Calcutta High Court LDA Recruitment 2024: কলকাতা হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! উচ্চ মাধ্যমিক পাশে আবেদন

Calcutta High Court LDA Recruitment 2024 Eligibility Last Date

চাকরি প্রাথীদের জন্য সুখবর! সম্প্রতি কলকাতা হাইকোর্ট Lower Division Assistant – পদের জন্য 291-টি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 18 বছর হলেই আর সঙ্গে উচ্চমাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকলেই করতে পারবে আবেদন।

এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছেলে ও মেয়ে উভয় চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবে। মাসিক বেতন, বয়সসীমা সহ এই নিয়োগের সাথে সম্পর্কিত অন্যান্য সমস্ত বিষয়গুলো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত তোমাদের জানাবো।

Calcutta High Court Recruitment 2024: যোগ্যতা কি কি লাগবে?

তোমাদের প্রথমেই বলে রাখি, LDA বা Lower Division Assistant পদের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চমাধ্যমিক পাশ করতেই হবে

LDA পদের ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের বয়স নূন্যতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।

শূন্যপদের সংখ্যা কত?

তোমাদের সুবিধার্থে বলে রাখি, Lower Division Assistant পদের জন্য 291- টি শূন্যপদ রয়েছে। কোন Category – এর জন্য কতগুলো শূন্য পদ রয়েছে তা বুঝতে, নিন্মলিখিত Table-টি দেখতে পারো –

Categoryশূন্যপদ
Unreserved121
SC54
ST32
OBC38

কিভাবে নিয়োগ হবে?

এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের তিনটি ধাপে চাকরিতে নিয়োগ করা হবে। প্রথম ধাপে প্রার্থীদের একটি MCQ types – পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। এরপর যে সমস্ত পরীক্ষার্থীরা উত্তীর্ণ হবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে। পরবর্তী এবং সর্বশেষ পর্যায়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আরো নিয়োগ: মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ! কিভাবে আবেদন করবেন জেনে নিন

আবেদন ফি কত?

তোমাদের সুবিধার্থে বলে রাখি, LDA পদের আবেদনের জন্য তপশিলি জাতি ও উপজাতিদের 400 টাকা এবং অন্যান্যদের 800 টাকা আবেদন ফি হিসাবে জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ কবে?

Lower Division Assistant পদের জন্য আবেদনের শেষ তারিখ 26th আগস্ট, তাই যত দ্রুত সম্ভব ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারো।

অফিসিয়াল বিজ্ঞপ্তি: No. 6785-RGNotification PDF

মিস করবেন না: SSC Stenographer উচ্চ মাধ্যমিক পাশে Group- C & D নিয়োগের আবেদন শুরু!

আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টটি সত্যিই তোমাদের কাজে লেগে থাকে তবে এটিকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই Share করে দিও। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে ক্যারিয়ারের সাহায্য করার জন্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram