MAKAUT CET Form Fill Up 2024: পশ্চিমবঙ্গে প্রফেশনাল কোর্সে ভর্তির ফরম ফিলাপ শুরু! শেষ তারিখ দেখে নিন

MAKAUT CET form fill up 2024 Last Date Online Exam Date

MAKAUT CET exam Date 2024 official website: অবশেষে MAKAUT অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তরফ থেকে CET (Common Entrance Test) জন্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নোটিফিকেশনের মাধ্যমে সামনে আনা হয়েছে। পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 5th June তারিখ থেকে – সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকের পোস্ট থেকে জানতে পারবে।

   

MAKAUT CET form fill up 2024: Exam Date & Update

উচ্চমাধ্যমিক পাশের পর যেসব ছাত্রছাত্রীরাকম্পিউটার অ্যাপ্লিকেশন, বায়োটেকনোলজি কিংবা প্রফেশনাল সায়েন্স কোর্স ভর্তি হতে চাও তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ। মাকআউট সি.ই.টি (MAKAUT CET কমন এন্ট্রান্স টেস্ট) পরীক্ষা দিয়ে কি লাভ হবে? পরবর্তী ক্ষেত্রে কোন কোন কোর্সে ভর্তি হতে পারবে?-এর ওপর ইতি মধ্যেই বিস্তারিত তোমাদের একটা পোস্টে বলেছি সেখান থেকে তোমরা সমস্তটা পড়ে নিও।

পরীক্ষার ফরম ফিলাপ ও গুরুত্বপূর্ণ তারিখ

Schedule of Events Timelines
Online Applications Opens for CET AND JEMAT 202405.06.2024
Online Applications Closing date  for  CET AND JEMAT 2024
(আবেদনের শেষ তারিখ)
22.06.2024
Date of Online Examination29.06.2024

Full Details: MAKAUT CET পশ্চিমবঙ্গে প্রফেশনাল কোর্সে ভর্তি পরীক্ষা! যোগ্যতা, ভর্তি বিস্তারিত দেখে নাও

MAKAUT CET Application Form 2024: পরীক্ষা ফরম ফিলাপ কিভাবে?

CET-2024-এর জন্য আবেদন করার জন্য, https://cetmat.formflix.com/ ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে নোটিফিকেশনে আপনারা সিইটির আপডেট পেয়ে যাবেন।

  1. হোমপেজে সবার ওপরে এপ্লাই অনলাইন “Apply Online” রেজিস্ট্রেশন এর অপশন পেয়ে যাবেন। তাহলে রেজিস্ট্রেশন পেজে চলে যাবেন,
  2. সেখানে সমস্ত তথ্য UG/PG,নাম, আধার নম্বর, ইমেইল আইডি এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের পর সমস্ত তথ্য থেকে পরীক্ষার ডিটেইলস মেইলের মারফত জানিয়ে দেওয়া হবে।

MAKAUT CET official website & Information PDF

অফিসিয়াল ওয়েবসাইটhttps://cetmat.formflix.com/
সরাসরি রেজিস্ট্রেশন লিংকMAKAUT CETMAT ↗
MAKAUT CET Information BrochureDownload PDF

অবশ্যই দেখে নাও: BBA Course: উচ্চমাধ্যমিকের পর বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা! প্রফেশনাল চাকরি, জেনে নিন

আশা করি সমস্তটাই তোমাদেরকে সহজে বোঝাতে পেরেছি! প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিফিকেশন এবং ইনফরমেশন ব্রাউজারের লিংক দেওয়া রইল তোমরা সেটা সংগ্রহ করে নিয়ে সমস্ত বিষয়টা বুঝে নিতে পারো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram