং স্নাতকোত্তর পাঠরত ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের বিশেষ সুযোগ। কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে আর আবেদনের শেষ তারিখ জানতে হলে প্রতিবেদনটি শেষ অবধি পড়বেন।
SBI Platinum Jubilee Asha Scholarship 2025-26: স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারত সরকার অধিকৃত একটি সরকারি ব্যাঙ্ক। অভিনব উদ্যেগ State bank of India (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)-এর অধীনে থাকা SBI Foundation পাঠরত পড়ুয়াদের ১০,০০০ টাকা ৫০০০০ টাকা অবধি স্কলারশিপের সুযোগ দিচ্ছে। কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে আর আবেদনের শেষ তারিখ জানতে হলে প্রতিবেদনটি শেষ অবধি পড়বেন।
- আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে আসা মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে সাহায্য করা।
- স্কুল, কলেজ থেকে শুরু করে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, IIT, IIM এমনকি বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও আর্থিক সহায়তা দেওয়া।
- শিক্ষাক্ষেত্রে সমতা (Inclusivity) বজায় রাখতে বিশেষভাবে মেয়েদের ও SC/ST সম্প্রদায়ের জন্য ৫০% রিজার্ভেশন।
বিষয় | বিবরণ |
---|---|
স্কলারশিপের নাম | SBI Platinum Jubilee Asha Scholarship 2025-26 |
আয়োজক সংস্থা | SBI Foundation |
যোগ্যতা | ন্যূনতম 75% নম্বর/7 CGPA (SC/ST – 67.5%/6.3 CGPA) |
আয় সীমা | স্কুল স্তরে ₹3 লক্ষ, অন্যান্য স্তরে ₹6 লক্ষ |
প্রযোজ্য শ্রেণি | স্কুল (IX–XII), UG, PG, Medical, IIT, IIM, Overseas |
বৃত্তির পরিমাণ | ₹15,000 থেকে ₹20 লক্ষ |
আবেদন শুরু | 19 সেপ্টেম্বর 2025 |
শেষ তারিখ | 15 নভেম্বর 2025 |
আবেদন চলছে: HDFC Bank Parivartan Scholarship: এইচডিএফসি দিচ্ছে ১৫,০০০ টাকা স্কলারশিপ! দেখে নিন
Amount of Scholarship: স্কলারশিপের বৃত্তির পরিমাণ
কোর্স এবং ক্যাটাগরি | স্কলারশিপ পরিমাণ |
---|---|
School Students: স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য (9-12) | ১৫,০০০ টাকা (INR 15,000) |
Undergraduate Students: গ্রাজুয়েশন স্তরে ছাত্র-ছাত্রীদের জন্য (সকল জেনারেল এবং প্রফেশনাল ডিগ্রী কোর্স) | ৭৫,০০০ টাকা (INR 75,000) |
Postgraduate Students: পোস্ট গ্রাজুয়েশন স্তরে ছাত্র-ছাত্রীদের জন্য | ২.৫ লক্ষ টাকা পর্যন্ত (INR 2,50,000) |
Medical Students: মেডিকেল ছাত্র ছাত্রীদের জন্য | ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত (INR 4,50,000) |
IIT Students: আইআইটি পাঠরতদের জন্য | ২ লক্ষ টাকা পর্যন্ত (INR 2,00,000) |
IIM Students: আই.আই.এম পাঠরতদের জন্য | ৫ লক্ষ টাকা পর্যন্ত (INR 5,00,000) |
SBI Scholarship Eligibility 2025: আবেদনের জন্য যোগ্যতা
- ইচ্ছুক আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
- পূর্ববর্তী শিক্ষাবর্ষে 75% নম্বর বা 7 CGPA থাকতে হবে।
- ৫০ শতাংশ আসন আবশ্যিকভাবে মহিলা প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে।
- পরিবারিক বার্ষিক আয় – স্কুল স্তরে সর্বোচ্চ ₹3,00,000 এবং অন্যান্য স্তরে সর্বোচ্চ ₹6,00,000 এর মধ্যে হতে হবে।
অবশ্যই দেখবে: Govt Scholarship: মাধ্যমিক/HS কত নম্বরে কোন সরকারি স্কলারশিপ? কত টাকা পাওয়া যাবে? দেখে নিন
অনলাইনে আবেদন করার পদ্ধতি (SBIF Asha Scholarship Apply Online)
সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি SBI Foundation-এর উদ্যোগে অফিসিয়াল ওয়েবসাইট এবং Buddy4Study পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ হবে। আবেদন করার জন্য লিংক আপনাদের সুবিধার জন্য নিচে দেওয়া থাকবে।

প্রথম ধাপ: রেজিস্টার আইডি দিয়ে লগইন করুন ও অনলাইন আবেদনপত্রের পেজটি খুলুন। আর যদি অ্যাকাউন্ট রেজিস্টার করা না থাকে ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্টার করুন।
দ্বিতীয় ধাপ: এরপর ‘Apply Now‘এ ক্লিক করে আবেদন শুরু করুন। অনলাইন অ্যাপ্লিকেশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরন করুন। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ‘সাবমিট’ বোতামে ক্লিক করুন।
Documents Required for Application: কি কি ডকুমেন্টস লাগবে?
নিম্নলিখিত ডকুমেন্ট গুলি অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশন এর সময়ও এগুলো লাগবে।
- Marksheet: সর্বশেষ শিক্ষাবর্ষের মার্কশিট (Class 10/12/UG/PG অনুযায়ী)
- Aadhaar Card (Identity Proof): প্রার্থী জাতীয়তার প্রমাণস্বরূপ নিজস্ব আধার কার্ড।
- Bank Account: ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, SBI-এর অ্যাকাউন্ট হতে হবে, , যদি না খোলা থাকে খুলে নিতে হবে।
- বর্তমান শিক্ষাবর্ষের ফি রসিদ / ফ্রি স্কুল হলে এর বিকল্প প্রমাণ।
- আয় প্রমাণপত্র (Income Certificate/Salary Slip/Form 16A)।
- ভর্তি প্রমাণপত্র (Admission Letter/Bonafide Certificate/ID Card)
- আবেদনকারীর সাম্প্রতিক ছবি (Photo)
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
SBI Asha Scholarship Official Website, Apply Link & Last Date
বিবরণ | লিংক |
---|---|
SBI Platinum Jubilee Asha Scholarship: অফিসিয়াল ওয়েবসাইট | sbiashascholarship.co.in |
আবেদনের শেষ তারিখ | 15 নভেম্বর 2025 |
আবেদনের সরাসরি লিংক | |
School Students: স্কুল (Class 9-12) | Apply Here → |
UG College Students | Apply Here → |
PG University Students | Apply Here → |
Scholarship Queries: ইমেইল | [email protected] |
হেল্পলাইন নম্বর | 011-430-92248 (Ext- 303) Available: Monday to Friday, 9:00 AM – 6:00 PM |
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আরো অন্যান্য স্কলারশিপ:
দেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌছে যাক শিক্ষার আলো। অর্থের অভাবে যেন কোন মেধাবীর শিক্ষা থেকে বঞ্চিত না হয়। শেয়ার করে দিন এই তথ্য বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী এর ব্যাপারে জানতে পারে এবং সুবিধা নিতে পারে। EduTips ছাত্রছাত্রীদের পাশে আছে, এই ভাবেই সব সময় তাদের পড়াশোনায় সাহায্য করবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »