How to Become Excise Police: আবগারি পুলিশ কিভাবে হবে? কাজ কি? যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া দেখে নাও

Dibyendu Dutta

Published on:

Westbengal Excise Inspector Abgari Police

পুলিশ বিভাগের বিভিন্ন শাখায় নিয়মিত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। এর মধ্যে কনস্টেবল পদে সবচেয়ে বেশি সংখ্যক চাকরিপ্রার্থী আবেদন করে থাকেন, কারণ এই পদে নিয়োগের সংখ্যা সাধারণত বেশি হয়। তবে পুলিশের আরও একটি বিশেষ বিভাগ রয়েছে, যার বিষয়ে অনেকেই হয়তো এখনো জানেন না বা খুব কম শুনেছেন। এই বিভাগের নাম হল আবগারি পুলিশ

অন্যান্য পুলিশের পদের থেকে তুলনামূলকভাবে সুখের চাকরি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কিভাবে একজন আবগারি পুলিশ হতে পারবে? আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য।

আবগারি পুলিশ কি? (Abgari Police)

অন্যান্য পুলিশের থেকে একটু আলাদা এই আবগারি পুলিশের বিভাগ রাজ্যের প্রতিটি জেলায় আলাদা আলাদা ভাবে রয়েছে। আবগারি পুলিশ হল একটি বিশেষ ইউনিট, যার কাজ সাধারণ পুলিশের থেকে কিছুটা আলাদা এবং গুরুত্বপূর্ণ। এই পুলিশের মূল কাজ হলো বেআইনি কাজকর্মের তদন্ত বা তদারকি করা

আবগারি পুলিশের কাজ কি? (Abgari Police Job Role)

কিভাবে একজন আবগারি পুলিশ হতে পারবে এ বিষয়ে বিস্তারিত জানার আগে অবশ্যই দেখে নেওয়া যাক একজন আবগারি পুলিশের কি কি কাজ করতে হয়-

  1. আবগারি পুলিশের প্রধান কাজ হল সংশ্লিষ্ট রাজ্য বা জেলার বিভিন্ন প্রান্তে বেআইনি কারবার বন্ধ করা
  2. কোন বেআইনি মদ বা ড্রাগের সন্ধান পেলে তা বন্ধ করা এবং এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া।
  3. গাজা বা নেশা জাতীয় কোন গাছের চাষ বন্ধ করা
  4. বেআইনি ওষুধের কারবার বন্ধ করা

আবগারি পুলিশে আবেদনের যোগ্যতা (Eligibility & Qualification)

শিক্ষাগত যোগ্যতা: আবগারি পুলিশ পদে কনস্টেবল আবেদন করতে হলে প্রার্থীকে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। অপরদিকে ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে

বয়স সীমা: আবেদনকারীর বয়স জেনারেল ক্যাটাগরি বা সাধারণের ক্ষেত্রে অবশ্যই 18 থাকে 27 বছরের মধ্যে হতে হবে। অবশ্য অনগ্রসর শ্রেণীর (OBC) প্রার্থীদের সর্বোচ্চ ৩ বছর এবং তফসিলি জাতি এবং উপজাতি (SC/ST) প্রার্থীদের সর্বোচ্চ ৫ বছর অব্দি বয়সের ছাড় রয়েছে।

শারীরিক যোগ্যতা: আবগারি পুলিশে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে শারীরিক যোগ্যতার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, ছেলে ও মেয়ে আবেদন প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতার পরিমাণ ভিন্ন। নিচে ছেলেমেয়ে উভয় আবেদন প্রার্থীদের শারীরিক যোগ্যতা দেওয়া হলো-

  • ছেলে আবেদন প্রার্থীদের উচ্চতা ১৬৭ সেন্টিমিটার হতে হবে এবং বুকের ছাতির মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে
  • সংরক্ষণ সম্প্রদায় ভুক্ত এবং পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রার্থীদের উচ্চতার ছাড় রয়েছে, এক্ষেত্রে তাদের উচ্চতা ১৬৭ সেন্টিমিটার এর বদলে ন্যূনতম ১৬০ সেন্টিমিটার হলে আবেদন করতে পারবে
  • মহিলাদের জন্য উচ্চতা ১৬০ সেন্টিমিটার হতে হবে এবং সংরক্ষণ শ্রেণীভুক্ত এবং পাহাড়ি এলাকায় বসবাসকারী মহিলাদের উচ্চতা ১৫২ সেন্টিমিটার হলেই আবেদন করতে পারবেন।

অবশ্যই দেখবে: WBP Constable (Male) Eligibility, Height, Run, Medical: পশ্চিমবঙ্গ পুলিশ লেটেস্ট সমস্ত তথ্য দেখে নাও

আবগারি পুলিশ পদে নিয়োগের প্রক্রিয়া (Recruitment Process)

আবগারি পুলিশ নিয়োগ লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে প্রথমেই, আবেদনকারী প্রার্থীদের একটি ১০০ নাম্বারের প্রিলিমিনারি এক্সাম নেওয়া হয়। এবং সেই পরীক্ষাই পাস করলে Physical Measurement Test ও Physical Efficiency Test নেওয়া হয় এরপর সব শেষে ফাইনাল লিখিত পরীক্ষা ৯০ নম্বরের নেওয়া হয়ে থাকে এরপর সবশেষে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হয়।

Excise Inspector এখন WBCS Group C-এর মাধ্যমে হবে

পশ্চিমবঙ্গ সরকার নতুন সিদ্ধান্তে জানিয়েছে যে, Excise Inspector পদে আর আলাদা পরীক্ষা হবে না। এখন থেকে এই পদে নিয়োগ হবে WBCS (Group C) পরীক্ষার মাধ্যমে। এটি WBCS পরীক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ, কারণ এর আগে এই পদে আলাদা পরীক্ষা নেওয়া হতো।

  • WBCS ফর্ম পূরণ করার সময় Group C অপশন সিলেক্ট করতে হবে।
  • প্রিলিমিনারি, মেইনস, ফিজিক্যাল ও পার্সোনালিটি টেস্ট – এই ধাপ পেরোতে হবে।
  • Group C র‍্যাঙ্ক অনুযায়ী Excise Inspector পদে পোষ্টিং হবে।

সেন্ট্রাল এক্সাইজ (Central Excise) SSC এর মাধ্যমে নিয়োগ

কেন্দ্রীয় সরকারের এক্সসাইজ ডিপার্টমেন্ট স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ নিয়ে থাকে। যেখানে SSC MTS হাবালদার এর মাধ্যমে কনস্টেবল এবং SSC CGL এর মাধ্যমে ইন্সপেক্টর পদে নিয়োগ হয়ে থাকে। প্রত্যেক বছর এই পরীক্ষা হয়ে থাকে তাই প্রস্তুতি নিতে থাকলে অবশ্যই সাফল্য পাওয়া সম্ভব।

মিস করো না: SSC Exams: কেন্দ্র সরকারি চাকরির দরজা! কোন পদে কি পরীক্ষা দিতে হয়? জেনে নাও

আবগারি পুলিশের পদোন্নতি (Promotion of Excise)

আপনি আবগারি পুলিশের পদে আবেদন করলে প্রাথমিকভাবে কনস্টেবল পদে চাকরি করতে পারবেন । অবশ্যই পরবর্তীতে প্রমোশন এবং অভিজ্ঞতার মাধ্যমে উচ্চতর পদগুলিতে চাকরি করার সুযোগ পাবেন। আবগারি পুলিশ কনস্টেবল এর উচ্চতর পদ গুলি হল –

  • ডেপুটি এক্সাইজ কালেক্টর (Deputy Excise Collector),
  • অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (Assistant Sub Inspector),
  • সুপারিন্টেন্ডেন্ট এক্সাইজ (Superintendent Excise),
  • অ্যাডিশনাল সুপারিন্টেন্ডেন্ট অফ এক্সাইজ (Additional Superintendent of Excise),
  • সাব ইন্সপেক্টর (Sub Inspector)

👇 যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে বাংলাতে সেরা GK-GK Book PDF! [মাত্র 49 টাকা]

Best GK GS Book PDF in Bengali All Competitive Exam
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

অনলাইনে যেকোনো UPI পেমেন্ট করে নিয়ে, ডাউনলোড করে নিতে পারবেন! এখনই সেরা প্রস্তুতি শুরু করুন।

আবগারি পুলিশের বেতন (WB Excise Salary)

একজন আবগারি পুলিশে কনস্টেবল নিয়োগের পর প্রাথমিক বেতন ৩০ হাজার টাকা প্রতি মাস হিসেবে শুরু হয়, জেলা এবং এলাকাভিত্তিক কমবেশি হয়ে থাকে। এরপর প্রতিবছর স্যালারি বৃদ্ধি পায়। বেতনের সঙ্গে DA, পুজোর বোনাস ইত্যাদি পেয়ে থাকেন আবগারি পুলিশ কর্মীরা।

পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.wbpolice.gov.in/
পুলিশ বিভাগের অন্যান্য চাকরি সমূহVisit Now →

অবশ্যই পড়ুন: পুলিশের SI (Sub Inspector) কিভাবে হওয়া যায়? শিক্ষা ও শারীরিক যোগ্যতা, সমস্ত বিষয় জেনে নাও

আবগারি পুলিশ সংক্রান্ত আজকের এই প্রতিবেদনটি আশা করি সকলের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে এবং প্রতিবেদনটি যদি ইনফোরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই নিজেদের পরিচিতদের মধ্য প্রতিবেদনটি শেয়ার করুন যাতে তারাও আবগারি পুলিশ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারে।

Join Group

Telegram