BDO (Block Development Officer) হতে গেলে কি নিয়ে পড়তে হয়? যোগ্যতা কি লাগবে? সবকিছু জেনে নাও

Dibyendu Dutta

Published on:

Block Development Officer WBCS Executive Eligibility, Educational Qualification

BDO – এর পুরো কথা হলো Block Development Officer, যাদের উপর দায়িত্ব থাকে নির্দিষ্ট Block- এর উন্নতিসাধন। আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে BDO Officer হওয়ার মাধ্যমে সরাসরি প্রশাসনিক কাজে অংশগ্রহণের মাধ্যমে জনগণের সেবা করা কিন্তু সঠিক Information – এর অভাবে অনেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে না। তাদের জন্যই আজকের এই প্রতিবেদন। তাই নিম্নলিখিত সম্পূর্ন লেখা পড়লে BDO Officer সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পারবেন।

BDO Eligibility: বিডিও অফিসার হওয়ার শিক্ষাগত অন্যান্য যোগ্যতা

আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে পড়াশোনা শেষে একটা ভালো সরকারি চাকরি আর সেটা যদি হয় কোন প্রশাসনিক আধিকারিকের কাজ! তাহলে তো আনন্দের আর সীমাই থাকে না। এমনই একটি রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিক হলো BDO – এর চাকরি। BDO Officer হলেন একজন সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অফিসার (Group -A)।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত যে কোন University বা College থেকে যেকোন Stream – এ Graduation পাস করতে হবে। এক্ষেত্রে ন্যূনতম কোন নম্বরের প্রয়োজন নেই, শুধুমাত্র Graduation পাশ করলেই হবে। অর্থাৎ তুমি BA, BCOM, BSC কিংবা ইঞ্জিনিয়ারিং, বিএসসি নার্সিং – যেকোনো কিছু নিয়ে পড়তে পারো, শুধুমাত্র গ্রাজুয়েট সার্টিফিকেট থাকতে হবে।

বয়স সীমা : সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 36 বছরের মধ্যে থাকতে হবে। উল্লেখ্য, বিভিন্ন Cast অনুযায়ী নির্ধারিত বয়স সীমা হল – 

  • SC/ST21 থেকে 41 বছর (5 বছরের ছাড়)
  • OBC21 থেকে 39 বছর (3 বছরের ছাড়)
  • General21 থেকে 36 বছর
  • PWD21 থেকে 45 বছর (10 বছরের ছাড়)।

BDO এর কাজ কি?

জনসাধারণের সমস্ত প্রশাসনিক কাজকর্ম তার দায়িত্ব, সংশ্লিষ্ট Block – এর উন্নতি সাধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা, অর্থাৎ সম্পূর্ণ ব্লকের মানুষের সুবিধা অসুবিধা প্রশাসনিক পরিচালনা করা।

  • বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অর্থাৎ সরকারি প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।
  • BDO Officer তার ব্লকের আওতাধিন পঞ্চায়েতগুলির যাবতীয় কাজ থেকে শুরু করে স্বাস্থ্য, সড়ক উন্নয়ন সহ যাবতীয় কাজের দায়িত্ব পালন করে।
  • পঞ্চায়েত সমিতির মুখ্য আধিকারিকের দায়িত্ব পালন করা।

BDO Salary Per month: বেতন ও সুবিধা কি রয়েছে?

West Bengal – এ BDO Officer – রা Pay Scale 14 অনুযায়ী প্রতি মাসে বেতন পেয়ে থাকে, তবে উল্লেখ্য অভিজ্ঞতা ও দায়িত্বের উপর ভিত্তি করে Salary কম বেশি ভিন্ন হয়ে থাকে। তবে বেতন ৭০ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত হতে পারে। বেতনের থেকে বড় যেটা সরকারি বাংলো, সরকারি গাড়ি এবং সকল রকম সুযোগ-সুবিধা দায়িত্ব সরকার নেবে

আরো দেখো: SSC সিজিএল পরীক্ষা দিয়ে 10-টি সেরা ও জনপ্রিয় পোস্ট সম্পর্কে জেনে নাও

Recruitment Process বা নিয়োগ প্রক্রিয়া

WBPSC (West Bengal Public Service Comission) – দ্বারা পরিচালিত WBCS (West Bengal Civil Service) – পরীক্ষার মাধ্যমে BDO Officer – দের নিয়োগ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে নিয়োগ করা হয় তিনটি ধাপের মাধ্যমে –

  1. Preliminary Exam /প্রিলিমিনারি পরীক্ষা
  2. Mains Exam (মেন্স পরীক্ষা)
  3. Interview (ইন্টারভিউ)

পরীক্ষার পদ্ধতি এবং প্যাটার্ন উপর বিস্তারিত একটি পোস্ট ইতিমধ্যেই রয়েছে নিচে দেওয়া রইল আপনারা পড়ে নেবেন।

বিস্তারিত: WBCS Exam সিভিল সার্ভিস পরীক্ষা, প্যাটার্ন পদ্ধতি খুঁটিনাটি তথ্য থেকে পদের নাম!

BDO হওয়ার জন্য WBCS Exam দিতে হয়, পশ্চিমবঙ্গে কমবেশি প্রতিবছর WBCS পরীক্ষা হয়, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট: https://psc.wb.gov.in/

সবশেষে, BDO – সম্পর্কে  লেখা আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ হল। আশা করছি আজকের এই প্রতিবেদন থেকে অনেক অজানা বিষয় জানতে পেরেছেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে দিন। 

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram