তুমি কি ২০২৪ সালে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছ? ভালো নম্বর রয়েছে? তাহলে তোমার জন্য রয়েছে দারুণ সুযোগ। জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন এর তরফ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ এর ঘোষণা করা হয়েছে। সরকারি যেকোনো স্কলারশিপ পাওয়ার পাশাপাশি তুমি এই স্কলারশিপের আবেদন করতে পারবে।
আজকের প্রতিবেদনে আমরা জি.পি. বিড়লা স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য দেব। অন্যান্য যোগ্যতা থেকে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সম্পূর্ণ গাইডেন্স পাবে। আজকের পোস্টের শেষে অফিসিয়াল ফর্ম এর লিংক দেওয়া থাকবে, তার পাশাপাশি স্কলার্শিপের পোস্টার বিজ্ঞপ্তিও তোমরা ডাউনলোড করে নিও।
GP Birla Scholarship 2024: জি.পি. বিড়লা স্কলারশিপ
পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দুর্দান্ত ফল করে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশন তোমাদের জন্য নিয়ে এল দারুণ সুযোগ – জি.পি. বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship for Westbengal Students)!
নির্বাচিত ছাত্রছাত্রীদের পড়াশুনোর সময় টিউশন ফি এবং হোস্টেল ফি (যদি প্রযোজ্য হয়) এর খরচ সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও প্রথম বর্ষে বই কেনার জন্য এককালীন ৭,০০০ টাকা দেওয়া হবে।সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত এই স্কলারশিপ পেতে পারবে।
GP Birla Scholarship Eligibility: কারা আবেদন করতে পারবে?
- পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক (WBCHSE) পরীক্ষায় ৮৫% বা তার বেশি নম্বর অথবা আইএসসি/সিবিএসই পরীক্ষায় ৯০% বা তার বেশি নম্বর পাশ করা ছাত্রছাত্রীরা।
- পারিবারিক আয় বছরে তিন লক্ষ টাকার কম হতে হবে।
স্কলারশিপ এর নাম | GP Birla Scholarship |
স্কলারশিপের টাইপ | এনজিও ফাউন্ডেশন স্কলারশিপ |
সংস্থার নাম | জি.পি. বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন |
যোগ্যতা | ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ |
আর্থিক সাহায্যের পরিমাণ | সর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং বই কেনার জন্য ৭,০০০ টাকা |
আবেদন ফরম ফিলাপ | অনলাইন এবং অফলাইন |
যোগাযোগ Phone No | +91 8479915170 (Monday to Friday 11 AM to 5 PM) |
জি.পি. বিড়লা স্কলারশিপ-এর আবেদন পদ্ধতি (Application Form Fill Up)
স্কলারশিপের অনলাইন এবং অফলাইন দুই রকমই আবেদনের পদ্ধতি রয়েছে –
- অনলাইন: জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.gpbirlaedufoundation.com) মাধ্যমে সম্পূর্ণ যাবতীয় তথ্য জমা এবং কাগজপত্র আপলোড করে আবেদন করতে পারবেন।
অফলাইন (Offline Form Fill Up) : অফলাইন আবেদন করার জন্য প্রথমে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে। তারপর ফিলাপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে:
জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশন
৭৮, সৈয়দ আমীর আলি এভিনিউ, কলকাতা - ৭০০ ০১৯
(ল্যান্ডমার্ক: কলকাতা আইস স্কেটিং রিঙ্ক)
আপনারা চাইলে সমস্ত কাগজপত্র নিয়ে সর্বোচ্চ অফিসে কেউ জমা করতে পারেন অথবা ডাকযোগে স্পিড পোস্টেও পাঠিয়ে দিতে পারেন। তবে অনলাইনে আবেদন করলে অফলাইনে পাঠানোর কোন প্রয়োজন নেই।
মিস করবে না: JBNST: জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ ৪৮০০০ টাকা, ল্যাপটপ! কিভাবে আবেদন দেখে নিন
আবেদন ফরম ডাউনলোড এবং অনলাইন পোর্টাল
অফলাইন Application ফর্ম পিডিএফ ডাউনলোড (g.p.birla scholarship application form) | Form PDF |
অফিসিয়াল নোটিফিকেশন এবং পোস্টার ডাউনলোড | Download |
অনলাইন আবেদনের সরাসরি লিংক | Apply Now |
গুরুত্বপূর্ণ তারিখ (GP Birla Scholarship Last Date)
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ অগাস্ট, ২০২৪ [Last date for receipt of application: 15th August, 2024.]
সবে মাত্রে স্কলারশিপের ফর্ম ছেড়েছে এবং এর আবেদন আগস্ট মাস পর্যন্ত চলবে কাজী তাড়াহুড়ো করার কোন দরকার নেই ধীরে সুস্কে ফর্ম ফিলাপ করে সমস্ত তথ্য জোগাড় করে তারপরে ফরম জমা করবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »