Hero Raman Kant Scholarship: পড়াশোনার সব খরচ দেবে এই স্কলারশিপ! কিভাবে আবেদন দেখে নিন

Hero Fincorp Raman Kant Munjal Scholarships 2024-25

আমাদের দেশ ভারতের বেশিরভাগ পরিবারের অর্থনৈতিক অবস্থা এখনও মধ্য ও নিম্ন মধ্যবিত্ত, এই সমস্ত পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা খরচ যোগানোর জন্য অনেক স্কলারশিপই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরিব অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার HERO ফিনকর্প রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপ লঞ্চ করেছে, কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন ইত্যাদি বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব।

রমন কান্ত স্কলারশিপ: Hero FinCorp Raman Kant Scholarship

রমন কান্ত মুঞ্জাল ফাউন্ডেশন এবং হিরো ফিনকর্পের যৌথ উদ্যোগে চালু করা উল্লেখযোগ্য একটি স্কলারশিপ হলো রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপ। নির্বাচিত শিক্ষার্থীরা তাদের শিক্ষা পূর্ণ করার জন্য প্রতি বছর সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারবেন।

স্কলারশিপের আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে?

রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপে আবেদনের জন্য কিছু যোগ্যতা রাখা হয়েছে, যথা –

  1. সংশ্লিষ্ট প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে নূন্যতম 80% নম্বর পেতে হবে।
  2. শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  3. সংশ্লিষ্ট প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় INR 4 লাখ টাকার কম হতে হবে।

প্রার্থীকে অবশ্যই B.Com, Bachelor of Management Studies (BMS), BBA, Integrated Program in Management (IPM), Bachelor in Business Studies (BBS), BFIA, Bachelor of Banking and Insurance (BBI), Bachelor of Accounting and Finance (BAF), Bachelor of Banking and Insurance (BBI), B.Sc (Statistics), B.A. (Economics) প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করতে হবে।

সবার জন্য: প্রত্যেক পড়ুয়াকে ১২০০০ টাকা স্কলারশিপ দেবে টাটা! TATA Scholarship 2024

স্কলারশিপের পরিমাণ কত?

তোমাদের সুবিধার্থে বলে রাখি নির্বাচিত স্কলারদের স্কলারশিপ হিসাবে 03 বছরের জন্য বার্ষিক INR 40000 থেকে INR 550000 দেওয়া হয় তাদের পড়াশোনা শেষ করার জন্য। তবে প্রসঙ্গত উল্লেখ্য, স্কলারশিপের পরিমান সংশ্লিষ্ট প্রার্থীর কোর্স এবং কলেজে fees এর উপর নির্ভরশীল। স্কলারশিপ এ নির্বাচিত হলে পড়াশোনার খরচ নিয়ে চিন্তা করতে হবে না।

Online Application: স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কি?

সম্পূর্ণ অনলাইনে Buddy4Study পোর্টালে স্কলারশিপ এর আবেদন চলছে। নিচে দেওয়ার লিংক থেকে সরাসরি আপনারা আবেদন পোর্টালে চলে যাবেন এবং সেখানে গিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবেন –

স্কলারশিপ অনলাইন আবেদনApply Now
শেষ তারিখ (Last Date)05-Sep-2024
অফিসিয়াল হেল্প নাম্বার011 430-92248

দেখে নাও: GP Birla Scholarship: জি.পি. বিড়লা স্কলারশিপে আবেদন শুরু! যোগ্যতা, টাকা, লাস্ট ডেট

আজকের প্রতিবেদনে তোমাদের রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আরো বিস্তারিত জানতে Buddy4Study ওয়েবসাইটে ‘Raman Kant Munjal Scholarships 2024-25’ application – এর সংশ্লিষ্ট বিভাগে ভিজিট করতে পারো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram