OASIS Scholarship Update: ওয়েসিস স্কলারশিপে নতুন নিয়ম! কাস্ট সার্টিফিকেট নিয়ে দেখে নিন

Anjan Mahata

Published on:

Follow Us Share
OASIS Scholarship New Update OBC 2025

রাজ্য সরকারের ওয়েসিস স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে সম্প্রতি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ওয়েসিস স্কলারশিপে আবেদন করেছ বা আবেদন করতে চলেছ তোমাদের অবশ্যই এই কাজটি করতে হবে নইলে পরবর্তীতে স্কলারশিপের টাকা পেতে সমস্যা হবেনতুন কি আপডেট এসেছে? এবং কাদের জন্য এই আপডেট বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

— Advertisement —

OASIS Scholarship OBC Certificate Revalidation: ওয়েসিস স্কলারশিপের নতুন আপডেট

ওয়েসিস স্কলারশিপের এই আপডেটটি OBC ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের জন্য। যে সকল OBC শ্রেণীর ছাত্র-ছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে চলেছো তোমাদের অবশ্যই আগে তোমাদের কাস্ট সার্টিফিকেটটি পুনঃ বৈধকরণ (Revalidation) করতে হবে। কাস্ট সার্টিফিকেটটি Revalidation করার পর নতুন যে কাস্ট সার্টিফিকেটটি পাবে সেই সার্টিফিকেট দিয়ে ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে হবে

যে সকল OBC প্রার্থীদের OBC-A থেকে OBC-B তে স্থানান্তর করা হয়েছে ও OBC-B থেকে OBC-A তে স্থানান্তর করা হয়েছে তাদের নতুন সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে।

— Advertisement —

নতুন OBC লিস্ট অনুযায়ী স্কলারশিপ এ আবেদন করার সময় OBC-A নাকি OBC-B সেটি সিলেক্ট করতে হবে। এছাড়াও যে সকল জেনারেল প্রার্থীদের নতুন OBC লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে তারাও নতুন OBC সার্টিফিকেট বানিয়ে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে

ওয়েসিস স্কলারশিপ পোর্টালে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হল-

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি – ওবিসি (OBC) উপকারভোগীদের জন্য
যেসব ওবিসি উপকারভোগীর জাতিগত শংসাপত্র (Caste Certificate) ০১.০৮.২০২৫ তারিখের আগে ইস্যু করা হয়েছে, তাদেরকে oasis.gov.in পোর্টালে আবেদন করার আগে নতুন করে জাতিগত শংসাপত্র যাচাই (Revalidation) করার অনুরোধ করা হচ্ছে ।

অবশ্যই দেখুন: Can I apply OASIS and SVMCM both? স্বামী বিবেকানন্দ ও ওয়েসিস স্কলারশিপ একই সঙ্গে?

OBC Certificate Re-validation & Re-issue: OBC সার্টিফিকেট পুনঃ বৈধকরণ

০১.০৮.২০২৫ তারিখের আগে ইস্যু করা সমস্ত OBC সার্টিফিকেট পুনঃ বৈধকরণ করতে হবে। সার্টিফিকেট পুনঃ বৈধকরণ করার পর QR Code ও Digital Sign যুক্ত নতুন সার্টিফিকেট দেওয়া হবে। এক্ষেত্রে কিভাবে তোমার পুরনো OBC কাস্ট সার্টিফিকেটটিকে পুনঃ বৈধকরণ করবে? এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে? সমস্ত কিছু বিস্তারিত আমরা এর আগে একটি প্রতিবেদনে আলোচনা করেছি। তাই অবশ্যই ওই প্রতিবেদনটি দেখে নিও, প্রতিবেদনের লিংক নিচে দেওয়া হলো-

বিস্তারিত জানুন: OBC Certificate Re-validation & Re-issue: OBC সার্টিফিকেট পুনঃ বৈধকরণ! নতুন কিভাবে পাবেন?

বিবরণলিংক
OASIS স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটhttps://oasis.gov.in/
OBC সার্টিফিকেট Re-validation &  Re-issue আবেদন ডাইরেক্ট লিংকApply Now →

Join Group

Telegram