বহু ছাত্রছাত্রীর পড়াশুনা করে স্বনির্ভর হওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়ায় তাদের পারিবারিক আর্থিক অবস্থা। এই সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন সরকারি স্কলারশিপের পাশাপাশি বিভিন্ন সরকারি/প্রাইভেট কোম্পানি স্কলারশিপ দিতে এগিয়ে আসে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা “LIC HFL Vidyadhan Scholarship” সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। জানতে সম্পূর্ণ এই প্রতিবেদনটি পড়ুন।
LIC HFL Vidyadhan Scholarship 2025: এলআইসি বিদ্যাধন স্কলারশিপ
LIC-এর আরেকটি সিস্টার শাখা হলো Lic Housing Finance Limited, এই কোম্পানি বাড়ি বানানোর জন্য আর্থিক লোন প্রদান করে। এবার অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছে এই সংস্থা। এই বৃত্তির নাম দেওয়া হয়েছে এলআইসি এইচএফএল বিদ্যাধন স্কলারশিপ।
এইচএফএল বিদ্যাধন স্কলারশিপের মাধ্যমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং কলেজ পাস ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনার খরচ বাবদ ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীরা দু’বছর এবং স্নাতক স্তরে ছাত্রছাত্রীরা তিন বছরের জন্য এই স্কলারশিপের সুবিধা উপভোগ করতে পারবেন।
LIC HFL বিদ্যাধন স্কলারশিপের সুবিধা
কোর্স বা শ্রেণি | সর্বোচ্চ সুবিধা |
---|---|
মাধ্যমিক পাশ (2025 সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে) | ১০ হাজার টাকা |
উচ্চমাধ্যমিক পাশ (প্রথম বর্ষের কলেজ পড়ুয়া) | ২০ হাজার টাকা |
স্নাতকোত্তর (মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছে) | ২৫ হাজার টাকা |
স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা (Eligibility Criteria)
ছাত্র-ছাত্রীদের অবশ্যই দশম শ্রেণী পাস হতে হবে এবং স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতেই হবে এবং উচ্চতর ক্ষেত্রে কলেজ পাশ হতে হবে।
- শিক্ষার্থীদের ভারতের যে কোন সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে (2025-26 শিক্ষাবর্ষে) ভর্তি হতে হবে।
- শেষ বার্ষিক পরীক্ষায় ৬০% এর বেশি নম্বর পেতে হবে (60% marks)
- পারিবারিক আয় বার্ষিক ৮ লাখ-এর মধ্যে হতে হবে।
এই স্কলারশিপের ক্ষেত্রে মহিলা শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং যে সকল শিক্ষার্থীরা তাদের পিতা/মাতা বা উভয়কেই হারিয়েছেন তারা অগ্রাধিকার পাবেন।
অবশ্যই দেখবে: Govt Scholarship: একসঙ্গে কটা সরকারি স্কলারশিপ টাকা পাবে? নতুন নিয়ম দেখে নাও SVMCM, NSP, OASIS, Nabanna
LIC HFL Vidyadhan Scholarship অনলাইনে আবেদন প্রক্রিয়া
এলআইসি বিদ্যাধন স্কলারশিপে আবেদনের জন্য আপনাদের কিছু কাগজপত্র অনলাইনে জমা করতে হবে। নিচের লিস্ট দেখে নিতে পারেন –
প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Needed)
- ১) পরীক্ষার রেজাল্টের কপি।
- ২) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি।
- ৩) একাদশ শ্রেণী/ স্নাতক প্রোগ্রামের প্রথম বর্ষে ভর্তির ডকুমেন্টস এবং পেমেন্টের রশিদ।
- ৪) আধার কার্ডের কপি (আধার কার্ড না থাকলে অ্যাড্রেস প্রুফের যেকোনো ডকুমেন্টস)
- ৫) বার্ষিক আয়ের সার্টিফিকেটের কপি।
- ৬) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো।
- ৭) ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টস।
কীভাবে পোর্টালে ফর্ম ফিলাপ করবেন? Application Form Fill Up
আপনারা নিজেদের মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।
১) প্রথমে আপনাদের অফিসিয়াল LIC HFL ScholarsBox ওয়েবসাইটে যেতে হবে। আবেদন করার সরাসরি লিঙ্ক আপনারা নিচে পেয়ে যাবেন।
২) আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন এবং তারপর আপনার কোর্স অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন।
‘প্রিভিউ’তে ক্লিক করে দেখে নিন আপনি সঠিকভাবে ফর্মটি পূরণ করেছেন কিনা, ভুল ত্রুটি যদি কিছু থাকে তাহলে সেটি ঠিক করে দিন।
কিভাবে বিনামূল্যে আবেদন করবেন? এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে বানিয়ে দেওয়া হয়েছে আপনারাই ইউটিউবে গিয়ে “EduTips Bangla” সার্চ করে ভিডিওটি দেখে নিতে পারেন!
গুরুত্বপূর্ণ তারিখ ও অনলাইন আবেদন লিংক

বিষয় | তথ্য বা লিংক |
---|---|
আবেদন শুরুর তারিখ | বর্তমানে আবেদন চলছে |
ফর্ম ফিলাপের শেষ তারিখ (Last Date of Application) | 15 আগস্ট 2025 |
অনলাইন আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট (https://lichfl.scholarsbox.in/) | Apply Now → |
হেল্পলাইন সাপোর্ট | +91 8401019730 |
আরো দেখবে: Biswabina Scholarship 2025: বিশ্ববীণা স্কলারশিপ আবেদন শুরু! ১২০০০ টাকা পাবে ছাত্রছাত্রীরা
আবেদনপত্র সম্পূর্ণ হওয়ার পর শিক্ষার্থীর দেওয়া ইমেইল আইডিতে অ্যাপ্লিকেশন নম্বর এবং অন্যান্য তথ্য পৌঁছে যাবে। পরবর্তীকালে স্কলারশিপের জন্য নির্বাচিত হলে শিক্ষার্থীর মেইল আইডি বা মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »