WBP Constable Requirement: রাজ‍্য জুড়ে ১১,০০০ শূন‍্যপদে কনস্টেবল নিয়োগ! প্রয়োজনীয় যোগ্যতা ও পরীক্ষার সিলেবাস জেনে নিন।

WBP Constable Requirment

WBP Constable Requirement 2024: ফের রাজ‍্যজুড়ে কনস্টেবল পদে একাধিক শূন‍্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। সব মিলিয়ে ১১,৭৪৯ টি কনস্টেবল পদে শূন‍্যপদ প্রকাশিত হল। এর মধ‍্যে ৮২১২ টি পদ পুরুষ কনস্টেবল ও ৩৭২০ টি পদ মহিলা কনস্টেবলের জন‍্য। মাধ‍্যমিক পাস করলেই এই পদের জন‍্য আবেদন করতে পারবেন। তবে সম্প্রতি নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুনের হেরফের হয়েছে। তা নিচে বিস্তারিত আলোচনা করা হল –

   

প্রসঙ্গত বিগত বছরগুলিতে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীকে প্রিলিমিনারী, মেইনস ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই বাছাই করা হত। তবে সাম্প্রতিক বছর থেকে দুটি লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। চলুন তাহলে পরীক্ষার ধাপগুলি জেনে নেওয়া যাক।

প্রিলিমিনারী পরীক্ষা

আগের বারের ন‍্যায় এবারে আর দুটি লিখিত পরীক্ষা নেওয়া হবে না। যেহেতু সব মিলিয়ে একটি পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে মোট ৮৫ নম্বরের প্রশ্নপত্র করা হবে। তবে পরীক্ষার সিলেবাস পুর্ববর্তী মেইনস পরীক্ষার পাঠ‍্যক্রম অনুসারে হবে। সিলেবাসের মধ‍্যে নিম্নলিখিত বিষয়গুলি থাকবে –

বিষয়নির্ধারিত নম্বর
জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ বিষয়২৫ নম্বর
ইংরেজি বিষয়১০ নম্বর
এলিমেন্টারি ম্যাথমেটিক্স২৫ নম্বর
রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস২৫ নম্বর

দ্বিতীয় ধাপ শারীরিক পরীক্ষা

শারীরিক পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের প্রথমত ফিজিক্যাল মেজারমেন্ট নেওয়া হবে অর্থাৎ উচ্চতা, ওজন ও বুকের ছাতির মাপ নেওয়া হবে এবং দ্বিতীয়ত প্রার্থীর শারীরিক কর্মক্ষমতা বাছাই করা হবে।

প্রার্থীপ্রয়োজনীয় যোগ‍্যতা
গোর্খা, গোড়োয়ালিস, রাজবংশী এবং তপশীলি জাতিভুক্ত পুরুষ প্রার্থীদেরউচ্চতা ১৬০ সেমি, ওজন ৫৩ কেজি এবং ছাতি ৭৬ সেমি
সাধারন শ্রেণীর পুরুষদের ক্ষেত্রে১৬৭ সেমি, ওজন ৫৭ কেজি এবং ছাতি ৭৮ সেমি
গোর্খা, গোড়োয়ালিস, রাজবংশী এবং তপশীলি জাতিভুক্ত মহিলা প্রার্থীদেরউচ্চতা ১৫২ সেমি, ওজন ৪৫ কেজি
সাধারন শ্রেণীর মহিলাদেরউচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৯ কেজি
তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন‍্যউচ্চতা ১৫৫ সেমি, ওজন ৪৮ কেজি

নিয়োগ বিজ্ঞপ্তি » WB Health Recruitment 2024: স্বাস্থ‍্য দফতরে নিয়োগ! কারা যোগ্য? কীভাবে আবেদন করবেন দেখে নিন

মাঠ পরীক্ষা

মোট অতিক্রান্ত পথসময়
পুরুষদের ১৬০০ মিটার দৌড়৬ মিনিট ৩০ সেকেন্ড
মহিলাদের ৮০০ মিটার দৌড়৪ মিনিট
তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ৮০০ মিটার দৌড়৩ মিনিট ৩০ সেকেন্ড

তৃতীয় ধাপ ইন্টারভিউ

যেহেতু মেইনস পরীক্ষা আর হচ্ছে না সেক্ষেত্রে পূর্ববর্তী ধাপগুলিতে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ‍্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন চলছে » Chakrir Khobor 2024: বর্তমানে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে! সেরা ৫ টি চাকরি, আজই আবেদন করুন

নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন » https://wbpolice.gov.in/

সমস্ত প্রকার সরকারি চাকরির আপডেট বেসরকারি চাকরির আপডেট, পরীক্ষার আপডেট সমস্ত কিছু পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Skip Ads »

Join Group

Telegram