গত ৫ই মে, ২০২৪ হয়েছিল এ বছরের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, এরপর গত ৪ ই জুন প্রকাশিত হয় NEET পরীক্ষার ফলাফল। প্রত্যেক বছর ফলাফল প্রকাশের ১ মাসের মধ্যে শুরু হয় কাউন্সিলিং প্রক্রিয়া (NEET UG Counselling)। এই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে ৪ থেকে ৫ মাস। NEET কাউন্সিলিং প্রক্রিয়া পরিচালনা করবে মেডিকেল কাউন্সিলিং কমিটি (MCC)।
NEET পরীক্ষার কাউন্সেলিং প্রক্রিয়া, কি কি কাগজপত্র রেডি রাখতে হবে, পদ্ধতি বা কি? তার সঙ্গে ডাক্তারি মেডিকেল ভর্তির জন্য যে প্রস্তুতি সমস্ত কিছু আজকের আর্টিকেলে জানতে পারবেন।
NEET UG Counselling for MBBS, BDS & B.Sc. Nursing: NEET কাউন্সিলিং সমস্ত তথ্য
মেডিকেল কাউন্সিলিং ভর্তি অনুযায়ী NEET কাউন্সিলিং প্রক্রিয়ার ৩টি প্রকারভেদ রয়েছে।
- অল ইন্ডিয়া কোটা (AIQ) কাউন্সেলিং।
- রাজ্য কোটা কাউন্সেলিং।
- আয়ুষ (AYUSH) কাউন্সেলিং।
NEET Counselling 2024-25 | |
পরিচালনা | মেডিকেল কাউন্সিলিং কমিটি |
কাউন্সিলিং প্রক্রিয়া শুরু | জুলাইয়ের প্রথম সপ্তাহ |
কাউন্সিলিং রেজিস্ট্রেশন ফি | General, OBC এবং EWS » ১,০০০ টাকা SC, ST ও PWD » ৫০০ টাকা |
কাউন্সেলিং এর সময়কাল | ৪ থেকে ৫ মাস |
আসন | MBBS » ১,০৯,১৪৫ BDS » ২৭,৮৬৮ BSc. নার্সিং » ১,০০০ |
NEET কাউন্সিলিং অফিসিয়াল ওয়েবসাইট | https://mcc.nic.in/ |
কাউন্সিলিং ফি ২০২৪: NEET counselling Fees for Central & State Quota
কাউন্সিলিং ধাপের কেন্দ্র এবং রাজ্যের দুটি কোটার জন্য আলাদা আলাদা টাকা নির্ধারণ করা রয়েছে। স্টেট গভমেন্টের মেডিকেল কলেজে কাউন্সেলিং এর খরচা অনেকটাই কম। এবার থেকে দেখে নাও ক্যাটাগরি অনুযায়ী NEET ২০২৪ সালের কাউন্সিলিং ফি।
NEET কাউন্সিলিং ফি ২০২৪ | ||
ক্যাটাগরি | রেজিস্ট্রেশন ফি | এডমিশন ফি |
জেনারেল | ১,০০০ টাকা | ১০,০০০ টাকা |
SC | ৫০০ টাকা | ৫,০০০ টাকা |
ST | ৫০০ টাকা | ৫,০০০ টাকা |
OBC | ৫০০ টাকা | ৫,০০০ টাকা |
EWS | ৫০০ টাকা | ৫,০০০ টাকা |
PwD | ৫০০ টাকা | ৫,০০০ টাকা |
জেনে নাও: WBCS Exam: কিভাবে WBCS হবে? সিভিল সার্ভিস পরীক্ষা, যোগ্যতা খুঁটিনাটি তথ্য থেকে পদের নাম!
MCC NEET Application Form 2024: NEET কাউন্সিলিং পদ্ধতি ২০২৪
NEET কাউন্সিলিং প্রক্রিয়া কতকগুলো ধাপের মাধ্যমে সম্পন্ন হয় নিচে সেই ধাপে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হয়েছে।
অনলাইন রেজিস্ট্রেশন: ছাত্র-ছাত্রীদের NEET কাউন্সিলিং করার প্রথম ধাপে Rank, স্কোর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনের রেজিস্ট্রেশন করতে হবে।
চয়েস ফিলিং: এরপর ছাত্র-ছাত্রীদের নিজেদের Rank অনুযায়ী পছন্দের কলেজ সাজাতে হবে। ছাত্র-ছাত্রীদের কলেজ সাজানো হয়ে গেলে সে লিস্টে টিকে ফাইনাল সাবমিট অর্থাৎ লক করতে হবে। এরপর কিন্তু ছাত্রছাত্রী চাইলেও নিজেদের কলেজ তালিকা বদলাতে পারবে না।
আসন বরাদ্দের ফলাফল: এরপর মেডিকেল কাউন্সিল কমিটির পক্ষ থেকে আসল বরাদ্দের ফলাফল প্রকাশ করা হবে। এই ফলাফল দেখে ছাত্রছাত্রীরা পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে
NEET কাউন্সেলিং ডকুমেন্ট আপলোড: আসন বরাদ্দের পরে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় ডকুমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে।
ইনস্টিটিউট রিপোর্টিং: সবশেষে ছাত্রছাত্রীদের প্রয়োজনে সমস্ত ডকুমেন্টের হার্ডকপি নিয়ে বরাদ্দকৃত ইনস্টিটিউশন রিপোর্ট করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Documents Required)
এবার দেখে নেওয়া যাক NEET কাউন্সিলিং করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন যাতে ছাত্রছাত্রীরা কাউন্সেলিং রেডি রাখতে পারে।
- NEET এডমিট কার্ড
- NEET রেঙ্ক কার্ড
- Provisional Allotment Letter
- দশম শ্রেণীর মার্কশিট এবং সার্টিফিকেট
- দ্বাদশ শ্রেণীর মার্কশিট এবং সার্টিফিকেট
- পরিচয় প্রমাণপত্র (যেমন:- আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি)
- সম্প্রতি পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ (৮ এর অধিক)
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- PwD সার্টিফিকেট (যদি থাকে)
মেডিকেল কাউন্সিলিং কমিটর অফিসিয়াল ওয়েবসাইট » https://mcc.nic.in/
আরো দেখুন: MAKAUT CET 2024: পশ্চিমবঙ্গে প্রফেশনাল কোর্সে ভর্তি পরীক্ষা! যোগ্যতা, ভর্তি বিস্তারিত দেখে নাও
NEET পরীক্ষা সহ সমস্ত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ও রাজ্যের প্রবেশিকা পরীক্ষার আপডেট পেতে এবং স্কলারশিপের আপডেট পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »