Westbengal Polytechnic Merit List 2024: যেসকল ছাত্র-ছাত্রীরা এই শিক্ষাবর্ষে পলিটেকনিকে ভর্তির জন্য Jexpo অথবা Voclet এর জন্য ফর্ম ফিলাপ করেছ তাদের জন্য অত্যন্ত খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হলো পলিটেকনিকে ভর্তির মেরিট লিস্ট। আজকের এই প্রতিবেদনে কিভাবে Jexpo অথবা Voclet এর মেরিট লিস্ট ডাউনলোড করে নিজেদের Rank চেক করবে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে।
পলিটেকনিক মেরিট লিস্ট ডাউনলোড পদ্ধতি (WB Jexpo & Voclet Merit List)
ছাত্র-ছাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই Jexpo অর্থাৎ প্রথম সেমিস্টারের ভর্তির মেরিট লিস্ট এবং Voclet অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের ভর্তির মেরিট লিস্ট ডাউনলোড করে নিতে পারবে।
নিচে পলিটেকনিক কোর্সে ভর্তির মেরিট লিস্ট ডাউনলোডের সম্পূর্ণ পদ্ধতি গাইড করা হয়েছে। এছাড়াও ছাত্রছাত্রীদের সুবিধার্থে মেরিট লিস্ট ডাউনলোড করার ডাইরেক্ট লিংক নিচে (WB Polytechnic Merit List 2024 JEXPO Voclet) দেওয়া হয়েছে।
- মেরিট লিস্ট ডাউনলোড করার জন্য যেকোনো ব্রাউজার থেকে প্রথমেই কারিগরি ভবনের অফিসিয়াল ওয়েবসাইট https://scvtwb.in/ ভিজিট করতে হবে।
- এরপর অফিসিয়াল ওয়েবসাইট এর হোম পেজে নিচের দিকে একটু স্ক্রল করলেই নোটিস সেকশন থেকে ছাত্রছাত্রীরা পলিটেকনিক কোর্সে ভর্তির মেরিট লিস্ট ডাউনলোড করতে পারবে।
আরো দেখতে পারো: ITI vs Polytechnic কোনটা করবে? কিসে সরকারি চাকরি সুযোগ বেশি? দেখে নাও
নিজের Rank কিভাবে চেক করবে?
মেরিট লিস্ট ডাউনলোড করার পর তোমরা তোমাদের নাম অথবা এপ্লিকেশন ফর্ম নাম্বার দিয়ে নিজেদের Rank চেক করতে পারবে। নিজের Rank চেক করার সময় অবশ্যই নামের পাশাপাশি অ্যাপ্লিকেশন নাম্বারটিও চেক করে নেবে কারণ একই নাম একাধিক স্টুডেন্টর থাকতে পারে।
প্রথম বর্ষে নতুন ভর্তির মেরিট লিস্ট (Jexpo Merit List 2024) | Download Pdf |
দ্বিতীয় বর্ষের ভর্তির মেরিট লিস্ট (Voclet Merit List 2024) | Download Pdf |
দেখে নাও: Top Govt Polytechnic College Westbengal: পশ্চিমবঙ্গের সেরা পলিটেকনিক কলেজ, সমস্ত তালিকা
কবে থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে?
পলিটেকনিকে ভর্তির জন্য কাউন্সিলের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এ নিয়ে কারিগরি ভবনের তরফ থেকে অফিসিয়াল ভাবে কোন নোটিশ দেওয়া হয়নি কিন্তু আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই জুন মাসের শেষে জুলাইয়ের শুরুতে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে।
আরও আপডেট »