Kotak Suraksha Scholarship: ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপ! জানুন কারা পাবে? অনলাইনে দেখে নিন

kotak suraksha scholarship

Kotak Suraksha Scholarship 2023-24: পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা বিভিন্ন সরকারি ও বেসরকারী স্কলারশিপের আপডেট দিয়ে থাকি। আজ আমরা এরকমই একটি বেসরকারি স্কলারশিপের বিস্তৃত বিবরন দেব যেখানে ছাত্রছাত্রীরা সর্বোচ্চ Rs.1,000,00 টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন। এই স্কলারশিপে কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে ইত্যাদি বিস্তারিত জানতে অবশ্যই পুরো প্রতিবেদনটি পড়বেন।

   

কোটাক সুরক্ষা স্কলারশিপ (Kotak Suraksha Scholarship 2023-24)

কোটাক সুরক্ষা স্কলারশিপ প্রোগ্রামটি কোটাক সিকিউরিটিস্ লিমিটেডের উদ্যোগে শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা এবং তাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণের জন্য আর্থিকভাবে সহায়তা প্রদানের উদ্দেশ্যে চালু করা হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা অথবা যে সমস্ত প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা স্নাতক স্তরে পড়াশোনা করছেন তারাও এই স্কলারশিপ এর মাধ্যমে সর্বোচ্চ INR 1,000,00 পর্যন্ত পেতে পারেন।

আবেদনকারীর যোগ‍্যতা

  • এই স্কলারশিপ প্রোগ্রামটি শুধুমাত্র শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য।
  • স্কলারশিপ আবেদনকারীকে অবশ্যই Class 09-12 অথবা, স্নাতক স্তরে পড়াশোনা করতে হবে।
  • আবেদনকারীর সর্বশেষ শিক্ষাবর্ষে অন্তত 55% নম্বর থাকতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় Annual INR 3,20,000 – এর বেশি হওয়া চলবে না।
  • উল্লেখ্য, Kotak Securities Limited – এর employees – দের সন্তানসন্ততি – রা এবং Buddy4Study- এর সাথে সম্পর্কযুক্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবে।

বৃত্তির পরিমাণ ও সুযোগ সুবিধা

এই স্কলারশিপে Class 09-12 – এর ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ INR 50,000 এবং স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ বৃত্তি হিসাবে দেওয়া হবে। উল্লেখ্য, স্কলারশিপের এই amount – এর মধ্যে হোস্টেল fees, books, tution fees অন্তর্ভুক্ত।

আবেদনের জন‍্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents)

  • বিশেষ সক্ষমতার প্রমান পত্র।
  • Proof of identity – হিসাবে আধার কার্ড অথবা রেশন কার্ড অথবা ভোটার কার্ড।
  • বর্তমান বছরের admission proof।
  • মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট।
  • সর্বশেষ শিক্ষাবর্ষের মার্কশিট।
  • পারিবারিক আয়ের প্রমাণপত্র (গ্রাম পঞ্চায়েতের স্বাক্ষর এবং স্ট্যাম্প দেওয়া)।
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন Photograph।
  • ব্যাংকের পাস বই।

অবশ্যই পড়ুন » Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? যাতে টাকা অসুবিধা না হয়!

আবেদন পদ্ধতি (Online Application Form Fill up)

(১) প্রথমেই email, mobile, অথবা Gmail account দিয়ে Buddy4Study – তে log in করতে হবে। এরপর ‘Kotak Suraksha Scholarship Program 2024-25’ application – এর সংশ্লিষ্ট অংশে যেতে হবে।

(২) এরপর ‘Start Application’ button – এ ক্লিক করতে হবে স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য।

(৩) এরপর প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। এবং প্রয়োজনীয় Documents Upload করতে হবে।

(৫) এরপর ‘Terms and Conditions’ – অংশে গিয়ে ‘Accept’ button এবং ‘Preview’ – অংশে গিয়ে click করতে হবে।

(৬) পরিশেষে, আবেদনকারীর সমস্ত তথ্যাদি যদি Preview Screen – এ সঠিকভাবে পরিদর্শিত হয় তবে Submit – অংশে Click করে আবেদন  সম্পূর্ণ করতে হবে।

আবেদনের লাস্ট ডেট

এ প্রসঙ্গে উল্লেখ্য, Kotak securities limited – এর এই স্কলারশিপটির আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদনের ক্ষেত্রে সর্বশেষ তারিখ 30th April, 2024 ধার্য করা হয়েছে।

অনলাইনে সরাসরি আবেদন করুন » Apply Now

আরও পড়ুন » কত শতাংশ নম্বরে কোন সরকারি স্কলারশিপ দেখেনিন? এবার সবার জন্য রয়েছে সরকারি স্কলারশিপ

ছাত্রছাত্রীদের সাহায্যার্থে একটি নিবেদন সকল ছাত্রছাত্রীদের পড়াশুনায় এগিয়ে যেতে সাহায‍্য করাই আমাদের মূল লক্ষ‍্য। বিভিন্ন স্কলারশিপ ও স্কিমের আপডেট আমরা এই পোর্টালে নিয়মিত আপডেট করে থাকি। তাই কোন আপডেট মিস না করতে চাইলে আমাদের পোর্টালটি নিয়মিত দেখতে পারেন ও প্রতিবেদনটি যাদের উপকারে আসতে পারে বলে মনে হয় তাদের শেয়ার করতে একদম ভুলবেন না।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram