দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরি প্রার্থীদের জন্য অবশেষে এলো সুখবর। SSC বা Staff Selection Commission দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে Stenographer Group C এবং Group D – এর নিয়োগের বিজ্ঞপ্তি দিল। নিয়োগ হবে 1207 পদে। আজকের এই প্রতিবেদনে Stenographer – পদের জন্য কিভাবে আবেদন করবে, যোগ্যতাই বা কি কি লাগবে ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিতভাবে বলবো। বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নাও।
উচ্চ মাধ্যমিক পাশে স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং ডি নিয়োগ
একনজরে SSC Stenographer Recruitment 2024- সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলি –
Recruitment notice Release – এর তারিখ | 26 July 2024 |
Registration – শুরু হওয়ার তারিখ | 26 July 2024 |
Registration– এর শেষ তারিখ | 26 August 2024 |
Exam Fee জমা করার শেষ তারিখ | 26 August 2024 |
পরীক্ষার সম্ভাব্য সময়সূচি | October – November 2024 |
কি কি যোগ্যতা লাগবে (Eligibility Criteria)?
- আবেদনকারীকে অবশ্যই কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ-মাধ্যমিক পাস করতে হবে।
- আবেদনকারীর সর্বোচ্চ বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 30 বছর হতে হবে।
- ভারতীয় নাগরিক হতে হবে।
বেতন কত?
তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, SSC Stenographer Group C পদের জন্য Rs 9,300 – Rs 34,800 এবং Group D পদের জন্য Rs 5,200 – Rs 20,200 টাকা বেতন হিসাবে দেওয়া হবে।
রাজ্যে কবে কোন পরীক্ষা: WBPSC Exam Calender 2024: পরীক্ষা সূচি প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন!
Application Fees: ফরম ফিলাপে কত টাকা লাগবে?
তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি SSC Stenographer – এর জন্য SC,ST, OBC সহ General Category- প্রত্যেকের জন্য আলাদা আলাদা Application Fees নির্ধারণ করা হয়েছে, যথা-
General Category | Rs.100 |
SC/ST Category | কোন টাকা লাগবে না |
OBC/EWS Category | Rs.100 |
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)
SSC Stenographer – এর Selection Process চারটে ধাপে হয়ে থাকে, যথা-
- Phase 1: Computer Based Exam.
- Phase 2: Skill test.
- Phase 3: Document Verification.
- Phase 4: Medical Examination.
Notice of Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2024 | Download PDF |
স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট | ssc.gov.in |
দেখে নিন: রাজ্যে ১২ হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন! ঘোষণা
আরো বিস্তারিতভাবে জানতে তোমরা SSC (Staff Selection Commission)- এর অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারো। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা, তৎসহ Educational সমস্ত বিষয়ের Update সবার আগে পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে তোমরা নজর রাখতে পারো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »